গ্রেফতার
রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১
মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্রেপ্তারের এই সংখ্যা দাঁড়ায়।
আরও পড়ুন: সন্তানের নাম ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়েই আসামি গ্রেফতার
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের টিম ও গোয়েন্দা শাখার সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে এক হাজার ১৮৪টি ইয়াবা বড়ি, আট দশমিক ৯৩০ কেজি গাঁজা, ৮৭ গ্রাম হেরোইন ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৪টি মামলা হয়েছে।
আরও পড়ুন: গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে ঘুরতেন পলাতক আসামি, অবশেষে গ্রেফতার
১ বছর আগে
কুমিল্লায় ৩০ মামলার আসামি রেজাউল গ্রেফতার
কুমিল্লায় ৩০ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিমকে গ্রেফতার করেছে ১০ বিজিবি। শুক্রবার গভীর রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করার দাবি করেছে বিজেবি।
গ্রেফতার হওয়া রেজাউল করিম জেলার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশে সাথে গোলাগুলি, সন্ত্রাসী আটক
শনিবার বিকালে তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। এরপর বিজিবি কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গভীর রাতে ১০ বিজিবি’র অধীনস্থ গোলাবাড়ী পোস্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের সীমান্ত পিলার ২০৮২/৭-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানী নগর এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে বিজিবি টহল দল ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরত এক ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে চ্যালেঞ্জ করলে তিনি ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে একটি ব্যাগসহ রেজাউল করিমকে আটক করা হয়।
পরে ব্যাগ তল্লাশি করে একটি রিভলভার, ম্যাগাজিনসহ চারটি গুলি, ১৬ পিস ইয়াবা, এক প্যাকেট নতুন ধরনের ভারতীয় ‘কৌটা মাদক’, ভারতীয় ৩টি পরিচয়পত্র, ভারতীয় ইউসিবি ব্যাংকের ডেবিট কার্ড দুটি, ভারতীয় বিভিন্ন প্রকার সাতটি কার্ড, বাংলাদেশি নগদ টাকা ৭৮৫ টাকা এবং কাতারের ১০ দিরহাম উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার
১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রেজাউর রহমান জানান, রেজাউল কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী। তিনি ভারতে অবৈধভাবে অবস্থান করে বাংলাদেশে হত্যা, রাহাজানি এবং ধর্ষণের মত নানাবিধ অপকর্মে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক হত্যা মামলাসহ অন্যান্য প্রায় ৩০টি মামলা চলমান রয়েছে।
৩ বছর আগে
সন্তানের নাম ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়েই আসামি গ্রেফতার
খাতার মলাটে পাওয়া শিশুর নাম ও শিক্ষা প্রতিষ্ঠানের নামের সূত্র ধরে ৩ মাস পর সাভারের আশুলিয়ায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কফিল উদ্দিন হত্যা ঘটনায় রিতা বেগম (২৯) নামে ওই আসামীকে গ্রেফতার করা হয়।
রিতা বেগম নওগাঁ জেলা সদরের চকরামচন্দ্র মহল্লার খাইরুল ইসলামের মেয়ে। নিহত কফিল উদ্দিন (৬০) জামালপুর জেলার ইসলামপুর থানার পাতুসি গ্রামের মৃত কাজী মুনশী শেখের ছেলে। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার বঙ্গবন্ধু সড়কের ডাক্তার শাফকাথ হোসেনের বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: সাভারে পোশাক কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহত
আশুলিয়ার জিরাবো এলাকার রিপন নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে রিতাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আশুলিয়া থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়।
তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, গত ২২ মার্চ আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের ডা. সাফকাতের বাড়ির কেয়ারটেকার কফিল উদ্দিনের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলোনা। তবে ঘটনার পর থেকে প্রতিবেশী এক নারী পালিয়ে যায়। সেই ঘরে তল্লাশি করে শুধু একটি খাতার মলাট পাওয়া যায়। সেই মলাটে শিশুর নাম ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। সেই সূত্র ধরেই দীর্ঘ ৩ মাস পর তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সাভারে খুন, ‘৯৯৯’ এ ফোনের পর সন্দেহভাজন দুই হত্যাকারী আটক
রিতার বরাত দিয়ে এসআই সুদীপ কুমার গোপ বলেন, কফিল উদ্দিন সাফকাত হোসেনের বাড়ির কেয়ারটেকার ছিলেন। আর ওই বাসায় রিতা বেগম ভাড়া থাকতেন। সেখানে ভাড়া থাকায় কফিল উদ্দিনের সাথে ভাল সম্পর্ক হয় রিতার। এই সুবাদে কফিলের তরকারি মাছ ইত্যাদি কেটে দিয়ে সহযোগিতা করতেন রিতা। ঘটনার দিন রাতে কফিলের মাছ কেটে তার ঘরে দিতে গেলে কফিল কুপ্রস্তাব দেয় রিতাকে। এ সময় রিতা তার গলা চেপে ধরলে কফিল মেঝেতে পড়ে মারা যায়। আগে থেকেই শ্বাস কষ্টের রোগী ছিলেন কফিল উদ্দিন। ঘটনা আড়াল করতে কফিল উদ্দিনের হাতে ইন হেলার দিয়ে সকালে বাসা ছেড়ে পালিয়ে যান রিতা।
উল্লেখ্য এ ঘটনায় ৩ মাস আগে অপমৃত্যুর মামলা হলেও শুক্রবার সকালে নিহতের স্ত্রী হানুফা বেগম আশুলিয়া থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে রিতা বেগমকে আদালতে পাঠানো হয়।
৩ বছর আগে
রাজধানীতে জঙ্গি সংগঠনের এক ‘সদস্য’ গ্রেফতার
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল মিরপুর রোডস্থ নিওয়েজ সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের ওই সদস্যকে গ্রেপ্তার করে।
আটককৃত ব্যক্তির নাম মো. মুজাহিদ (২৩)। তার বাড়ি ভোলা জেলায়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত মোঃ মুজাহিদ রাজধানী নিউমার্কেট থানার এক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে আসছিল।
এছাড়াও তার সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি বিশ্লেষণ করে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
উক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব।
৩ বছর আগে
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
পটিয়ায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে