জমজমাট
জাতীয় প্রেসক্লাবে জমজমাট ফল উৎসব ও বাউল গানের আসর
রকমারি দেশি ফলের সম্ভার ও জমকালো বাউল গানের আয়োজনে শুক্রবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাব ছিল উৎসবমুখর।
তাই ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মনোরম একটি অনুষ্ঠান ছিল এটি।
অনুষ্ঠান উদ্বোধন সূচিত হয় জাতীয় প্রেসক্লাব থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’- পরিবেশনার মধ্যদিয়ে।
এরপর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সীমান্ত খোকন।
ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল- আম্রপালি, হাঁড়িভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, লিচু, কাঠ লিচু, বিলাতি গাব ও জাম ইত্যাদি।
সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব এবং বাউল গান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বোরোর বাম্পার ফলন, দামে খুশি কৃষক
চুয়াডাঙ্গায় ৫৩ পদের ফল নিয়ে উৎসব পালন
৬৪৪ দিন আগে
মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’
কোরবানি ঈদের পর আবারও জমজমাট সিনেমা হল। শুক্রবার একসঙ্গে মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’।
মাহমুদ দিদার পরিচালিত প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছে দেশের ১৯টি হলে। সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও ছিলেন ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধুসহ আরও অনেকে।
‘বিউটি সার্কাস’ নির্মাণ করতে উপস্থিত ছিলেন দুই শতাধিক নির্মাণসঙ্গী ও দুই হাজার গ্রামবাসী। দেশের সার্কাস শিল্পকে ঘিরে নির্মিত প্রথম এই সিনেমাটি চিত্রায়িত হয়েছে নওগাঁর সাঁপাহার গ্রামে।
আরও পড়ুন: ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’: জয়া আহসান
এদিকে, সারাদেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।
‘অপারেশন সুন্দরবন’ নির্মিত হয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র্যাবের দুঃসাহসী অভিযানের গল্প অবলম্বনে।
আরও পড়ুন: ‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরু
৯১৭ দিন আগে
যশোর-মাগুরা মহাসড়ক দখল করে সবজির হাট!
যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাটের সবজির হাট বছরের ১২ মাসই থাকে জমজমাট। ভোর সাড়ে ৫টা থেকে আশ-পাশের গ্রামের কৃষকরা তাদের পরিশ্রমের ফসল টাটকা সবজি ভ্যানগাড়ি বা মাথায় করে নিয়ে ছুটে আসেন এখানে।
১৮৭৫ দিন আগে
শীতে সিলেটের ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা
টানা কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহেসারাদেশের মতো সিলেটেও শীত জেঁকে বসেছে।
১৯২৩ দিন আগে