ওয়ানডে
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: সাকিবহীন একাদশে সৌম্যকে গুরুত্বপূর্ণ বিবেচনা শান্তর
নিউ জিল্যান্ডের ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ ডিসেম্বর থেকে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
তিন ম্যাচের এই সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সৌম্য সরকারকে একাদশে অন্তর্ভুক্ত করার জোর দাবি করেছিলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ঘরের মাঠে বাংলাদেশ কিউইদের সঙ্গে ওয়ানডেতে জয়ী হলেও, নিউ জিল্যান্ডের মাটিতে সিরিজ জয় এখনও অধরাই রয়ে গেছে।
সিরিজটি বাংলাদেশকে তাদের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় লেখার নতুন এনে দিয়েছে।
তবে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
ইনজুরিতে ভুগছেন সাকিব, একইসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আসন্ন সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এছাড়া বিভিন্ন কারণে তামিম ও মাহমুদউল্লাহও বাদ পড়েছেন।
নিউ জিল্যান্ড দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি, বাংলাদেশকে তাদের নিজ দেশের তুলনায় দেশটির ঠান্ডা আবহাওয়ার সঙ্গেও লড়াই করতে হবে।
শান্ত অবশ্য অনাকাঙ্ক্ষিত আবহাওয়া নিয়ে তেমন কোনো উদ্বেগ আছে বলে মনে করছেন না।
তিনি জোর দিয়ে বলেছেন, এটি কারো নিয়ন্ত্রণে নেই। এই চ্যালেঞ্জগুলো থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ নিউ জিল্যান্ডে সিরিজ জিততে বদ্ধপরিকর হবে বলে দৃঢ় বিশ্বাস তার।
নিউ জিল্যান্ডে আগের সফরগুলোর কথা স্মরণ করে, শান্ত সাদা বলে সিরিজ জয় করতে না পারার আক্ষেপের কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত
তবে বর্তমান দলের সক্ষমতা নিয়ে আশাবাদী তিনি।
শান্ত বলেন, ‘আমি বিশ্বাস করি এই দলের কাছে নিউ জিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানোর প্রয়োজনীয় সামর্থ্য আছে। আমরা সবাই বিশ্বাস করি এবার আমাদের ভিন্ন ফলাফল হবে।’
সিরিজে সৌম্যকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের কৌশলে একটি উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে।শান্ত সৌম্যের ভূমিকার কথা, বিশেষ করে সাকিবের অনুপস্থিতিতে তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শান্ত ব্যাখ্যা করেছেন, ‘যেহেতু সাকিব এই সিরিজে নেই, তাই সৌম্যর বোলিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। টিম ম্যানেজমেন্ট এই বিষয় বিবেচনা করে তাকে অন্তর্ভুক্ত করেছেন।’
এই সিরিজের আগে নিউ জিল্যান্ডে বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ ২০১৫ তে ১৭টি ওয়ানডেতে ম্যাচে স্বাগতিক ও স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল। এর মধ্যে স্কটল্যান্ডের বিরুদ্ধে শুধু একটি জয় পেয়েছিল।
আশা করা হচ্ছে আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য নিউ জিল্যান্ডের মাটিতে তাদের আখ্যান নতুন করে লেখার সুযোগ করে দেবে।
আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা
১ বছর আগে
তৃতীয় ওয়ানডে: ইংল্যান্ডকে ৫০ রানে হারাল বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসান ৭৫ রান করেন এবং ৩৫ রানে চার উইকেট তুলে নেন।
এরমধ্য দিয়ে সাকিব প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড করেন।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল।
তবে, লিটন দাস প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যাওয়ায় দল চাপে পড়ে যায়। এরপর ৬ বলে মাত্র ১১ রান করে স্যাম কুরানের বলে জেমস ভিন্সের হাতে ধরা পড়েন তামিম।
তবে, নাজমুল হোসেন শান্ত ৭১ বলে ৫৩ রান করে কিছুটা স্বস্তি ফেরান।
তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিম এবং শান্ত ৯৮ রান যোগ করেন, যা স্বাগতিকদের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সহায়তা করে।
মুশফিক ৭০ রানে আউট হন। সাকিব ৭১ বলে ৭টি চারের সাহায্যে ৭৫ রান করেন।
বাংলাদেশ দল ৪৮ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রান করতে সক্ষম হয়।
মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ এই ম্যাচে ভালো করতে পারেননি।
আরও পড়ুন: ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার তিনটি এবং স্যাম কুরান ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট একটি সম্ভাবনাময় শুরু করেন।
কিন্তু সাকিবের পরপর তিন আঘাতে দুই ওপেনার এবং জেমস ভিন্সকে হারিয়ে ইংল্যান্ড ৩ উইকেটে ৫৫ রান করতে সমর্থ হয়। এরপর স্যাম কুরান ও জস বাটলার ৪৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
ব্যক্তিগত ২৩ রানে মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ দেন স্যাম কুরান।
বাটলার এরপর ২৬ রানে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে যান এবং এরমধ্য দিয়ে ইংল্যান্ডের জয়ের আশা ম্লান হয়ে যায়।
ক্রিস ওকসই একমাত্র ব্যাটসম্যান যিনি ৪৬ বলে ৩৪ রানের লড়াইয়ে কিছুটা প্রতিরোধ দেখিয়েছিলেন।
তবে ৪৪তম ওভারে তিনি মুস্তাফিজুর রহমানের বলে আউট হন এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত ৪৩ দশমিক ১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশের পক্ষে বোলারদের মধ্যে সাকিব তার ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া এবাদত হোসেন ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।
দুই দল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
প্রথম ম্যাচ হবে ৯ মার্চ চট্টগ্রামে এবং শেষ দুটি ম্যাচ হবে ঢাকায় ১২ ও ১৪ মার্চ।
আরও পড়ুন: ইংল্যান্ড-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে: শোচনীয় পরাজয় এড়াতে প্রথমে ব্যাট করছে টাইগাররা
ইংল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
১ বছর আগে
চার অর্ধশতকে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দুই ওপেনার তামিম ইকবাল (৬২), লিটন দাস (৮১), দুই বছর পর ওয়ানডে দলে ফেরা এনামুল হক (৭৩) এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিমের (৫২) অর্ধশতকে স্বাগতিকদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তামিম ও লিটন ওপেনিং জুটিতে ১১৯ রান যোগ করেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়াই করা এনামুল ফিফটি করেছেন। তিনি ৬৩ বলে ৬ চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন।
ব্যক্তিগত ৮১ রানের সময় সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন লিটন। পরে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। এরপর মাঠে নামেন মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর তিনিও ওয়ানডেতে অর্ধশতক করেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫২ করে অপরাজিত ছিলেন এ অভিজ্ঞ ব্যাটার। অপরদিকে মাহমুদউল্লাহও ১২ বলে ২০ করে অপরাজিত ছিলেন।
আজকের ম্যাচে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের রয়েছে-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯টি ওয়ানডের সব ক’টিতেই জিতেছে বাংলাদেশ। এছাড়া টাইগাররা দেশে ও বিদেশে তাদের শেষ সাতটি ওয়ানডে সিরিজের ছয়টি জিতেছে।
তবে এই ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছে।ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল হলেও দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাতে হলে তাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
২ বছর আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কয়েক মিনিট পরই নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
চলতি বছরের জানুয়ারিতে এই সংস্করণ থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন তামিম। এরপর থেকেই এই সংস্করণে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। বিরতি নেয়ার সময় তামিম বলেছেন, তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না।
২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটসম্যান। পরে তিনি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নেন।
বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার সময় তামিম বলেছেন, তরুণ খেলোয়াড়েরা অনেক দিন ধরে ভালো খেলায় তারা এই সংস্করণে আরও সুযোগ পাওয়ার যোগ্য।
বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। যদিও তিনি এ বিষয়ে কিছু বলেননি।
টি-টোয়েন্টি সংস্করণে তামিম ইকবাল টাইগারদের হয়ে ৭৮টি ম্যাচে একটি শতক ও সাতটি অর্ধশতকসহ ১৭৫৮ রান করেছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ওমানের বিপক্ষে তামিম অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন, যা এই সংস্করণে বাংলাদেশি ব্যাটসম্যানের একমাত্র শতক।
পড়ুন: উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
দলে ফিরতে এনামুলকে আরও অপেক্ষা করতে হবে: ডমিঙ্গো
২ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর অবশেষে প্রথম ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ। রবিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে খেলা শুরু হয় পৌনে ১২টায়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪১ ওভার।
বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক দলের ব্যাটাররা শুরুতেই চাপে পড়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে শাই হোপকে কোনো রান করার আগেই সাজঘরে ফিরিয়ে শুভ সূচনা করেন মুস্তাফিজুর রহমান। শরীফুল ৩৪ রানে চার এবং মেহেদী হাসান ৩৬ রানে তিন উইকেট শিকার করেন। নাসুম ও তাসকিন উইকেট না পেলেও স্বাগতিক ব্যাটারদের যথেষ্ট ভুগিয়েছেন।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪১ ওভারে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসকে হারালেও তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং জয়ের পথ দেখায় বাংলাদেশকে। তামিম ২৫ বলে ৩৩ এবং নাজমুল ৪৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরেন। এরপর মাহমুদউল্লাহ নুরুল হাসানকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাঝে আফিফ হোসেন ১৭ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন। রিয়াদ ৪১ রান এবং সোহান ২০ রানে অপরাজিত থাকেন।
এ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের কাছে হেরেছে বাংলাদেশ।
আগামী ১৩ এবং ১৬ জুলাই দু’দলের মধ্যে সিরিজের বাকি দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
পড়ুন: বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
২ বছর আগে
জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে এক সপ্তাহের বিরতির পর জিম্বাবুয়ে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে সেই সফরে টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে রয়েছে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে টাইগাররা। এখন টি-টোয়েন্টি সিরিজ চলছে। যেখানে বাংলাদেশ ১-০ তে পিছিয়ে রয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘সাকিব আমাদের জানিয়েছেন তিনি জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না। তবে অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা জিম্বাবুয়ে যাবেন।’
সম্প্রতি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে টাইগারদের নেতৃত্ব দেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
এমন ব্যাটিং সাকিবের কাছে গ্রহণযোগ্য নয়
২ বছর আগে
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আগস্টে
প্রায় চার বছর পর আগামী আগস্ট মাসে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর ‘এশিয়া কাপ-২০২২’ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের শেষ আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো একটিতে প্রতি দুই বছর পরপর আয়োজিত হয় এই টুর্নামেন্ট। সবশেষ এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর বসেছিল গত ২০১৮ সালে। এরপর ২০২০ সালে এ টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়। ২০২০ আসরের আয়োজক হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। তবে করোনার কারণে দুইবার খেলার সূচি পরিবর্তিত হয়।
আরও পড়ুন: প্রোটিয়াদের হারিয়ে দ. আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ
চলতি বছর সূচি অনুসারেই আরও একটি এশিয়া কাপ আয়োজনের কথা। তবে চলতি বছরের আসরের কারণে তা পিছিয়ে ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের আসরের আয়োজক ছিল পাকিস্তান, টুর্নামেন্ট পিছিয়ে গেলেও আগামী বছর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানই থাকছে বলে নিশ্চিত করেছে এসিসি।
এবারের আসরে এশিয়ার পাঁচ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলবে এই টুর্নামেন্টে। এর বাইরে আরও একটি দল আসবে এবারের আসরে। সেজন্যে সেই দলটিকে পেরোতে হবে একটি বাছাইপর্ব, যা শুরু হবে আগামী ২০ আগস্ট।
এসিসি নিশ্চিত করেছে যে এবারের এশিয়া কাপ ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এসিসির কার্যনির্বাহী কমিটি বর্তমান সভাপতি জয় শাহের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করেছে।
২০২১ সালের প্রথম দিকে বাংলাদেশের নাজমুল হাসানের কাছ থেকে এসিসি প্রধানের দায়িত্ব নেন জয় শাহ।
কমিটি কাতারকে সহযোগী মর্যাদা থেকে দুদকের পূর্ণ সদস্য পদে উন্নীত করেছে।
আরও পড়ুন: নারী বিশ্বকাপ: আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ
অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না: নিগার সুলতানা
২ বছর আগে
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট খেলতে দেশটিতে সফরে যাবে বাংলাদেশ দল। এ সফরের জন্য বৃহস্পতিবার ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সৈয়দ খালেদ আহমেদকে রেখেছে বিসিবি।
সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনকেই টেস্ট দলে রাখা হয়েছে। পাঁচ ম্যাচ না খেলার পর তামিম ক্রিকেটের দীর্ঘ সংস্করণে ফিরতে চলেছেন।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের জয় পেল বাংলাদেশ
এদিকে মোহাম্মদ নাঈম ও ফজলে রাব্বি দল থেকে বাদ পড়েছেন। ক্রাইস্টচার্চ টেস্টে নাঈমের অভিষেক হয় এবং বাঁহাতি ব্যাটার ফজলে রাব্বি নিউজিল্যান্ড সফরে সাকিব না খেলায় দলে ডাক পেয়েছিলেন।
ডানহাতি পেসার শহিদুল ইসলামও টেস্ট দলে ডাক পেয়েছেন।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ, দ্বিতীয় ম্যাচ ২০ মার্চ ও তৃতীয় ম্যাচ ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ হবে সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে এবং দ্বিতীয় ম্যাচটি হবে জোহানেসবার্গে।
আরও পড়ুন: লিটন-মুশফিক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
এছাড়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৩১ মার্চ এবং দ্বিতীয় ম্যাচ হবে ৮ এপ্রিল। প্রথম ম্যাচ হবে ডারবানে এবং দ্বিতীয় ম্যাচ হবে পোর্ট এলিজাবেথে।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মো. ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
২ বছর আগে
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
এ ম্যাচ জয়ে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেল সফরকারীরা। প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে নেয় টাইগাররা।
সোমবার চট্টগ্রামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে আফগান স্পিনারদের এবার ভালোভাবে মোকাবিলা করতে পারেনি বাংলাদেশ দল।
আরও পড়ুন: লিটন-মুশফিক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
৪৬ ওভার পাঁচ বল খেলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ১৯২ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন লিটন দাস। এর আগের ম্যাচেও তিনি সেঞ্চুরি করেন। এছাড়া সাকিব আল হাসান ৩০ রান এবং মাহমুদউল্লাহ করেন ২৯ রান।
আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। এছাড়া মোহাম্মদ নবী নেন দুটি উইকেট।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রহমান গুরবাজ ও রিয়াজ হাসানের ওপেনিং জুটিতে আফগানিস্তান স্কোরবোর্ডে ৭৯ রান যোগ করে। সাকিবের বলে রিয়াজ ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন গুরবাজ।
গুরবাজের শতকে ভর করে ৪০ ওভার এক বলে সাত উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেন গুরবাজ। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক। এছাড়া রহমত শাহ ৪৭ রান এবং রিয়াজ করেন ৩৫ রান।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান দুটি ও সাকিব নেন একটি উইকেট।
বাংলাদেশে ও আফগানিস্তান দুই ম্যাচ টি-টিয়োন্টি সিরিজ খেলার কথা রয়েছে। ম্যাচ দুটি হবে ৩ ও ৫ মার্চ। দুটি ম্যাচই ঢাকায় হবে।
২ বছর আগে
বাংলাদেশ দলের ওয়ানডে জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টাইগাররা জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় প্রধানন্ত্রী এই অভিনন্দন জানান।
আরও পড়ুনঃ সাকিবের ৫ উইকেটে বাংলাদেশের সহজ জয়
উল্লেখ্য হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারিয়েছে টাইগাররা।
৩ বছর আগে