লালমনিহাট
লালমনিহাটে নার্সিং কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমনিরহাটে নার্সিং হল থেকে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার লালমনিরহাট নার্সিং কলেজ ক্যাম্পাসের ৮০০ বর্গফুট নামক আবাসিক ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন সরকার আবির (২০) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর (আষারিয়া চালা) গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় ভালোবাসা দিবসে কিশোরীর ‘আত্মহত্যা’
আল আমিন সরকার আবিরের রুম মেট রনি আহমেদ বলেন, দুপুরের খবারের সময় হলে আমরা আমাদের হলের সব শিক্ষার্থী খেতে যাই। খাবার শেষে ফিরে তার কক্ষ ভিতর থেকে আটকানো দেখি। পরে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি অধ্যক্ষ ছাহেবা বোগমকে অবগত করি।
পরবর্তীতে অধ্যক্ষ আরও কয়েকজন শিক্ষক ও ওই হলের শিক্ষার্থীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রুমের সিলিং ফ্যানের সঙ্গে আল আমিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় এসএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা!
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’
১১৫৮ দিন আগে
‘স্বপ্নেও কল্পনা করিনি ইটের একখানা নতুন ঘর পাবো’
লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার বাসিন্দা ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র ময়না বেগম। এতদিন গৃহহীন থাকলেও এখন তার একটি ঘর আছে। শুধু ঘরই নয়, নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধাও পাবেন তিনি।
১৫৪৬ দিন আগে