বাড়ি হস্তান্তর
‘স্বপ্নেও কল্পনা করিনি ইটের একখানা নতুন ঘর পাবো’
লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার বাসিন্দা ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র ময়না বেগম। এতদিন গৃহহীন থাকলেও এখন তার একটি ঘর আছে। শুধু ঘরই নয়, নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধাও পাবেন তিনি।
১৫৪১ দিন আগে