ঝাড়ু
ঝাড়ুর হাতে ফুল তুলে দিলেন ডিসি
প্রতিদিন ঝাড়ু হাতে যে মানুষগুলো শহর পরিচ্ছন্ন করেন, সেই মানুষগুলোর হাতে ফুল ও উপহার তুলে দিয়েছেন ফেনী জেলা প্রশাসক (ডিসি), মেয়র ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা।
নারী দিবসের প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের আয়োজনে ও ফেনী পৌরসভার সহযোগিতায় শহরের অর্ধ শতাধিক নারী পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এই উপহার সামগ্রী দেয়া হয়।
আরও পড়ুন: সহিংসতার সম্মুখীন নারীদের সহায়তা খুবই জরুরি: আইনমন্ত্রী
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেনী পৌর সভার নারী পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৫০ জন পরিচ্ছন্নতাকর্মীদের ফুল দিয়ে বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়। এই সময় তাদেরকে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে শাড়ি ও কম্বল দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
আরও পড়ুন: ইউএনবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড. মন্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, জেলা প্রশাসকের তনয়া আদিবা মাহমুদ রোদেলা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
ভালো নেই কুষ্টিয়ার ঝাড়ু শিল্পের কারিগররা, শত বছরেও জোটেনি স্বীকৃতি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলংগী পাড়ায় ছনখড় দিয়ে হাতে তৈরি ঝাড়ুর কারিগররা নানা সমস্যায় জর্জরিত। আর্থিক সংকট ও কাঁচামালের অভাব থাকলেও বাপ-দাদার এই পেশাকে এখনো ধরে রেখেছে এলাকাবাসী।
৩ বছর আগে