কেইপিজেড
কেইপিজেডের অগ্রগতি হচ্ছে: দ. কোরিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন বলেছেন, চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে এলাকার উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি ঘটাচ্ছে।
তিনি বলেন, কেইপিজেড আরও কারখানা নির্মাণ, আইসিটি জোন স্থাপন, নকশা ও উন্নয়ন কেন্দ্র খোলা, দেশের বৃহত্তম রুফটপ সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদনের উদ্বোধন এবং বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানিয়ে এলাকার উন্নয়ন করছে।
শনিবার (৭ জানুয়ারি) দ. কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টারের সঙ্গে কেইপিজেড পরিদর্শন করেন এবং জার্মান কোম্পানি স্ট্রাসের নতুন খোলা ইউনিটসহ কম্পাউন্ডের কারখানা এবং অন্যান্য ব্যবস্থাপনাগুলো ঘুরে দেখেন।
জার্মানির বিখ্যাত আউটডোর ও স্পোর্টসওয়্যার কোম্পানি স্ট্রস আনুষ্ঠানিকভাবে গত বছরের ২৪ অক্টোবর কেইপিজেড-এ তাদের ডিজাইন ও ডেভেলপমেন্ট সেন্টার স্ট্রস সিআই ফ্যাক্টরি, চট্টগ্রাম খুলেছে।
বর্তমানে চট্টগ্রামে পণ্য উন্নয়ন থেকে বিক্রয় ও বিপণনে প্রায় ২০০ জন নিয়োজিত আছেন।
আরও পড়ুন: ২০২৯ সালের পরেও জিএসপি+ সুবিধায় ফ্রান্সের সমর্থনের আশা বাংলাদেশের
রবিবার ঢাকায় দ. কোরিয়ার দূতাবাস জানিয়েছে, কেইপিজেড সফলভাবে ২২ মেগাওয়াট ক্ষমতার দেশের বৃহত্তম একক ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং পরিচালনা করছে।
রবিবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, তবে শুধুমাত্র এটি জোনের (কেইপিজেড) বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় বরং এটি বাংলাদেশের জাতীয় বিদ্যুত গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ২০২১ সালের ২০ জুন কেইপিজেডের ছাদে সোলার প্যানেল প্ল্যান্টের উদ্বোধন করেন রাষ্ট্রদূত লি।
রাষ্ট্রদূত লি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী কেইপিজেডের আইসিটি জোন ভালোভাবে চলছে। গত বছরের এপ্রিল থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে একটি গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের মাধ্যমে আইসিটি জোন নির্মাণের কাজ শুরু হয় এবং এর দুটি কারখানা ভবন নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে।
কেইপিজেড অনুসারে, বর্তমানে ৪৩টি অপারেটিং কারখানায় ২২ হাজার কর্মী কর্মরত রয়েছেন। এছাড়া আরও আটটি কারখানা নির্মাণাধীন রয়েছে।
কেইপিজেড হল কোরিয়ান ইয়ংওন করপোরেশন দ্বারা পরিচালিত দেশের একমাত্র ব্যক্তি মালিকানাধীন ইপিজেড। এটি বাংলাদেশের আরএমজি সেক্টরে প্রথম এবং বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী।
আরও পড়ুন: চসিক নির্বাচন: সাধারণ ছুটি না থাকলেও বন্ধ থাকছে ইপিজেড, কেইপিজেড
সর্বোচ্চ রপ্তানি, বিনিয়োগ ও চাকরি দেখলো ইপিজেড: বেপজা
২ বছর আগে
চট্টগ্রামে নতুন উৎপাদন ইউনিট চালু করলো অ্যাভেরি ডেনিসন
বাংলাদেশের চট্টগ্রামে আরও একটি উৎপাদন ইউনিট চালু করেছে অ্যাভেরি ডেনিসন। বন্দর নগরীর কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুই হাজার ৫২ বর্গমিটার আয়তন নিয়ে এই ইউনিটটি প্রতিষ্ঠা করা হয়।
স্থানীয় গ্রাহকদের চাহিদা মাফিক এবং উচ্চ গুণগত মান সম্পন্ন সেবা প্রদান এবং এর মাধ্যমে অ্যাভেরি ডেনিসন ও সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক টেক্সটাইল ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: রেলযোগে পার্সেল ভ্যানের প্রথম ২ চালান বেনাপোল বন্দরে
এ বিষয়ে দক্ষিণ এশিয়ায় অ্যাভেরি ডেনিসন আরবিআইএস-এর জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট কেনি লিউ বলেন, ‘আমরা স্থানীয় বাজার এবং বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা প্রদানে আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি এবং এই উৎপাদন ইউনিট স্থাপন তেমনই উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। ইউনিটটির মাধ্যমে বর্তমান প্রগতিশীল বাজারে ইয়ংওয়ান এবং চট্টগ্রামের গ্রাহকদের চাহিদা দ্রুততার সাথে মেটাতে আমরা সক্ষম হবো। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এবং আরও টেকসই পোশাক শিল্পের দিকে অগ্রসর হওয়াই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।’
আরও পড়ুন: দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনে স্টেকহোল্ডারদের সভা
কেইপিজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসবে অ্যাভেরি ডেনিসনকে স্বাগত জানিয়ে ইয়ংওয়ান কর্পোরেশন এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুঙ বলেন, ‘পোশাক ও টেক্সটাইলের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পে অংশীদারিত্ব করেছে অ্যাভেরি ডেনিসন ও ইয়ংওয়ান। কেইপিজেড এ বিনিয়োগের মাধ্যমে অ্যাভেরি ডেনিসন গ্রাহকদের ব্যবসায়িক খরচ কমিয়ে ও সময় বাঁচিয়ে সেরা মানের সেবা-সুবিধা প্রদান করতে পারবে।’
৩ বছর আগে
চসিক নির্বাচন: সাধারণ ছুটি না থাকলেও বন্ধ থাকছে ইপিজেড, কেইপিজেড
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেনি সরকার। তবে নির্বাচনের দিন চট্টগ্রামের দুটি শিল্পাঞ্চল ইপিজেড ও কেইপিজেডের সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
৩ বছর আগে