বাংলাদেশের চট্টগ্রামে আরও একটি উৎপাদন ইউনিট চালু করেছে অ্যাভেরি ডেনিসন। বন্দর নগরীর কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুই হাজার ৫২ বর্গমিটার আয়তন নিয়ে এই ইউনিটটি প্রতিষ্ঠা করা হয়।
স্থানীয় গ্রাহকদের চাহিদা মাফিক এবং উচ্চ গুণগত মান সম্পন্ন সেবা প্রদান এবং এর মাধ্যমে অ্যাভেরি ডেনিসন ও সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক টেক্সটাইল ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: রেলযোগে পার্সেল ভ্যানের প্রথম ২ চালান বেনাপোল বন্দরে
এ বিষয়ে দক্ষিণ এশিয়ায় অ্যাভেরি ডেনিসন আরবিআইএস-এর জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট কেনি লিউ বলেন, ‘আমরা স্থানীয় বাজার এবং বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা প্রদানে আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি এবং এই উৎপাদন ইউনিট স্থাপন তেমনই উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। ইউনিটটির মাধ্যমে বর্তমান প্রগতিশীল বাজারে ইয়ংওয়ান এবং চট্টগ্রামের গ্রাহকদের চাহিদা দ্রুততার সাথে মেটাতে আমরা সক্ষম হবো। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এবং আরও টেকসই পোশাক শিল্পের দিকে অগ্রসর হওয়াই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।’
আরও পড়ুন: দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনে স্টেকহোল্ডারদের সভা
কেইপিজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসবে অ্যাভেরি ডেনিসনকে স্বাগত জানিয়ে ইয়ংওয়ান কর্পোরেশন এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুঙ বলেন, ‘পোশাক ও টেক্সটাইলের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পে অংশীদারিত্ব করেছে অ্যাভেরি ডেনিসন ও ইয়ংওয়ান। কেইপিজেড এ বিনিয়োগের মাধ্যমে অ্যাভেরি ডেনিসন গ্রাহকদের ব্যবসায়িক খরচ কমিয়ে ও সময় বাঁচিয়ে সেরা মানের সেবা-সুবিধা প্রদান করতে পারবে।’