এফওসি
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে
গেল পনেরো বছরের মধ্যে প্রথম বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। এমন এক সময় এই বৈঠক শুরু হয়েছে, যখন দক্ষিণ এশিয়ার দুই দেশ তাদের সম্পর্ক জোরদারের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়েছে। সর্বশেষ দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসাল্টেশনস (এফওসি) হয়েছে ২০১০ সালে।
বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। আর পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এই বৈঠকে অংশ নিতে গতকাল বুধবার আমনা বালুচ ঢাকায় আসেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া শাখার মহাপরিচালক ইশরাত জাহান ও পাকিস্তানে ঢাকার হাইকমিশনারও এই বৈঠকে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের বাংলাদেশে সরকারি সফরে আশার কথা রয়েছে। এরআগে ২০১২ সালের ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের সব বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
সম্প্রতি পাকিস্তানের কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলও ঢাকায় সফরে আসেন। এতে দুপক্ষই পারস্পরিক আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ থেকে নির্দিষ্ট পণ্যভিত্তিক বাণিজ্য প্রতিনিধিদের পাকিস্তান সফরের প্রতি জোর দেওয়া হয়েছে।
১৫ দিন আগে
ঢাকা-মালদ্বীপ ৪ সমঝোতা স্মারক সই
মৎস্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৃহস্পতিবার ঢাকা ও মালের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।
১৫০৬ দিন আগে
দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব বৈঠক শুক্রবার
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের (এফওসি) বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছেছেন।
১৫৫৪ দিন আগে