পাহাড়তলী
চট্টগ্রামে স্ত্রীর লাশ উদ্ধার, কাউন্সিলর পুত্র গ্রেপ্তার
চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে শনিবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলেরের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত গৃহবধূ রেহনুমা ফেরদৌস তারেক ইমতিয়াজের মেয়ে। আর গ্রেপ্তার নওশাদুল আমিন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে মামলা করেন। আসামি নওশাদুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তার রিমান্ড আবেদন করা হবে।
আরও পড়ুন: খুলনায় মাদকসহ ৪ পুলিশ গ্রেপ্তার
নিহতের বাবা তারেক ইমতিয়াজ বলেন, ‘এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা ধামাচাপা দিতে তারা আত্মহত্যার গল্প সাজিয়েছে। তারা বলছে আমার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা মেয়ের লাশ বিছানায় পেয়েছি।’
২ বছর আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার কাঁচা রাস্তার মাথা এলাকায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঈদগাঁহ কাঁচা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম (১৫) হালিশহর বউ বাজার এলাকার মো. জহিরের ছেলে এবং আহত ইমন (১৬) একই এলাকার দুলালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ফাহিম ও তার বন্ধু ইমন বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাদের দুইজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ফাহিমের বাবা মো. জহির তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যান।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ফাহিম ও ইমনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে অতিরিক্ত রক্তক্ষরণে ফাহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইমনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ফাহিম ও ইমনের বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত
সাভারে ‘কিশোর গ্যাংয়ের সদস্য’কে ছুরিকাঘাত
২ বছর আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক রিকশাচালক দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সাগরিকা রোডে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক আনোয়ার হোসেন জয়পুরহাট জেলার বাসিন্দা। নিহত অপরজন পথচারীর নাম, পরিচয় জানা যায়নি।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, রাতে পাহাড়তলী সাগরিকা মোড়ে কাভার্ডভ্যান একটি রিকশাকে চাপা দিলে রিকশাচালক ও একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩
৩ বছর আগে
চট্টগ্রামে দুই শিশুকে নির্যাতন: মাদরাসার শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলী নগর এলাকায় একটি মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর (ছাত্র) ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে দারুস সুন্নহ্ আল ইসলামীয়া মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শিক্ষক আজিজুর রহমান আজিজ (২৬) কক্সবাজারের উঁখিয়া বটতলী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, রহিম (১০), করিম (১১) (ছদ্মনাম) দুই শিক্ষার্থী পাহাড়তলী আব্দুল আলী নগর দারুস সুন্নহ্ আল ইসলামীয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। একই মাদরাসায় দীর্ঘদিন যাবত হেফজ বিভাগে শিক্ষকতা করে আসছিলেন আজিজুর রহমান আজিজ। তিনি নিজেকে হাফেজ পরিচয়ে মাদরাসায় অধ্যায়রত শিশুদের অভিভাবকদের কাছে ভালো সেজে কমলমতি শিশুদের ওপর পাশবিক নির্যাতন (বলৎকার) করে আসছিল।
আরও পড়ুন: সেই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চায় হাইকোর্ট
সম্প্রতি শিক্ষক আজিজুর রহমান আজিজের বিরুদ্ধে মাদরাসায় অধ্যয়নরত দুই শিশুর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী থানা পুলিশ গতকাল ২৬ মে মাদরাসায় অভিযান চালিয়ে শিক্ষক আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বলেন, ‘গ্রেপ্তার মাদরাসা শিক্ষক আজিজুর রহমান আজিজকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দেন।’
৩ বছর আগে
চসিক নির্বাচনে গুলিতে নিহতের ঘটনায় বিজয়ী কাউন্সিলর সমর্থকদের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নগরীর আমবাগান এলাকায় দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন ওরফে আলম (২৩) নিহতের ঘটনায় মামলা হয়েছে।
৩ বছর আগে