র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
র্যাব হবে পুনর্গঠন, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, ‘র্যাব পুনর্গঠন করা হবে। র্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।’
পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলেও জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। তবে তাদের অবৈধ দাবি বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’আরও পড়ুন: প্রয়োজনে র্যাব নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, ‘গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ আনসার সদস্য রাখতে হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন চাঁদাবাজি না হয়।’
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশ করা হয়েছিল। পরে সরকার এই এলিট বাহিনীকে ‘নতুন করে গঠনের’ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে জুলাই-অগাস্টের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে ওএইচসিএইচআর।
সেখানে র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়।
প্রতিবেদনে র্যাব সম্পর্কে বলা হয়, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব স্ব ইউনিটে ফিরিয়ে দিন।’
পরদিন সংবাদ সম্মেলনে ওএইচসিএইচআরের ওই সুপারিশকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করেছে। তারপরে আমরা বসে একটা ডিসিশন নিব।’
২২৮ দিন আগে
কেরানীগঞ্জে জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩
কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়। এসময় জাল টাকা সরবরাহ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে র্যাব-১০ এর গণমাধ্যম শাখার পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মিরাজ সরদার (৩৮), সুমন (৩৫) ও নুর জামাল (৩৪)
আরও পড়ুন:কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ৪৭টি নোট ও পাঁচশত টাকা সমমূল্যের ৯০টি জাল নোটসহ মোট বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা জাল টাকা সরবরাহকারীর দলের সক্রিয় সদস্য। তারা কেরানীগঞ্জের আশেপাশের এলাকায় জাল নোট সরবরাহ করেছে।
শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
১২১০ দিন আগে
রামুতে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার, আটক ৭
কক্সবাজারের রামুতে অপহৃত চার স্কুলছাত্রের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পৃথক অভিযান চালিয়ে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামে আরেক ছাত্রকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
আটক ব্যক্তিদের তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- রোহিঙ্গা ক্যাম্প এইচ-৪ ব্লকের নূর সালাম (৫০), রনজন বিবি ও মোচনী পাড়ার সাদ্দাম মিয়া।
১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম তিন স্কুলছাত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় দুই দফা অভিযান চালিয়ে তিন ছাত্রকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী দলের চারজনকে আটক করেছে র্যাব। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
এসপি জানান, চার স্কুলছাত্র অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে শুক্রবার ভোরে তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ৪ স্কুলছাত্র অপহৃত, মুক্তিপণ দাবি
এর আগে বুধবার (৮ ডিসেম্বর) রাতে রামু থানায় চার ছাত্র নিখোঁজের অভিযোগ করেন স্বজনরা।
অভিযুক্ত জাহাঙ্গীর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ব্লকের মোহাম্মদ কাছিমের ছেলে। তার সহযোগী মোহাম্মদ ইব্রাহিমের বাড়িও সেখানে। তারা দু’জনই বাতিঘর কটেজের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তবে ইব্রাহিম চাকরি ছেড়েছেন কয়েক মাস আগে।
অভিযোগে বলা হয়, কক্সবাজারের রামুর পেচারদ্বীপের বাতিঘর নামে একটি কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহীমের সঙ্গে বন্ধুত্ব হয় চার স্কুলছাত্রের। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ৪ জনকে সেন্টমার্টিন বেড়াতে নেয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যান জাহাঙ্গীর ও ইব্রাহীম। স্বজনদের কাছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ২ ‘অপহরণকারী’ আটক, ভুক্তভোগী উদ্ধার
১৪৭৭ দিন আগে
আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিনকে হত্যার দায়ে ৩ আসামি গ্রেপ্তার
মহেশখালীতে আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যার ঘটনায় সোমবার রাতে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম প্রকাশ মামুন (২৮), মামুনের সহযোগী মো. রিফাত (২৩) ও মামলার অপর আসামি আইয়ুব আলী (৪০)।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে বান্দরবানের লামা থানার ফাইতং এলাকায় অভিযান চালিয়ে মামুন ও রিফাতকে আটক করে।
র্যাব জানায়, আলাউদ্দিন হত্যা মামলার আসামি মামুনকে জিজ্ঞাসাবাদে তার দেয়ার তথ্যের ভিত্তিতে কক্সবাজারের পাহাড়তলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ নভেম্বর রাত ৮টার দিকে কালামারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা কালুর ব্রিজ এলাকায় আত্মসমর্পণকারী জলদস্যু আলাউদ্দিনকে (২৬) সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
এর পরদিন নিহতের ভাই সুমন উদ্দিন বাদী হয়ে মহেশখালী থানায় ১৮ জন আসামি করে ও অজ্ঞাতনামা আরও পাঁচ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক উদ্ধার করেছে বলে দাবি করেছে র্যাব সদস্যরা। এ ছাড়া, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান একজন র্যাব কর্মকর্তা।
১৪৯৪ দিন আগে
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ শের আলী নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরল এলাকায় শনিবার ভোর রাতে কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
১৯৮০ দিন আগে
করোনার ভুয়া সনদ: সাহাবুদ্দিন মেডিকেলের এমডি গ্রেপ্তার
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ জালিয়াতির অভিযোগে রাজধানীর বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে রাজধানী গুলশানের এক হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৯৮৪ দিন আগে
রিজেন্টের এমডির দেয়া তথ্যের ভিত্তিতেই সাহেদকে গ্রেপ্তার: র্যাব মহাপরিচালক
রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
১৯৯০ দিন আগে
কোভিড-১৯: বসুন্ধরা আইসোলেশন সেন্টার অনানুষ্ঠানিকভাবে চালু
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুধুমাত্র কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত বসুন্ধরা আইসোলেশন সেন্টারটি শুক্রবার অনানুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক ডা. তানভীর আহমেদ।
২০৩৭ দিন আগে
রাজশাহীতে হেরোইনসহ আটক ৩
রাজশাহী নগরীতে হেরোইনসহ তিনজনকে আটকসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব।
২০৮৮ দিন আগে
কুমিল্লায় বিকাশ প্রতারণা চক্রের মূল হোতা গ্রেপ্তার
সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে বিকাশে সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূল হোতা কামাল আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
২১২৭ দিন আগে