শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া কামাল ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
শনিবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, কামাল ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে নানা ব্যক্তির এজেন্ট ও ব্যক্তিগত বিকাশ একাউন্ট ব্যবহার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয় দিয়ে ও প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিলেন।
একই অভিযোগে ২০১৮ সালের ২৪ জুলাই তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে তিনি জামিনে বেরিয়ে আবারও প্রতারণার কাজে সম্পৃক্ত হন।
র্যাব জানায়, ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে মাঠে নামে র্যাব। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুক্রবার রাতে চাঁনপুর এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল এবং অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত দুটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।
এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।