জিএমপি
আখেরি মোনাজাতকে ঘিরে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছে জিএমপি
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার দিবাগত রাত ১২টা থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম ইজতেমা ময়দানের পাশে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানান।
তিনি বলেন, আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে অনেক লোক অংশগ্রহণ করবেন। সেজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।
সড়কগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, খামারপাড়া রোড, আশুলিয়া সড়কে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত।
যানজট এড়াতে বাইপাস সড়ক ব্যবহারের জন্য চলাচলকারীদের অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন
বিশ্ব ইজতেমা: ২য় দিনে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা মাঠ
১ বছর আগে
গাজীপুরে রোহিঙ্গা দম্পতিসহ ২৯ জন গ্রেপ্তার
গাজীপুরে রোহিঙ্গা দম্পতিসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গাজীপুর মহানগর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, জিএমপি পুলিশের বিভিন্ন থানা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ২২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ৩৩ গ্রাম হেরোইন, ২৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণ
২ বছর আগে
কাশিমপুর কারাগারে পরীমণি
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে সেখানে নেয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমণিকে কারাগারের নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পরীমণিকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকাল থেকেই শতশত উৎসুক জনতা তাকে দেখার জন্য কারাগারের প্রধান ফটকে ভিড় করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে পরীমণিকে নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে ভিড় করলেও শেষ পর্যন্ত তার দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায় উৎসুক জনতা। এসময়ে কারাফটকে কারারক্ষী ছাড়াও মানুষের ভিড় সামলাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মোতায়েন ছিল।
আরও পড়ুুন: পরীমণি জেলে, জামিন নাকচ
পরীমণি চারদিনের রিমান্ডে
মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা
৩ বছর আগে
গাজীপুরে মাদক বিক্রেতাদের হামলায় পুলিশের এএসআই আহত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জুয়াড়ি ও মাদক বিক্রেতাদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
৩ বছর আগে