পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আব্দুর রহিম ও সাথে থাকা কনস্টেবল তৈবুর রহমান চৌরাস্তা এলাকায় রাত্রিকালীন ডিউটি শেষে থানায় ফেরার সময় সংবাদ পায় যে, বাসন থানাধীন ১৯ শে টাওয়ারের নিকট সিয়াম বাসের টিকিট কাউন্টারে কতিপয় লোক জুয়া খেলছে এবং মাদক বিক্রয় করছে। ওই সংবাদের ভিত্তিতে তারা দুজন সেখানে উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তারের চেষ্টা করে।
আরও পড়ুন: খুলনায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত
গরু বিক্রিতে বাধা, মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
এ সময় জুয়াড়ি ও মাদক বিক্রেতারা আব্দুর রহিমের ওপর হামলা করে মাথায় গুরুতর জখম করে। সাথে থাকা কনস্টেবল তৈবুর রহমান দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন। হামলায় আহত আব্দুর রহিমের মাথায় ১৮টি সেলাই দেয়া হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, আব্দুর রহিমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেপুলিশি অভিযান অব্যাহত আছে।