জিপিএ ৫
ছয় বন্ধুর পাঁচজন পেল জিপিএ ৫, আরেকজনের আত্মহত্যা
মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ ফাইভ না পাওয়ায় তানহা মুনতাজ প্রভা (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তার ঘনিষ্ঠ পাঁচ সহপাঠী জিপিএ ফাইভ পেলেও ওই শিক্ষার্থী না পাওয়ার ক্ষোভ থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১২ জুলাই) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থী তানহা নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ পেয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পরিবার সূত্রে জানা যায়, তানহা ওই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৯৪ পেয়ে উক্তীর্ণ হয়। সে বরাবরই ক্লাস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে আসছিল। গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে তার বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ ৫ পায়। তবে তানহা তার কাঙ্ক্ষিত ফল না পেয়ে মনোকষ্টে ভুগছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, ‘নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসঙ্গে চলাফেরা করত। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’
এ ঘটনায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
১৬১ দিন আগে
‘দুই হাত নেই, পা দিয়ে লিখেই রাব্বি পেল জিপিএ ৫’
শাররীক প্রতিবন্ধী রফিকুল ইসলাম। দুর্ঘটনায় তার দুই হাত হারিয়েছে। কিন্তু তার ইচ্ছা শক্তি প্রবল। তাই পা দিয়ে লিখেই এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে রাব্বি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজী তোবারাক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাব্বি।
আরও পড়ুন: জিপিএ-৫ এ প্রথম স্থানে চট্টগ্রামে কলেজিয়েট স্কুল
রাব্বি ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে। সে ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পর্শে তার দুইটি হাত কাটা যায়।
হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রবি চন্দ্র দাশ বলেন, শুধু মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিই তাকে এনে দিয়েছে সুস্থ ও স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই সাফল্য।
তিনি আরও বলেন, পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ পাওয়াতে বাবা-মা, শিক্ষকসহ স্থানীয়দের মুখ উজ্জ্বল করেছে রাব্বি।
রাব্বির বাবা বজলুর রহমান বলেন, আমার ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে কৃতিত্ব। অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা আমার ছেলের সঙ্গে আছে।
রাব্বি তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো আমি চিন্তা করিনি। আমার মনোবল সবসময় শক্ত ছিল। যার কারণে মানুষের দোয়া ও ভালোবাসায় আমি ভালো রেজাল্ট করেছি।
ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রাব্বি অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ। সে জীবনে অনেক বড় হোক এই প্রত্যাশাই করি।
তিনি আরও বলেন, রাব্বির মনোবল দেখে কখনো মনে হতো না সে শারীরিক প্রতিবন্ধী। সে অত্যন্ত মেধাবী। তার মেধা, মনোবল ও মানুষের দোয়ার কারণে আজ সে এ প্লাস পেয়েছে। তাই আমি বিত্তবানদের অনুরোধ করব রাব্বির পড়ালেখায় সহযোগিতা যেন তারা এগিয়ে আসেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩: জিপিএ-৫ এর সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমেছে
৫৮৮ দিন আগে
সংবর্ধনা শেষে বাড়ি ফেরা হলো না জিপিএ ৫ পাওয়া দিয়ার
সংবর্ধনা শেষে বাড়ি ফেরা হলো না জিপিএ৫ পাওয়া দিয়া মনির। নতুন বছরের প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল সে।
রবিবার দিনাজপুরের খানসামা উপজেলার রয়েল স্টার স্কুলে এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ৫ পাওয়ায় স্কুলের দেয়া সংবর্ধনা শেষে ফেরার সময় কার্ভাডভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়।
দিয়া মনি (১৬) দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের পেষ্টিপাড়ার দুলাল হোসেনের মেয়ে।
রয়েল স্টার স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ৫ পায় সে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
জানা যায়, রবিবার সকালে রয়েল স্টার স্কুলে সংবর্ধনা নিয়ে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বিকাল সাড়ে ৪টায় নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজারে কার্ভাডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দিয়া মনি নিহত এবং চালক সোহাগ ইসলাম গুরুতর আহত হয়।
রয়েল স্টার স্কুলের পরিচালক মো. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দিয়া মনি একজন মেধাবী ছাত্রী ছিল। সে ২০২২ সালে এসএসসিতে জিপিএ৫ পাওয়ায় বছরের প্রথম দিনে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করে।
এমনকি এইচএসসিতে বৃহস্পতিবারের ফলাফলে সে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে চান্স পায়।
নিহত হওয়ার পরও তার হাতে ক্রেস্টটি ছিল। এ মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত।
নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রৌফ জানান, ওভারটেক করার সময় মোটর সাইকেলটিকে পেছন থেকে পিকআপ অথবা কাভার্ড ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
এতে দুর্ঘটনাস্হলে আরোহী ছাত্রী নিহত এবং মোটর সাইকেল চালক আহত হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৮
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
১০৮৫ দিন আগে
এসএসসি ফলাফল ২০২২: জিপিএ-৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন শিক্ষার্থী
২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবছর ৮৬ হাজার ২৬২ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর
এ বছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে তিন হাজার ৫২৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৭ হাজার ২৯০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ বেশি পেয়েছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৬২ হাজার ৮১ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৮ হাজার ৮৪৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, মোবাইলে ফলাফল জানবেন যেভাবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
১১১৯ দিন আগে
এইচএসসির ফল: বরিশালে জিপিএ ৫ পেলেন ৫,৫৬৮ জন
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন।
১৭৮৬ দিন আগে