তবে পরীক্ষা ছাড়া ফলাফল পেয়ে খুব একটা খুশি নয় তুলনামূলক ভালো মানের শিক্ষার্থীরা। আর শিক্ষাবিদরা বলছেন, মহামারির কারণে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা সবাই মেনে নিয়েছে।
আরও পড়ুন: দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, অন্যদের সপ্তাহে একদিন
শনিবার সকাল পৌনে ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের কাছে পরীক্ষার ফলাফল তুলে দেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহনের জন্য ৬৮ হাজার ৯২০ জন আবেদন করেছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন। গতবার জিপিএ-৫ ছিল ১ হাজার ২০১ জন। আর ২০১৮ সালে ৬৭০ জন। গতবারের থেকে এবারে জিপিএ-৫ এর সংখ্যা ৪ হাজার ৬৬৭টি বেশি।
আরও পড়ুন: সংসদে বিল পাস, এইচএসসির ফল প্রকাশের বাধা কাটল
এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, এবারের ফলাফলে কেউ হাতাশ হবে না বলে আশা রাখি। তারপরও ফলাফলের ব্যাপারে কারো আপত্তি থাকলে সাত দিনের মধ্যে টেলিটকের মাধ্যমে রিভিউ করার সুযোগ আছে। এর আগে পুনঃনিরীক্ষার জন্য প্রতি বিষয়ের জন্য টাকা লাগতো, এবারে মোট ১২৫ টাকায় তা হয়ে যাব।
আরও পড়ুন: শিক্ষা, গবেষণার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করুন: শিক্ষামন্ত্রী
তবে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষাবিহীন রেজাল্ট তাদেরকে খুব একটা আনন্দিত করতে পারেনি। এতে যথাযথ মূল্যায়ন হয় না বলে ধারণা তাদের।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণা করেন।
আরও পড়ুন: ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
পরীক্ষা না নিয়ে ফল প্রকাশে আইন সংশোধনের পর ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটল প্রায় পৌনে ১৪ লাখ শিক্ষার্থীর।
আরও পড়ুন: শিক্ষানীতিতে ‘ই-লার্নিং’ কার্যক্রমে আরও গুরুত্বারোপ করা হবে: শিক্ষামন্ত্রী
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসসি), কারিগরি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে আইন পাস হয়।
পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন শিক্ষাবোর্ডের (http://www.educationboardresults.gov.bd/) ওয়েবসাইটে গিয়ে।
আরও পড়ুন: ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের লক্ষ্যে সংসদে বিল উত্থাপন