কমিউনিস্ট পার্টি
স্পিকারের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির নেতা সান হাইয়ানের সাক্ষাৎ
সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপক্ষীয় বন্ধুত্ব, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা, বঙ্গবন্ধুর চীন সফর, সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: আবারও শীর্ষ করদাতা বিএটি বাংলাদেশ
স্পিকার বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় দেশের জাতীয় সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় রীতিনীতি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে।
বাস্তুচ্যুত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছে উল্লেখ করে স্পিকার রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা করেন।
আরও পড়ুন: বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত: পরিবেশমন্ত্রী
১০ মাস আগে
বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় কিছু দল: প্রধানমন্ত্রী
জনগণকে আবারও অন্ধকার ও দুর্বিষহ যুগের শাসনে ফিরিয়ে নিতে বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় একগুচ্ছ রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,বিএনপি-জামায়াত জোটের সঙ্গে মান্নান, ড. কামাল হোসেন, কমিউনিস্ট পার্টি, বামপন্থী দলগুলো সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে যোগ দিচ্ছে।
বুধবার বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন।
আরও পড়ুন: মেগা প্রকল্পে বদলে যাবে দেশের অর্থনীতি: প্রধানমন্ত্রী
তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাওয়ার পেছনে তাদের উদ্দেশ্য কী। এটা মূলত সরকার যে সব সুযোগ-সুবিধা দিচ্ছে তা থেকে জনগণকে বঞ্চিত করার উদ্দেশ্যে।
তিনি বলেন, মাঝে মাঝে দেখছি আমাদের দেশে এমন কিছু রাজনৈতিক নেতা আছেন, যারা কোনো সংকটের মুহূর্তে জনগণের পাশে থাকেন না। কিন্তু সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন নিয়ে ব্যস্ত থাকেন।
তিনি আরও বলেন,এই সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় আমরা আমাদের দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি।’
আরও পড়ুন: সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ে ও গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের পদক্ষেপের সুফল পাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষি সংক্রান্ত গবেষণার ওপর গুরুত্ব দিয়েছে যাতে দেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে আরও ইতিবাচক ফল পেতে পারে।
তিনি বলেন,‘কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে সেজন্য আমরা এই ব্যবস্থা তৈরি করেছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, কৃষক লীগের সাবেক সভাপতি ড. মির্জা আব্দুল জলিল ও মোতাহার হোসেন মোল্লা, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও হারুন অর রশিদ হাওলাদার এবং বর্তমান সম্পাদক উম্মে কুলসুম প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক লীগের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় ঢাকা-দিল্লি সহযোগিতার প্রশংসা প্রধানমন্ত্রীর
২ বছর আগে
মিশন শেষ: পদত্যাগ করলেন কিউবার রাউল কাস্ত্রো
কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন রাউল কাস্ত্রো। তার এই পদত্যাগের মাধ্যমেই দেশটিতে দীর্ঘ ছয় দশক পর কাস্ত্রো পরিবারের শাসনের অবসান ঘটতে চলেছে।
৮৯ বছয় বয়সী রাউল শুক্রবার কমিউনিস্ট পার্টির অষ্টম সম্মেলনে তার পদত্যাগের কথা সকলকে জানান। তিনি বলেন, 'আমি মনে করি আমার মিশন শেষ হয়েছে এবং দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত।'
যদিও রাউল কাস্ত্রো তার উত্তরসরী কে হবেন একথা উল্লেখ করেননি।
আরও পড়ুন: হুতি হামলায় সৌদির জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন
তবে ধারণা করা হচ্ছে, দেশ শাসনের ভার পেতে চলেছেন ৬০ বছর বয়সী মিগুয়েল ডিয়াজ-কানেল। তিনি ২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।
১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো, পরে তার ভাই রাউল কাস্ত্রোর পর প্রথমবারের মতো কিউবানরা কাস্ত্রো পরিবারের বাইরে নেতৃত্ব পেতে চলেছেন। এই নিয়ে সংশয়ে আছে কিউবানরা।
করোনা মহামারি, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং আমেরিকান নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতিতে ধস নামছে।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালের অভ্যুত্থানের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে কিউবা শাসন শুরু করেন। ২০০৬ সালে অসুস্থ হয়ে পড়লে ফিদেল কাস্ত্রো ছোট ভাই রাউল কাস্ত্রোকে ২০০৮ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন।
বড় ভাইয়ের সাথে অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া রাউল ২০১১ সালে দলের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালে মৃত্যু হয় মহান নেতা ফিদেল কাস্ত্রোর।
৩ বছর আগে
চীনের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনকে হস্তক্ষেপ না করার আহ্বান
চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রনীতি প্রধান ইয়াং জিয়াচি।
৩ বছর আগে