তারাগঞ্জ
সকালে ভোটকেন্দ্রে যাবেন, নৌকায় ভোট দেবেন: তারাগঞ্জে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে গিয়ে 'নৌকায়' ভোট দেওয়ার জন্য সকল ভোটারদের অনুরোধ করেছেন, যাতে তার দল আবারও তাদের সেবা করতে পারে।
তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে একেবারে সকালবেলা যারা ভোটার তাদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন।’
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী তারাগঞ্জ ডিগ্রি কলেজে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
তিনি বলেন, নৌকা হচ্ছে হযরত নূহ (আ.) এর মহাপ্লাবনের সময় মানবজাতিকে রক্ষা করা নৌকার প্রতীক।
আরও পড়ুন: নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, ‘এই নৌকা আপনাদের স্বাধীনতা দিয়েছে এবং আপনাদের জীবনযাত্রার মান উন্নত করেছে।’
শ্রোতারা হাত তুলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের জন্য স্লোগান দেওয়ার সময় তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি নৌকায় ভোট দেবেন? ওয়াদা করেন, আপনাদের হাত উপরে তোলেন।’
তিনি রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরীকে (ডিউক) পরিচয় করিয়ে দেন এবং সবাইকে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
গত ১৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত ৩টি নির্বাচনে জনগণ তার দলকে ভোট দিয়েছে বলেই সরকারের পক্ষে তা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের প্রত্যাশায় উৎসবমুখর রংপুর
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছু উন্নয়ন কর্মসূচি অসম্পূর্ণ রয়ে গেছে। এগুলো হচ্ছে দেশকে গৃহহীন ও ভূমিহীন মানুষ মুক্ত করা এবং দারিদ্র্য পুরোপুরি নির্মূল করা।
তিনি বলেন, ‘সব মানুষ সুন্দর জীবন পাবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর দেশে কাউকে অবহেলা করা হবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বর্তমানে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সে কথা মাথায় রেখেই আমরা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে চাই। নৌকা প্রতীক ক্ষমতায় থাকলেই এ দেশের উন্নয়ন হবে।’
তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী (ডিউক)।
আরও পড়ুন: মঙ্গলবার রংপুরে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
১০ মাস আগে
রংপুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সাইমন এক্সক্লুসিভ নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিল। দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় বিপরীতমুখী তৃপ্তি পরিবহন নামে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্হলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আরেকজনসহ তিনজন নিহত হয়েছে।
তিনি আরও বলেন, আহত ১০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর।
নিহত তিনজনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হতাহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে নিহত ১, চালকসহ আহত ৭
১ বছর আগে
তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪
রংপুরের তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নিহতরা হলেন- উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা (৪৫)। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দুপর সড়ক ধরে চিকলির দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনও উদ্ধার কাজ চলছে।
আরও পড়ুন: দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
সুনামগঞ্জে শিশু ও রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা
সুনামগঞ্জে শিশু ও রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে