রেলক্রসিং
ময়মনসিংহে রেলক্রসিংয়ে আটকা পড়া ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৫
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে গর্তে আটকা পড়ে একটি মালবোঝাই ট্রাক। চালকসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকটি রেললাইন থেকে সড়াতে পারেননি। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
তারা আরও জানান এতে ট্রেনের ইঞ্জিনে বসা বাবুল নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইঞ্জিনে বসা আরও ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রেন সরিয়ে নেওয়ায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
১ বছর আগে
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন সহকারী প্রকৌশলী (ঢাকা) এ কে আনোয়ার হোসেন, সহকারী (সংকেত) প্রকৌশলী (ঢাকা-১) আশিকুর রহমান, সহকারী কমান্ড ফিরোজ আলম ও সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. এজহারুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় মালিবাগ রেলক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলক্রসিংয়ে গেটম্যানরা একটি গেট বন্ধ করতে ভুলে গেলে বাসটি আগে থেকেই রেললাইনে থাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শেষ পর্যন্ত বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে। তবে সংঘর্ষের সময় ট্রেনটি ধীর গতিতে চলছিল।
রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, এ সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হননি।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
১ বছর আগে
মীরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণা নিশিতা ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার মো. মোরছালিন (১৯)। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালক শাহ আলমকে (৪০) প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ মো. খোরশেদ আলম জানান, বুধবার রাত পৌনে ১টার দিকে করেরহাট থেকে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক বারইয়ারহাট রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা চালক ও হেলপারকে উদ্ধার করে মস্তাননগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে হেলপার মোরছালিন মারা যায়।
আরও পড়ুন: নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানা-নাতনীসহ নিহত ৩
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ২ জন নিহত
২ বছর আগে
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উল্টে নিহত ১, আহত ৫
নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (৩০) শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার মনোউদ্দিন ভূইয়ার ছেলে। আহতরা হলেন, দত্তেরগাঁও এলাকার আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯) ও মো. আবদুল্লাহ (১০), মাহবুব (৩৫) এবং পলাশের চরসিন্দুর এলাকার আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে স্কুলছাত্র নিহত
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। এসময় ট্রেন ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গাড়িতে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের মধ্যে আহত মাহবুব বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত
নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি। রেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে।
২ বছর আগে
কুমিল্লায় ২ শতাধিক অনুমোদনহীন রেলক্রসিং যেন ‘মরণ ফাঁদ’
কুমিল্লা, ০৪ ফেব্রুয়ারি (ইউএনবি)- কুমিল্লায় দুই শতাধিক রেলক্রসিংয়ের মধ্যে বেশিরভাগই অনুমোদনহীন। জেলায় এসব অবৈধ রেলক্রসিংগুলো এখন ‘মরণ ফাঁদ’ হিসেবে পরিচিত।
৩ বছর আগে