শচীন টেন্ডুলকার
জন্মদিনে ফিরে দেখা: আইসিসির টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের আইকনিক ১০টি মুহূর্ত
আজ জীবনের অর্ধশতক পূর্ণ করলেন ক্রিকেটের ঈশ্বরখ্যাত কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী আসুন ৫০ তম জন্মদিন উপলক্ষে 'মাস্টার ব্লাস্টার' শচীনের আইকনিক কিছু মুহূর্ত ফিরে দেখি-
১৯৯২ বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে ৫৪ রান
১৯৯২ সালে ১৮ বছর বয়সী টেন্ডুলকার তার প্রথম বিশ্বকাপ খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৪ রান করে প্রথমবারেই তিনি তার জাত চিনিয়েছিলেন।
তার স্কোর ওই ম্যাচে ভারতকে ৫০ ওভারে ২১৬/৭ পৌঁছাতে সাহায্য করেছিল। পাকিস্তান সেদিন ভারতের কাছে ৪৩ রানে হেরে যায়।
১৯৯২ বিশ্বকাপ: নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রান
অজয় জাদেজা চোট পেয়ে অবসর নিতে বাধ্য হওয়ার পর ১০৭ বলে ৮৪ রানের এব দৃর্দান্ত ইনিংস খেলেন শচীন। ওই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩০/৬ রান করে ভারত।
ম্যাচে শচীন তার দলের পক্ষে সর্বোচ্চ রান করেন; তবে ভারত ম্যাচটি হেরে যায়।
এছাড়া শচীন তার অভিষেক বিশ্বকাপে সাত ইনিংসে তিনটি অর্ধশতক এবং ৪৭ দশমিক ১৬ গড়ে ২৮৩ রান করেছিলেন।
১৯৯৬ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ রান
অজিদের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করতে গিয়ে ভারত ৭ রানে ২ উইকেট হারানোর পরে টেন্ডুলকার দলের পক্ষে মজবুত দেয়ালের ভূমিকা রাখেন।
সেদিন ৮৪ বলে ১৪ চার ও একটি ছক্কায় ৯০ রান করেছিলেন তিনি। এছাড়া গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের মতো বিশ্বমানের বোলারদের তিনি ঘাম ছুটিয়েছিলেন।
কিন্তু মিডল অর্ডার টিকে থাকতে ব্যর্থ হয় এবং ভারত ১৬ রানে হেরে যায়।
১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডার পারফরম্যান্স
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেতে নেমে লিটল মাস্টার অজিদের বিপক্ষে মাত্র ১২৮ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ১৪১ রান করে ভারতকে ৩০৭/৮ পৌঁছে দেন।
এছাড়া তিনি স্টিভ ওয়া, মাইকেল বেভান এবং ড্যামিয়েন মার্টিনের মতো খেলোয়ারদের রীতিমতো নাস্তানাবুদ করেন।
১৯৯৯ বিশ্বকাপ: কেনিয়ার বিপক্ষে ১৪০ রান
বাবার মৃত্যুর কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ মিস করার পর টেন্ডুলকার ১০১ বলে ১৬ চার এবং তিনটি ছক্কায় ১৪০ রান করেন।
তার রান ভারতকে ৩২৯ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিততে সাহায্য করে। টুর্নামেন্টে পরপর দুইটি হারের পর এ জয় তাদের আশার আলো দেখায়।
আরও পড়ুন: 'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
১ বছর আগে
শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে শচীন কন্যার
শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারার।
দেশটির শীর্ষস্থানীয় বিনোদন নিউজ পোর্টাল 'বলিউড লাইফ' জানিয়েছে, ইতোমধ্যেই মডেলিং ও ইনস্টাগ্রামে ১৮ লাখেরও বেশি ফলোয়ার নিয়ে বলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহী সারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পোর্টালটি জানিয়েছে, ‘সারা শিগগিরই বলিউডে অভিষেক করতে পারে। তিনি অভিনয়ে খুব আগ্রহী এবং কিছু ব্র্যান্ডের হয়ে কাজ করার কারণে অভিনয় নিয়ে কিছু প্রশিক্ষণ ও নিয়েছেন।’
আরও পড়ুন: জয়া আক্তারের দি আর্চিস: অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
২৪ বছর বয়সী সারা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
অন্যদিকে তার ভাই অর্জুন বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে মনোনিবেশ করেছে।
২০১৩ সালের অক্টোবরে ২০০ তম টেস্ট খেলে ২৪ বছরের ক্রিকেট জীবন থেকে অবসর নেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার।
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
২ বছর আগে
ক্ষুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন বরিশাল জেলা প্রশাসক
অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সাদিদের বোলিংয়ের ভিডিও দৃষ্টি কেড়েছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, লেগ স্পিনার শেন ওয়ার্ন ও রশিদ খানদের মতো ক্রিকেটারদের।
ভাইরাল হওয়া মাত্র ৬ বছর বয়সী শিশু আসাদুজ্জামান সাদিদ বরিশালের চার নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ।
বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা প্রশাসকের বাসভবনের অফিস কক্ষে আসাদুজ্জামান সাদিদকে তার মামা সহ আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার আসাদুজ্জামান সাদিদের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: ক্রিকেটার মোশাররফ হোসেন আইসিইউতেজেলা প্রশাসক বলেন, সাদিদ বরিশালের গর্ব। এতো ছোট বয়সে ও নিজের প্রতিভা প্রকাশ করেছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্বের বড় বড় খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিৎ ওর দেখভাল করা যাতে করে ওর হাতের জাদু হারিয়ে না যায়। সাদিদের খেলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা সাদিদ এর প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকবো।এসময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো, সাদিদের মামা সিরাজুল ইসলাম শুভসহ আরও অনেকে।সাদিদের মামা সিরাজুল ইসলাম সাদিদ’র ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে নিয়ে প্রতিদিন অনুশীলনে নামেন। ভাগ্নের বোলিংয়ের ভিডিও তেমন কিছু না ভেবেই ফেসবুকে আপলোড দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: করোনায় ১৭২০ ক্রিকেটারের পাশে বিসিবিউল্লেখ্য,ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার সাদিদের এই ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে কমেন্টে বর্তমান ক্রিকেটের সফলতম লেগ স্পিনার রশিদ খানও প্রশংসা করেছেন সাদিদের। এছাড়াও নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
৩ বছর আগে
শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি
কোভিড-১৯ আক্রান্ত হওয়ার প্রায় এক সপ্তাহ পর ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন ৪৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।
টুইটে তিনি লেখেন, ‘আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসব । সবাই ভালো ও সুস্থ থাকবেন।’
আরও পড়ুন:শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত শচীন টেন্ডুলকার ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তখন থেকেই তিনি মুম্বাইয়ের বাসায় হোম আইসোলেশনে ছিলেন।
তিনি ভারতের ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১০ম বার্ষিকীতে তার সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন। শচীন ২০১১ সালের ২ এপ্রিলের সেই বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন।
তিনি বলেন, ‘আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।‘
২০১৩ সালের অক্টোবরে ২০০ টেস্ট খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন শচীন। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ভারতীয় এই ব্যাটসম্যান দুবার অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেন।
ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ৩০ হাজারেরও বেশি রানের মালিক শচীন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০ টেস্ট ম্যাচ খেলেন এবং ১০০টি আন্তর্জাতিক শতক করেন। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে তিনি ১৮ হাজার ৪২৬ রান করেন। ২০০ টেস্টে করেন ১৫ হাজার ৯২১ রান।
২০১৪ সালে তত্কালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শচীনকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’দিয়ে ভূষিত করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০১০ সালের প্রচ্ছদে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিল শচীনের নাম।
৩ বছর আগে
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি বর্তমানে মুম্বাইয়ে হোম আইসোলেশনে আছেন।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ ঘোষণা দিয়েছেন শচীন। তবে তার পরিবারের সদস্যরা করোনা নেগেটিভ বলে জানিয়েছেন তিনি।
টুইটারে সাবেক এ ক্রিকেটার বলেছেন, ‘মৃদু উপসর্গের পর আজ আমার করোনা শনাক্ত হয়েছে। তবে বাড়ির বাকিরা করোনা নেগেটিভ হয়েছে। আমি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছি এবং চিকিতসকের পরামর্শ অনুযায়ী সকল সতর্কতা মেনে চলছি।’
২০১৩ সালের অক্টোবরে ২০০ টেস্ট খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন শচীন। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ভারতীয় এই ব্যাটসম্যান দুইবার অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেন।
ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ৩০ হাজারেরও বেশি রানের মালিক শচীন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০ টেস্ট ম্যাচ খেলেন এবং ১০০টি আন্তর্জাতিক শতক করেন। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে তিনি ১৮ হাজার ৪২৬ রান করেন। ২০০ টেস্টে করেন ১৫ হাজার ৯২১ রান।
৩ বছর আগে
কঙ্গনার নিশানায় এবার রোহিত শর্মা!
কঙ্গনা রানাওয়াতের টুইট সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও জানা গেছে, রোহিত শর্মাকে আক্রমণ করে কঙ্গনা যে টুইট করেছিলেন সেটিই সরে গেছে টুইটার থেকে।
৩ বছর আগে