হাতির আক্রমণ
মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু
ঈদের দিন সকালে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত জাহিদ চিড়িয়াখানার মাহুত আজাদ আলীর ছেলে। আজাদ আলীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার জানান।
তিনি জানান, মাহুত আজাদ তার ছেলে জাহিদকে নিয়ে হাতির খাঁচায় ঢোকেন। হঠাৎ পাঁচটি হাতির মধ্যে একটি জাহিদকে আক্রমণ করলে সে গুরুতর আহত হয়।
কিন্তু জাহিদের বাবা আজাদ আলী বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে ছেলেকে নিয়ে কুলাউড়ার উদ্দেশে রওনা হন।
কুলাউড়া যাওয়ার পথে জাহিদ মারা যায় বলে জানান পরিচালক।
৩৪০ দিন আগে
হাতির আক্রমণে মানুষের মৃত্যু রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: পরিবেশ ও বনমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যু রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করছে। মানুষের এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে সরকারের উদ্যোগের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
তিনি বলেন, প্রায়ই দেখা যায়, অনেকে অতিউৎসাহী হয়ে বন্য হাতির দলের একেবারে কাছে চলে যায়, ফলে হাতির আক্রমণের শিকার হয়। এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যু এড়াতে মানুষকে অপ্রয়োজনে বন্য হাতির নিকটে যাওয়া বন্ধ করতে হবে।
বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় নির্ধারণের লক্ষ্যে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: হাতি ও মানুষের বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে: বনমন্ত্রী
এ বিষয়ে বন অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে মন্ত্রী বলেন, এলিফ্যান্ট রেসপন্স টিমের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে। জনগণকে বন্য হাতির কাছ থেকে দূরে রাখার বিষয়টি তাদের নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণে সোলার ফেন্সিং স্থাপন, সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নসহ প্রয়োজনীয় অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ফসলসহ অন্যান্য ক্ষতি হলে জনগণকে দ্রুততম সময়ে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দিতে হবে। বন্য হাতির খাদ্য হিসেবে কলাগাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব(পদুনি) মিজানুর রহমান এনডিসি, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তাসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
আরও পড়ুন: বন আইন যুগোপযোগী করা হবে: বনমন্ত্রী
৬৭০ দিন আগে
নেত্রকোনায় হাতির আক্রমণে একজনের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে বন্য হাতির এই আক্রমণের ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৩২) কলমাকান্দা উপজেলার বাসিন্দা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, ভারতের বেতগড়া থেকে বন্য হাতির পাল সোমবার রাত ৯টার দিকে দেশে ঢুকে কৃষকের ফসল নষ্ট করতে শুরু করে।
আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
গ্রামবাসীরা হাতিগুলোকে ধাওয়া করলে নুরুল একটি হাতির আক্রমণের শিকার হন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: খরায় কেনিয়ায় কয়েকশ’ হাতি ও জেব্রার মৃত্যু
শেরপুরে লোকালয়ে ফের বন্যহাতির তাণ্ডব
৮৫৩ দিন আগে
সাতকানিয়ায় হাতির আক্রমণে চা শ্রমিক নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় হাতির আক্রমণে এক নারী চা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার সেলিম উদ্দীনের স্ত্রী।
আরও পড়ুন: বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ২ কিশোরের
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ওই নারী শ্রমিক অন্যান্যদের সঙ্গে বাঁশখালী চা বাগানে কাজ শেষে মধ্যম দুরদুরী গুনারগুনা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে আসছিলেন। এ সময় হঠাৎ হাতির আক্রমণ করলে অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে রক্ষা পেলেও ফাতেমা বেগম হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
৯০১ দিন আগে
হাতির আক্রমণে রাঙ্গুনিয়ায় কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নম্বার ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৬৫) ওই এলাকার মৃত গুনু মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
বন বিভাগের নারিশ্চা বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন আব্দুল আজিজ। রাতে সবজি খেত পাহারা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে হাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৯৮৯ দিন আগে
চট্টগ্রামে হাতির আক্রমণে রোহিঙ্গা যুবকের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড়ে গাছ কাটতে গিয়ে হাতির হামলার শিকার হয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার চরতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুঁইপুরা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. সৈয়দুল ইসলাম (২০) কক্সবাজারে কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা আব্দুস সালামের ছেলে।
চরতী ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম বলেন, ‘মাহমুদুল হক বাবুল নামে এক বাগান মালিকের শ্রমিক হিসেবে ওই রোহিঙ্গা যুবক গাছ কাটতে যায়। সকালে হাতির আক্রমণে সে মারা যায়। স্থানীয়রা ভোরে তার মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে আমি বিষয়টি প্রশাসনকে জানাই।’
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বাগানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন মো. সৈয়দুল ইসলাম। হাতির আক্রমণের পর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মো. সৈয়দুল ইসলামের পরিবারের সদস্যরা থানায় আসছেন। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১৩৯২ দিন আগে
চট্টগ্রাম ও রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে কৃষকসহ নিহত ২
চট্টগ্রামের লোহাগাড়া ও রাঙামাটির কাপ্তাই উপজেলায় রবিবার সকালে বন্য হাতির আক্রমণে কৃষকসহ দুজন নিহত হয়েছেন।
১৪৭১ দিন আগে
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৬৬২ দিন আগে
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় রবিবার বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছেন।
১৭৬৫ দিন আগে
বান্দরবানে হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গোমাতলী নতুন পাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে মঙ্গলবার ভোর রাতে সিদ্দিক আহাম্মদ (৯৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
১৯১০ দিন আগে