নিহত কৃষক মো. আবদুল খালেক (৫৫) লোহাগাড়া উপজেলার চুনতি আশকর আলীপাড়ার মৃত ওমর আলীর ছেলে। আর কাপ্তাইয়ে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে ৪৫ বছরের ওই ব্যক্তি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সার্কাসের অসুস্থ হাতির মৃত্যু
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নে গহীন জঙ্গলে লাম্বা শিয়র এলাকায় বন্য হাতির আক্রমণে কৃষক মো. আবদুল খালেক মারা যান।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাত থেকে কৃষক আবদুল খালেক তার জমির ধান পাহারা দিচ্ছিল। রবিবার সকাল ১০টার দিকে গহীন জঙ্গলে লাম্বা শিয়র এলাকায় বন্য হাতির পাল আক্রমণ করে তার ওপর। এতে সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজোয়ানুলের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তরের করে।
আরও পড়ুন: চট্টগ্রামে বৈদুতিক ফাঁদে পড়ে বন্য হাতির মৃত্যু
শ্রীবরদীর পাহাড়ী জনপদ থেকে মৃত বন্যহাতি উদ্ধার
এদিকে, পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার এক মানসিক প্রতিবন্ধীকে জঙ্গলে এবং আশপাশে ঘুরাঘুরি করতে দেখা যায়। রবিবার ভোর ৬টায় বন প্রহরীরা ডিউটি করার সময় দেখেন ওই লোকটিকে বুনো হাতি আক্রমণ করে হাত-পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রেখেছে। পরে আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানাই।’
আরও পড়ুন: স্ত্রীর ‘স্বপ্ন’ পূরণ করতে হাতি কিনলেন কৃষক
সংশ্লিষ্টরা জানান, গত বছর একই এলাকায় স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী বুনো হাতির আক্রমণে নিহত হন। এ নিয়ে জেলার কাপ্তাইয়ে দুবছরে বুনো হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।