বাস-ট্রাক
ভারতে দোতলা বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৮
ভারতের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দুধবহনকারী ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (১০ জুলাই) ভারতের উত্তর প্রদেশের একটি এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ কর্মকর্তা অরবিন্দ কুমার জানান, উত্তর প্রদেশ রাজ্যের একটি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৮ জন নিহত হয়েছেন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল আছে। বাসটি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য বিহার থেকে রাজধানী নয়া দিল্লি যাচ্ছিল।
কুমার বলেন, ‘কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। একইসঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে।’
আরও পড়ুন: আসামের বন্যায় নিহত বেড়ে ৩৮
সরকারি কর্মকর্তা গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি সম্ভবত দ্রুত গতিতে ছিল। সেই সময় দুধের ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে যায়। এতে বাসের একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। যার ফলে যাত্রীরা গাড়ি থেকে ছিটকে পড়েন। টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায় মৃতদেহগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়। বেশিরভাগ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানো, সঠিকভাবে রাস্তা রক্ষণাবেক্ষণ না করা। এছাড়া যানবাহনগুলো পুরোনো হওয়ার কারণে এসব দুর্ঘটনা ঘটে।
গত মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস পাহাড়ি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৫ ভারতীয় সেনাকে হত্যা করেছে বিদ্রোহীরা
৫ মাস আগে
ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসটির অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টায় জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলেন সিংড়া এ্যালিগেন্স নামের একটি দূরপাল্লার বাস। একই সময় পঞ্চবটি থেকে চাষাঢ়ায় যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। ভোর ৪টার সময় জামতলা এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকের ভেতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভেতর আহত হন অন্তত ৩০জন যাত্রী। আহত বাস যাত্রীদের মধ্যে নারী ও পুরুষের সঙ্গে কয়েকজন শিশুও ছিল।
আরও পড়ুন: মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৬
পরে ট্রাকের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ভেতরে আটকে পড়া আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা চালায়।
আহত বাসযাত্রীরা জানান, তাদের কেউ কেউ মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের শরীরে জখম হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করা হয়েছে।
পলাতক চালকদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাটিরাঙ্গায় গোলাগুলিতে আহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার
শেরপুরে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
২ বছর আগে
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
রংপুরর মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাঠিবাড়ি এলাকায় ফুয়েল রিফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, রংপুরগামী ‘মায়ের দোয়া পরিবহন’নামের বাসটি ঢাকার দিকে আসা আলু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আরও পড়ুন: খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
তিনি জানান, নিহতদের মধ্যে একজন ট্রাকচালক ও অপরজন বাসের একজন পুরুষ যাত্রী হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
২ বছর আগে
বাস-ট্রাকের পর এবার লঞ্চ বন্ধ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের মধ্যে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবিতে শনিবার দেশের লঞ্চ মালিকরা তাদের সমস্ত পরিসেবা স্থগিত করেছে।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি বদিউজ্জামান বাদল জানিয়েছেন, শুক্রবার বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি বর্তমানের থেকে দ্বিগুণ ভাড়া বাড়ানোর জন্য সরকারকে চিঠি দিয়েছে।
সমিতির সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সরকার ২০১৪ সালে লঞ্চের যাত্রীদের জন্য প্রতি কিলোমিটারে এক দশমিক ৭০ টাকা ভাড়া নির্ধারণ করে। গত কয়েক বছরে ইস্পাত ও জ্বালানির দাম কয়েকগুণ বাড়লেও লঞ্চের ভাড়া আগের মতোই রয়েছে।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য সরবরাহ বন্ধ
চিঠিতে আরও বলা হয়, সমিতি দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, বুধবার সরকার খুচরা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে ৮০ টাকায় উন্নীত করেছে যা সমিতিকে সরকার লঞ্চ ভাড়া দ্বিগুণ এবং প্রতি কিলোমিটার ৩.৪০ টাকা নির্ধারণের দাবি করতে বাধ্য করেছে।
চিঠিতে অ্যাসোসিয়েশন শনিবারের মধ্যে সরকারের কাছে জবাব চেয়েছে এবং সরকারের কাছ থেকে কোনও উত্তর না পাওয়ায় আজ বিকেল ৩টায় লঞ্চ পরিসেবা স্থগিত করেছে বলে জানান বদিউজ্জামান।
তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সচিব ওয়াকিল নেওয়াজ জানান, রবিবার বিকেল সাড়ে ৩টায় লঞ্চ মালিক সমিতির সাথে বৈঠকে চলমান সংকটের অবসান হবে বলে আশা করছি।
আরও পড়ুন: সমাধান ছাড়াই শেষ হলো মন্ত্রীর সাথে পরিবহন মালিকদের বৈঠক: ধর্মঘট অব্যাহত
৩ বছর আগে
সিরাজগঞ্জে দুই সন্তানসহ সড়কে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকার
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁদ মোড়ে রবিবার দুপুরে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকা ও তার দুই সন্তান নিহত হয়েছেন।
৩ বছর আগে