জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের মধ্যে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবিতে শনিবার দেশের লঞ্চ মালিকরা তাদের সমস্ত পরিসেবা স্থগিত করেছে।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি বদিউজ্জামান বাদল জানিয়েছেন, শুক্রবার বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি বর্তমানের থেকে দ্বিগুণ ভাড়া বাড়ানোর জন্য সরকারকে চিঠি দিয়েছে।
সমিতির সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সরকার ২০১৪ সালে লঞ্চের যাত্রীদের জন্য প্রতি কিলোমিটারে এক দশমিক ৭০ টাকা ভাড়া নির্ধারণ করে। গত কয়েক বছরে ইস্পাত ও জ্বালানির দাম কয়েকগুণ বাড়লেও লঞ্চের ভাড়া আগের মতোই রয়েছে।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য সরবরাহ বন্ধ
চিঠিতে আরও বলা হয়, সমিতি দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, বুধবার সরকার খুচরা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে ৮০ টাকায় উন্নীত করেছে যা সমিতিকে সরকার লঞ্চ ভাড়া দ্বিগুণ এবং প্রতি কিলোমিটার ৩.৪০ টাকা নির্ধারণের দাবি করতে বাধ্য করেছে।
চিঠিতে অ্যাসোসিয়েশন শনিবারের মধ্যে সরকারের কাছে জবাব চেয়েছে এবং সরকারের কাছ থেকে কোনও উত্তর না পাওয়ায় আজ বিকেল ৩টায় লঞ্চ পরিসেবা স্থগিত করেছে বলে জানান বদিউজ্জামান।
তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সচিব ওয়াকিল নেওয়াজ জানান, রবিবার বিকেল সাড়ে ৩টায় লঞ্চ মালিক সমিতির সাথে বৈঠকে চলমান সংকটের অবসান হবে বলে আশা করছি।
আরও পড়ুন: সমাধান ছাড়াই শেষ হলো মন্ত্রীর সাথে পরিবহন মালিকদের বৈঠক: ধর্মঘট অব্যাহত