আগুন নিয়ন্ত্রণ
রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন, ১৫ কোটি টাকার ক্ষতি
রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামে প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে তেপুকুরিয়া এলাকায় আলিফ ট্রেডার্সে এই অগ্নিকাণ্ডটি ঘটে এবং নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের সদস্যরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
আহতদের মধ্যে রয়েছেন- প্রতিষ্ঠানটির অংশিদার ইসলাম, আয়ুব আলী মুনসুর রহমা, ইনছার আলী, ইয়াজুল, রেজাউল করিম, আমিরুল ইসলাম ও সবুজ রানাসহ আরও অনেকে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমাইয়া জেরিন।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা সোয়া ৭টায় পর্যন্ত বাঘা, চারঘাট ও পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
তিনি আরও বলেন, এর নের্তৃত্ব দিয়েছেন রাজশাহী ফায়ার সাভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমি ও উপজেলা চেয়ারম্যান আইনজীবী লায়েব উদ্দিন লাভলু সেখানে গিয়েছিলাম।’
আরও পড়ুন: খুলনার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে
বগুড়ায় ওষুধের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
৮ মাস আগে
চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
চট্টগ্রাম মহানগরীর রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে আগুন লেগেছে।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার পর শর্ট সার্কিট থেকে হাল্কা আগুন ধরে৷ এরপরই একটা বিকট আওয়াজ হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ফরিদগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এরই মধ্যে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী।
তিনি জানান, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে।
অগ্নিনির্বাপণে কাজ করা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘ভেতরে প্রচুর ধোঁয়া। কী থেকে এত ধোঁয়া উৎপন্ন হচ্ছে তা বলতে পারছি না। তবে ধোঁয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেগ পেতে হচ্ছে।’
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে
ঋণ করে ওমানে গিয়েছিলেন অগ্নিকাণ্ডে নিহত হোসেন
৯ মাস আগে
খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে
খুলনার দিঘলিয়ায় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে এ আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গণপরিবহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে অগণতান্ত্রিক শক্তির বিকাশ হয়: টিআইবি
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন লাগে। সংবাদ পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দিঘলিয়ার জামান জুট মিলের ম্যানেজার রিপন মোল্লা বলেন, সোমবার রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে আসার পর আগুন লাগার সংবাদ পান তিনি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে খুলনার ৪টি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বসতঘরে আগুন লেগে বৃদ্ধের মৃত্যু
১১ মাস আগে
গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার দেওলিয়াবাড়ি এলাকায় স্থানীয় ডালিমের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বিপুল পরিমাণ ঝুট মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কোনাবাড়ীর দেওলিয়াবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তুলাসহ গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রাখা ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে বেডিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঝুট গুদামটিতে আগুন লাগে। আগুন লাগার খবরে কাশিমপুরের সারাবো ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পৌনে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই উপ-সহকারী পরিচালক।
আরও পড়ুন: নরসিংদীতে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে মূল্যবান মালামাল
১ বছর আগে
চট্টগ্রামে বেডিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর কালুরঘাটে কাদের বেডিং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকার জুট-ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে নগরীর চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরও ৪টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ফায়ার সার্ভিস এখনও কাজ করছে।
আরও পড়ুন: কুমিল্লায় স্টাফ বাসে আগুন
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, সকালে কালুরঘাট বিসিক এলাকায় কাদের ট্রেডিং নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পরবর্তীতে আগুন পুরো কারখানা ছড়িয়ে পড়ে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
১ বছর আগে
নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার ইউএনবিকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফকির অ্যাপারেলস লিমিটেডে আগুন লাগে।
তিনি আরও জানান যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ৩৩টি দোকান পুড়ে ছাই
খুলনার সোনাডাঙায় কাগজের গোডাউনে আগুন ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে
১ বছর আগে
চট্টগ্রামে টিসিবির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে বন্দরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, সকাল ১১টার দিকে নগরীর বন্দরটিলা এলাকায় টিসিবির গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, যে গুদামে আগুন লেগেছে সেখানে পলিথিন রাখা ছিল। ফলে ধোঁয়া হয়েছে বেশি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
আরও পড়ুন: বাড্ডায় মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে
বঙ্গবাজার মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১ বছর আগে
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বুধবার সকালে দুটি তেলবাহী ট্রাকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১২ মিনিটে দুটি তেলবাহী ট্যাংকার ট্রাকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ১১টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানায় ফায়ার সার্ভিস।
তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৬ কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল জব্দ
পাকস্থলীতে সাড়ে ৪ হাজারের বেশি ইয়াবা, ঢাকা বিমানবন্দরে ব্যক্তি গ্রেপ্তার
‘গুড বাই বাংলাদেশ’ লিখে ঢাকা বিমানবন্দরে ধরা খেলেন এক ব্যক্তি
২ বছর আগে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।সকাল ১০ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিভাগের ৫টি ইউনিট কাজ করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পাশের অ্যাপারেল প্লাস নামের ওই কারখানার ৭তলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগে। মূহুর্তে আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নেভাতে কাছ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন
কোন ধরনের আগুন কীভাবে নেভাবেন?
২ বছর আগে
ঝালকাঠির কৈখালীর অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি আবাসিক ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টায় কাঠালিয়ার কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: আরমানিটোলায় অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৫
স্থানীয়সূত্রে জানা যায়, এলাকার সবুজের কসমেটিক্স এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
প্রথমে কাঠালিয়া ফায়ার সার্ভিস পরে ভান্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্মেসি, মুদি-মনোহরী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফ্লেক্সিলোড, হোটেল, আড়ৎদারি ব্যবসা ও চায়ের দোকানসহ কাঁচা-পাকা ২৫টি দোকান ও ১০ টি বসতঘর মুহূর্তের মধ্যে পুড়ে যায়।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্তরা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৩ বছর আগে