চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে বন্দরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, সকাল ১১টার দিকে নগরীর বন্দরটিলা এলাকায় টিসিবির গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, যে গুদামে আগুন লেগেছে সেখানে পলিথিন রাখা ছিল। ফলে ধোঁয়া হয়েছে বেশি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।