বড় ভাই আটক
ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক বড় ভাই
মাগুরায় শালিখা উপজেলায় ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আল-আমিন নামে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার ভোকেশনাল পরীক্ষার সময় সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান জানান, জেনারেল ইলেকট্রনিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন শালিখা উপজেলার সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আল-আমিন নামের ওই যুবক তার এলাকার এক ছোট ভাইয়ের পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছিল।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে গাঁজা উদ্ধার, ২ নারী আটক
শালিখা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পর এই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয় দায়িত্বে থাকা শিক্ষকেরা। আল-আমিন বর্তমানে পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।
১৫১৬ দিন আগে
ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রি চেষ্টার অভিযোগ!
চাঁদপুরের হাজীগঞ্জে আপন ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রি চেষ্টার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ।
১৭৯৬ দিন আগে