বড় ভাই আটক
ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক বড় ভাই
মাগুরায় শালিখা উপজেলায় ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আল-আমিন নামে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার ভোকেশনাল পরীক্ষার সময় সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান জানান, জেনারেল ইলেকট্রনিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন শালিখা উপজেলার সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আল-আমিন নামের ওই যুবক তার এলাকার এক ছোট ভাইয়ের পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছিল।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে গাঁজা উদ্ধার, ২ নারী আটক
শালিখা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পর এই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয় দায়িত্বে থাকা শিক্ষকেরা। আল-আমিন বর্তমানে পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।
২ বছর আগে
ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রি চেষ্টার অভিযোগ!
চাঁদপুরের হাজীগঞ্জে আপন ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রি চেষ্টার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ।
৩ বছর আগে