পূর্বধলা উপজেলা
নেত্রকোণায় ভারত ফেরত ২ জনের করোনা শনাক্ত
নেত্রকোণায় ভারত ফেরত দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টেইনে রয়েছেন।
সতকর্তা হিসেবে শনাক্তদের আশেপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
তারা হলেন-নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামের মো. আবুল কালাম (৫৫) ও তার পুত্রবধূ বিলকিছ বেগম (২২)।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ প্রতিবেদন আসার কথা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের সংস্পর্শে আসায় আবুল কালামের স্ত্রীকেও কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তবে তার নাম জানায় নি প্রশাসন।
সিভিল সার্জন বলেন, আবুল কালাম ও বিলকিসকে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
আবুল কালাম তার ক্যান্সারে আক্রান্ত ছেলে মো. সেলিমকে নিয়ে গত ১৪ মার্চ ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সঙ্গে গিয়েছিলেন তার পুত্রবধূ। সেখানেই সেলিমের মৃত্যু হলে তার লাশ নিয়ে গত ২০ মে দেশে ফেরেন তারা।
৩ বছর আগে
নেত্রকোনায় আশ্রয়ণের ঘরে ২য় সপ্তাহেই ফাটল, তদন্ত কমিটি গঠন
আশ্রয়ণ প্রকল্পের আওতায় পূর্বধলা উপজেলার ধলা এলাকায় ভূমিহীনদের সরকারের দেয়া বেশ কয়েকটি ঘরের মেঝে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
৩ বছর আগে