কারখানায় বিস্ফোরণ
গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, আহত ১৬
গাজীপুরের কাশিমপুরের জরুন এলাকায় কটন ক্লাব বিডি লিমিটেড কারখানায় বিস্ফোরণে শ্রমিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার কম্প্রেসর রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কক্ষের দেয়াল ধসে পড়ে বলে জানান তারা।
কারখানার জিএম (অপারেশন) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে বরফ কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ১০
কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করলেও মে দিবসে পুরো কারখানা বন্ধ ছিল। তবে আগামীকাল বিদেশি ক্রেতাদের একটি প্রতিনিধি দল কারখানায় আসার কথা রয়েছে। এ কারণে কারখানায় নিরাপত্তা কর্মী, কয়েকজন কর্মী ও শ্রমিক অবস্থান করছিলেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন যে ঘটনার সময় ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণটি ঘটেছে।
জিএম বলেন, আহতদের মধ্যে সাতজন দগ্ধ হয়েছেন। আহতদের সবাই আশঙ্কামুক্ত এবং কারখানা থেকে তাদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
১ বছর আগে
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৪
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে শুক্রবার আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ১৪ ব্যক্তি নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
৩ বছর আগে