শোলমারি নদী
ইটভাটায় নিস্তেজ শোলমারি নদী: হুমকির মুখে ৫ হাজার একর কৃষি জমি
খুলনার ডুমুরিয়ায় শোলমারি নদীর বুকে ইটভাটার আধলা (অর্ধেক) ইট ফেলায় ক্রমন্বয়ে ভরাট হয়ে যাচ্ছে নদী। এতে প্রায় ৫ হাজার একর কৃষি জমি হুমকির মুখে পড়েছে। একদিকে মানবসৃষ্ট সমস্যা, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী তার সাধারণ গতিপথ হারাতে বসেছে।
৩ বছর আগে