পাসপোর্টধারী
হিলি চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় অসুস্থ হয়ে সোমবার বেলা ১১টার দিকে রয়েল হোসেন (৪২)নামে বাংলাদেশি এক পাসপোর্টধারীর মৃত্যু হয়েছে।
মৃত রয়েল হোসেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার তাছির উদ্দিনের ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, রয়েল গত ২৮ অক্টোবর ভ্রমণের উদ্দেশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যান। আজ সোমবার বেলা ১১টার দিকে তিনি ভারতের হিলি ইমিগ্রেশনের কার্যক্রম শেষে পুনরায় হিলি চেকপোস্ট দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় তিনি চেকপোস্টের জিরো পয়ন্টে অসুস্থ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজনেরা তাকে দ্রুত উদ্ধার করে হিলি ইমিগ্রেশনে আনেন। আমরা দ্রুত ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হুমায়ন কবির বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি স্ট্রোক করে মারা গেছেন। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: অবশেষে ২ বছর পর হিলি দিয়ে ট্যুরিস্ট যাতায়াত শুরু
টানা ৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ
২ বছর আগে
বেনাপোলে পাসপোর্টধারীদের যাতায়াত বাড়ছে
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বর্তমানে পাসপোর্টধারী যাত্রীদের ভারতে যাতায়াত বাড়ছে। চলতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে গেছে প্রায় সাড়ে ১৭ হাজার পাসপোর্ট যাত্রী। ভারত থেকে বাংলাদেশে এসেছে প্রায় ১২ হাজার পাসপোর্ট যাত্রী।
৩ বছর আগে