ধানমন্ডি
রাজধানীর ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা
রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বীথি।
শনিবার বিকেলে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, 'শায়লা বীথি যখন ফুটওভার ব্রিজ থেকে নামছিলেন, তখন একদল লোক পেছন থেকে তার ওপর হামলা করে এবং তার চুল ধরে টানাহেঁচড়া করে। তিনি সিঁড়িতে পড়ে গিয়ে আহত হন। তিনি হামলাকারীদের চেননে না। আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বীথির স্বামী সাংবাদিক তৈমুর ফারুক তুষার তার ফেসবুক পেজে হামলার বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলা, কান ধরে ওঠবস
তুষার লিখেছেন, ‘(বিথীর) ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে।’
তিনি অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এরপর বিথী পরে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। তবে আক্রমণের স্থান শেরেবাংলা নগর থানার অধীনে হওয়ায় সেখানে যেতে বলা হয়। অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার একটি দল ঘটনাস্থলে যায়।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এ জাতীয় ঘটনা ঘটায় নারী অধিকার কর্মী খুশী কবির এই হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জননিরাপত্তার দিকে নজর দিতে জোর দিয়েছেন।
২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেন বিথি। ২০১৮ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিব্বতের লাকপা রি (৭,০৪৫ মিটার) জয় করেন। ২০১৯ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের তাশি লাপচা পাসে (৫,৭৫৫ মিটার) উঠেন।
আরও পড়ুন: গাজীপুরে মাজারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ
মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩ মাস আগে
ধানমন্ডিতে গণহত্যা-নিপীড়নবিরোধী শিল্পীদের প্রতিবাদ সমাবেশ, সায়েন্সল্যাব মোড় অবরোধ
সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে 'আর্টিস্টস এগেইনস্ট জেনোসাইড অ্যান্ড অপ্রেশন' প্লাটফর্মের শিল্পীরা সমাবেশ করেছেন।
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে এই কর্মসূচি পালন করেন তারা।
সাত মসজিদ সড়কের আবাহনী মাঠের সামনে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের ফটো সাংবাদিক।
তারা বলছেন, দমনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা নানা ধরনের সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন।
দেশের এই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ছাত্র-গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। দমনের নামে নির্বিচারে হত্যা চালানো হচ্ছে। তারা বলছেন, শিল্পী সমাজের পক্ষ থেকে প্রতিবাদে সোচ্চার হওয়ার সময় এসেছে।
র্যালিতে শিল্পী মুস্তাফা জামান, আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, সংগীতজ্ঞ অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, সংগীতশিল্পী আমিরুল রাজীব, কিউরেটর ও লেখক শেহজাদ চৌধুরী, শিল্পী ও কবি শাওন চিশতি, চিত্রশিল্পী কাজী তাহসিন আগাজ অপূর্ব, শিল্পী ও কিউরেটর এ. এহসান, শিল্পী রাইয়ান ইসলাম, আলোকচিত্রী মেহবুবা মাহজাবিন হাসান, চিত্রশিল্পী নুজহাত তাবাসসুম আনান, শিল্পী সাজন, শিল্পী তানজিম ইনিয়াত, শিল্পী নঈম উল হাসান, কিউরেটর ও আর্কাইভিস্ট রিশাম শাহাব তীর্থ, স্থপতি ও চিত্রশিল্পী অজিত রায়, শিল্পী সুবর্ণা মোর্শেদা, চিত্রশিল্পী তপোসি এবং শিল্পী আফসানা শারমিন ঝুম্পা ছিলেন।
আরও পড়ুন: ডিবি আমাদের জোর করে আটকে রেখেছিল, আন্দোলন চলবে: মুক্তির পর কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক
৪ মাস আগে
ধানমন্ডির দুটি বহুতল ভবনকে 'ঝুঁকিপূর্ণ' ঘোষণা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ অভিযানে রাজধানীর ধানমন্ডি এলাকার দুটি বহুতল ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ফায়ার লাইসেন্স না নেওয়ায় এবং ফায়ার লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভবন দুটির একটি জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট বিল্ডিং এবং অপরটি সাত মসজিদ রোডের রূপায়ন জেড আর প্লাজা।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত অগ্নিনিরাপত্তা না থাকায় কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা এবং একই কারণে 'ভিসা ওয়ার্ল্ডওয়াইড' নামে একটি ছাত্র পরামর্শক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেন।
এছাড়া রূপায়ন জেডআর প্লাজার ভেতরে বুফে লাউঞ্জ ও বুফে প্যারাডাইস রেস্টুরেন্টকে লাইসেন্সের শর্ত না মানায় ১ লাখ টাকা করে এবং অগ্নিনির্বাপণের লাইসেন্স না পাওয়ায় একই ভবনের ভেতরে থাকা বুফে এম্পায়ার রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: চট্টগ্রামে এস আলম সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
এছাড়া অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ভবন দুটিকে 'ঝুঁকিপূর্ণ' ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ভবন দুটিতে 'ঝুঁকিপূর্ণ' ব্যানার লাগানো হয়। ভবন দুটির অধিকাংশ রেস্টুরেন্ট, শোরুম ও অফিস খালি পড়ে আছে।
অভিযানে ঢাকা-২ এর জোন কমান্ডার মো. তানহারুল ইসলাম, ওই এলাকার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
৯ মাস আগে
রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন
বিএনপি ও সমমনা দলগুলোর চলমান ৩৬ ঘণ্টার অবরোধে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের কাছে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ফেনীতে বাসে আগুন, ৩ অটোরিকশা ভাঙচুর
রাজধানীর গুলিস্তানে আজ সকাল থেকে ২টি বাসে আগুন
১ বছর আগে
ধানমন্ডিতে জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত ১২ তলা জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ধানমন্ডিতে জয়িতা টাওয়ার, জামদানি গ্যালারি ও জয়িতা টাওয়ারে স্থাপিত জয়িতা মার্কেটপ্লেসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছলে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তাকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে তাদের স্বাগত জানান। তাদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী টাওয়ারের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
তিনি 'নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়িতা টাওয়ারটি অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা দিয়ে নির্মিত হয়েছে।
এটি জয়িতা ব্র্যান্ডের অধীনে দেশের নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সহায়তা করবে।
আরও পড়ুন: আগামী নির্বাচনে আ. লীগ ক্ষমতায় এলে ঢামেক হাসপাতালকে অত্যাধুনিক করা হবে: প্রধানমন্ত্রী
জয়িতা টাওয়ারে দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত পণ্য, সাপ্লাই চেইন ও সেবা সার্বজনীন প্রবেশাধিকারসহ বাজারজাত করার সুবিধা রয়েছে।
এই ভবনে জ্ঞান, দক্ষতা, ব্যবসায় ব্যবস্থাপনা ও উন্নয়ন কৌশলের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধা প্রদান করা হয়েছে।
এখানে যথেষ্ট গাড়ি পার্কিং সুবিধা এবং একটি প্রশস্ত লবি রয়েছে।
এছাড়া এতে জয়িতা ফাউন্ডেশনের সদর দপ্তর থাকবে।
জয়িতা আইকনিক টাওয়ারে রয়েছে চাইল্ড ডেকেয়ার সেন্টার, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, জিমনেসিয়াম ফর উইমেন, সুইমিং পুল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুড-কোর্ট ও ক্যাফে। চালু হয়েছে ই-জয়িতা অনলাইন মার্কেটপ্লেস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১ ডিসেম্বর ১২ তলা জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ নিয়ে ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর
রাজধানীর ধানমন্ডির ২৭ (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।
তিনি বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কর্মসূচির উদ্বোধন করেন।
ইতিমধ্যে, সরকার ফাউন্ডেশনের জন্য টোকেন মূল্যে দেশের প্রতিটি বিভাগে এক বিঘা জমি বরাদ্দ করেছে।
জয়িতা প্রতিটি জেলা ও উপজেলায় কার্যক্রম চালু করে সারা দেশে নারীবান্ধব পৃথক বিপণন নেটওয়ার্ক গড়ে তুলতে চায়।
আরও পড়ুন: বাংলাদেশে স্ট্যান্ডার্ড এভিয়েশন নেভিগেশন সার্ভিসের জন্য আইসিএওর সহায়তা কামনা প্রধানমন্ত্রীর
১ বছর আগে
ধানমন্ডিতে বুফে খেতে যেসব রেস্তোরাঁয় যেতে পারেন
যখন খাবারের সঙ্গে যুক্ত হয় মুখরোচক শব্দের, তখন শুধু ক্ষুধা নিবারণই সেখানে একমাত্র উদ্দেশ্য নয়। পেটচুক্তির স্বতঃস্ফূর্ত প্রশ্রয়ে কোনো রকম ভণিতা ছাড়াই উন্মোচিত হয় বিনোদনের প্রবারণা। আর এখানেই ভোজন রসিক শব্দের সার্থকতা। খাবারের চিত্তাকর্ষক সংগ্রহশালা উদ্দীপনার সঙ্গে সঙ্গে জিভেও যেন জোয়ার তোলে। আর সেটাকে জলচ্ছাসে রূপ দিতেই যেন বুফের বিকাশ, যা এখনকার সবচেয়ে জনপ্রিয় ভোজন পদ্ধতি। বিশেষ করে রাজধানীর ধানমন্ডি রীতিমত বুফে পাড়ায় পরিণত হয়েছে। আজ দেখে নেবো ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সেরা কিছু বুফে রেস্তোরাঁ।
ধানমন্ডিতে জনপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বুফে রেস্তোরাঁ
টেস্ট ব্লাস্ট
বুফে প্যাকেজগুলো বেশ নাগালের মধ্যে থাকায় বিগত বেশ কয়েক বছর ধরেই সবার পছন্দের তালিকায় শীর্ষে আছে এই টেস্ট ব্লাস্ট। তাদের দুপুরের ৫৫০ টাকার প্যাকেজে আইটেম আছে ৫৫+। আর রাতের ৬৫+ আইটেমের জন্য খরচ করতে হবে ৬০০ টাকা। ৩ থেকে ৬ বছরের বাচ্চাদের জন্য এই খরচটা অর্ধেক হয়ে যায়।
আরও পড়ুন: কেক ও বিস্কুট খাওয়ার ক্ষতিকর দিক: বিকল্প কিছু স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার
রেস্তোরাঁটির অবস্থান সাতমসজিদ রোডের ধানমন্ডি ৯/এ, ৭৩৬ র্যাংগ্স কেবি স্কয়ারের লেভেল ১০-এ।
দুপুরের বুফের জন্য নির্ধারিত সময় দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। আর রাতের পর্ব সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। আগে থেকে যোগাযোগের জন্য ফোন দেয়া যেতে পারে। বিস্তারিত মেনুর জন্য ঘুরে আসুন তাদের ফেসবুক পেজটি।
জেনিয়াল বুফে
টেস্ট ব্লাস্টের মাত্র দুই লেভেল নিচেই এই রেস্তোরাঁটি জন্মদিনসহ বিভিন্ন ছোট ছোট পার্টির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এর পেছনে মূল কারণ সাশ্রয়ী বুফে প্যাকেজ। ৭০+ আইটেমে জন্য দুপুর-রাতে উভয় বুফের দাম ৫৯৯ টাকা। ৩ থেকে ৬ বছরের শিশুদের জন্য এই মূল্য থেকে আরও ৫০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হয়।
রেস্তোরাঁর অতিথি ধারণ ক্ষমতা ১৩০+, তাই আগে থেকেই নিজের আসনটি রিজার্ভ করে নিতে হবে। দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা বরাদ্দ মধ্যাহ্নভোজের জন্য। আর নৈশভোজ চলে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। যাওয়ার আগে তাদের ফেসবুক পেজ থেকে মেনুগুলো দেখে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি ১০ কফি
১ বছর আগে
ধানমন্ডিতে চলছে ভাস্কর রাশার ড্রিফটউড শিল্পকর্মের প্রদর্শনী
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নারীর ক্ষমতায়ন ও প্রকৃতিকে তুলে ধরে ভাস্কর আখতার আহমেদ রাশার ড্রিফটউড শিল্পকর্মের সপ্তাহব্যাপী একক প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সফিউদ্দীন শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টুডিও ভার্টিক্যাল আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
'শিকড়ে প্রোথিত, ভালোবাসায় প্রসারিত' শিরোনামের প্রদর্শনীটি দেশে রাশার প্রথম প্রদর্শনী। রাশা হলেন একজন প্রবাসী ভাস্কর যিনি শাখা, শিকড় ও কাণ্ডের মতো প্রাকৃতিক উপাদান শিল্পের জন্য ব্যবহার করেন।
আরও পড়ুন: কীভাবে এল বাংলা ক্যালেন্ডার: দিনলিপি গণনার ইতিবৃত্ত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বেশ কয়েকটি একক ও দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
ভাস্কর রাশা বলেন, ‘আমি বাংলাদেশে আমার জীবনের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি এবং আটলান্টিক উপকূলের সৈকতে ড্রিফটউড সংগ্রহ করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয়। আমি আনন্দিত। কারণ আমি মুক্তিযুদ্ধের দিকে মনোযোগ দিয়েছি, বিশেষ করে বিদেশে বাংলাদেশের বন্ধুদের জন্য।’
প্রদর্শনীতে ৫৩টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প সংগ্রাহক আবুল খায়ের লিটু।
আরও পড়ুন: গ্যালারি কসমসে শুরু হলো আর্টক্যাম্প ‘স্প্লেন্ডার্স অব বাংলাদেশ’
অ্যানির তৃতীয় একক প্রদর্শনী ‘কনটেম্পরারি ন্যারেটিভস’ এএফডিতে শুরু
১ বছর আগে
সফররত দুই মার্কিন কংগ্রেস সদস্যের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন
সফররত মার্কিন কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক রবিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
এসময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কর্মকর্তারা তাদের ব্রিফ করেন এবং তারা জাদুঘর পরিদর্শন করেন।
কংগ্রেস সদস্যদের বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের আগে মার্কিন সরকার পদত্যাগ করবে কি না সফররত কংগ্রেসম্যানদের মোমেনের প্রশ্ন
১ বছর আগে
ধানমন্ডির মেট্রো শপিংমল থেকে ২ কোটি টাকার হীরার গয়না চুরি
ধানমন্ডির মেট্রো শপিং মলে অবস্থিত একটি দোকান থেকে রবিবার (৩১ জুলাই) দুই কোটি টাকার বেশি মূল্যের হীরার গহনা চুরি করেছে ডাকাতরা।
পুলিশ জানিয়েছে, ওইদিন সকাল ১০টার কিছু পরে মেট্রো শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত 'ট্রাস্ট ডায়মন্ড' শোরুমে অন্তত পাঁচজন ডাকাত দোকানের শাটার ভেঙে প্রবেশ করে। এরপর তারা ২ কোটি টাকার বেশি হীরার অলঙ্কার লুট করে পালিয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, শোরুমের শাটার ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন হীরার গহনা চুরি হয়েছে।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় আটক ২
ওসি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যাচ্ছে পাঁচজনের একটি দল দোকানে ঢুকছে এবং কিছুক্ষণ পর তারা লুটপাট নিয়ে চলে গেছে।’
ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ জানান, তিনি জানতে পারেন মেট্রো শপিং মলের নিচতলায় একটি নতুন শোরুম সংস্কারের কাজ করছেন ট্রাস্ট ডায়মন্ডের মালিক। তাই তিনি ৩য় তলায় একটি দোকান ভাড়া নেন এবং সেখানে হীরার গয়না রাখেন।
সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
ধানমন্ডি লেক থেকে শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে ধানমন্ডির শেখ জামাল মাঠে এই ঘটনা ঘটে।
নিহত আদনান সাঈদ রাকিব (১৮) ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী নুরুন্নবীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ধানমন্ডির শেখ জামাল মাঠে দুই বন্ধু ফুটপাতে নার্সারির পাশে একটি দোকানে চা পানি খেতে যায়। সে সময়ে চার থেকে পাঁচজন ছিনতাইকারী তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা আদনান সাঈদের গলায় ছুরিকাঘাত করে এবং তার বন্ধু রাইয়ানের হাতে জখম হয়।
পরে তাদেরকে উদ্ধার করে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদনানকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন এবং রাইয়ান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতের মামা আলমগীর জানান,গতরাতে তার এক বন্ধুর সঙ্গে বের হয়েছিল। পরে সংবাদ পাই তাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। পরে সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় পাই।
এসআই বলেন, নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবে নিহত ৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে