পঞ্চগড় সীমান্ত
পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৮
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায়, তার স্ত্রী খুশি রায় ও ছেলে প্রানাভি রায়। এছাড়া কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায়, তার স্ত্রী চন্দনা রাণী রায়, ছেলে শ্রী সমর রায় ও মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড় বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায়।
সোমবার (২০ জুলাই) দুপুরে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আটক
আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
৬৫ দিন আগে
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান ওরফে নুর আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মোমিনপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নুর আলম পঞ্চগড়ের বোদার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে নুর আলমসহ কয়েকজন গরু নিয়ে ভারত থেকে ফেরার সময় বেরুবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএসএফ গুলি চালায়। এতে নূর আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্যরা নুর আলমের লাশ মোমিনপাড়ায় এক চা বাগানের পাশে ফেলে রাখে।
বিজিবি ও পুলিশ আরও জানায়, খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর আলমের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে নুর আলমের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তারা আরও জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মোমিনপাড়া সীমান্ত এলাকার শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের বেরুবাড়ি ২১ বিএসএফ ব্যটালিয়নের কমান্ড্যান্ট সি এস তমার এবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিমের নেতৃত্বে উভয়পক্ষের ১০-১২ জন করে সদস্য পতাকা বৈঠকে অংশ নেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে সীমান্তে বাংলাদেশি হত্যা, বিএসএফের বিরুদ্ধে মামলা
হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ৪-৫ বার গুলির আওয়াজ শুনতে পাই। তখন বের হওয়ার সাহস পাইনি। পরে সকালে অনেকের কাছে শুনতে পাই নুর আলমসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিল। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, গুলিতেই নুর আলমের মৃত্যু হয়েছে। গুলিটি তার বাম চোখের নিচে লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, একদল চোরাকারবারী বিএসএফের টহল দলের ওপর হামলা চালায়। তখন বিএসএফ আত্মরক্ষার্থে গুলি করে। তবে কেউ মারা গেছে কি না বিএসএফ তা নিশ্চিত করেনি।
তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, আটক ৩
চুয়াডাঙ্গা মুন্সিপুর সীমান্তে ৬ স্বর্ণের বার জব্দ, আটক ১
৫৬৬ দিন আগে
পঞ্চগড় সীমান্তে বিজিবির অস্ত্র ও গুলি জব্দ
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে অস্ত্রসহ গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বোধগাঁও বিওপি’র টহলরত সদস্যরা আটোয়ারী উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় সীমান্ত এলাকা থেকে দু’টি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবির বোধগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা জানান, আটোয়ারী উপজেলাধীন দক্ষিণ ছেপড়াঝাড় নামক সীমান্ত এলাকার বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার ৪০১ এর তিন সাব পিলার এলাকায় সন্দেহজনকভাবে একজন ভারতীয় নাগরিককে চ্যালেঞ্জ করলে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে চলে যায়।
পরে বিজিবি টহল দল ব্যাগটি থেকে দু’টি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোবাইল আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অস্ত্র, গুলি ও একটি মোবাইল আটোয়ারী থানায় জমা দিয়েছে বিজিবি। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১২০ কেজি সীসা জব্দ
বেনাপোলে ১০ স্বর্ণের বার জব্দ, ২ ভাই আটক
বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
৮৭৯ দিন আগে
সীমান্তে ভারতীয়দের হাতে আটকের পর পুলিশ সদস্যকে বিএসএফ এর কাছে সোপর্দ
পঞ্চগড় সদর উপজেলার মমিনপাড়া সীমান্ত থেকে বাংলাদেশের এক পুলিশ সদস্যকে আটকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে সোপর্দ করেছে দেশটির সীমান্তবর্তী জনগণ।
১৫০০ দিন আগে