বাংলাদেশ এয়ারলাইন্স
শুক্রবার মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নিজ হাতে গড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর আকাশে ডানা মেলার ৫১ বছর পূর্ণ করেছে।
এই গৌবরময় পথচলাকে স্মরণীয় করতে বিমান আয়োজন করতে যাচ্ছে ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’।
দেশি-বিদেশি প্রায় দুই হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) হাতিরঝিল এলাকায় ভোর ৬টা থেকে ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিমান চলাচল বন্ধ, নিহত ২
এদিন সকাল ৭টা ৩০মিনিটে হাতিরঝিল এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
ম্যারাথন প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের মহাব্যবস্থাপক জনাব শাকিল মেরাজ।
উল্লেখ্য, ২০২২ সালেও বিমান জাকজমকপূর্ণভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল।
আরও পড়ুন: দুই ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ১ পাইলট নিহত
নেপালে বিমান দুর্ঘটনা: ৬০ জনের লাশ হস্তান্তর
১ বছর আগে
সিলেট-শারজাহ্ রুটে বিমানের ফ্লাইট চালু
যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার (১ নভেম্বর) থেকে ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
এদিন বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ এ যাত্রা করে সিলেট পৌঁছাবে রাত ৯টা ৩০মিনিটে। এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টা ৩০ মিনিটে শারজাহ্-এর উদ্দেশ্যে যাত্রা করবে।
আরও পড়ুন: ৯ অক্টোবর থেকে তিন রুটে ফের বিমানের ফ্লাইট চালু
ফ্লাইটটি শারজাহ্ পৌঁছাবে বুধবার (২ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টায়।
ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত ৩টা ৩০ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০টা ১৫মিনিটে।এরপর সিলেট থেকে সকাল ১১ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০মিনিটে।
ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
আরও পড়ুন: ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ ডিসেম্বর
ঢাকা-ব্যাংকক রুটে পুনরায় বিমানের ফ্লাইট শুরু ২ ডিসেম্বর
২ বছর আগে
মার্চে চালু হচ্ছে বিমানের টরেন্টো, টোকিও ও চেন্নাই ফ্লাইট: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সোমবার জানিয়েছেন, আগামী মার্চ মাসে টরেন্টো, টোকিও ও চেন্নাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে।
৩ বছর আগে