ফেরিওয়ালা
দিনাজপুরে রাস্তার পাশ থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার
দিনাজপুরের বোচাগঞ্জে রাস্তার পাশ থেকে আল আমিন নামে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে হাট রামপুরের আদিবাসীপাড়ায় যাওয়ার রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: শেরপুরে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় কবিরাজের লাশ উদ্ধার
আল আমিন (৪৫) বোচাগঞ্জের হাটরামপুর গ্রামের পাবনাপাড়ার মৃত আবু তাহেরের ছেলে।
ফেরি করে তৈজসপত্র বিক্রি করতেন তিনি।
স্থানীয়রা জানায়, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ।
বোচাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
২ মাস আগে
যশোর ও নড়াইলে ২ জনকে কুপিয়ে হত্যা
যশোর শহরে এক ফেরিওয়ালা এবং নড়াইল সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
৩ বছর আগে