বরিশাল-পটুয়াখালী মহাসড়ক
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝালকাঠির নলছিটি উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মঙ্গলবার থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন-বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।
আরও পড়ুন: ঢাকায় রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরব তার দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে একটি মোটরসাইকেলে করে বরিশাল দিকে যাচ্ছিল। পথে নলছিটি উপজেলার বিপরীতদিক থেকে আসা থ্রি হুইলার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তিন জন গুরুতর আহত হন। পরে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।
আরও পড়ুন: পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
২ বছর আগে
আশ্বাসের পর অবরোধ তুলে নিল ববি’র আন্দোলনরত শিক্ষার্থীরা
আশ্বাসের প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রায় ১০ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
৩ বছর আগে