দেশে করোনা পরিস্থিতি
১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
এর আগে করোনা নিয়ন্ত্রণে ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আন্ত: মন্ত্রণালয় সভা শেষে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১১ আগস্ট থেকে অফিস আদালত, দোকানপাট, কল-কারখানা খুলে দেয়ায় সিদ্ধান্ত হয়েছে। গণপরিবহন বাইরুটেশনের মাধ্যমে সীমিত আকারে চলবে।
দেশে করোনা পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪১ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।
একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৮১৭ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৭.৯১ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। সুস্থ হয়েছে ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। দেশে সুস্থতার হার ৮৬. ৮০ শতাংশ।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ৩৪ প্রাণহানি
বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩২
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ২০ কোটি ছাড়াল
৩ বছর আগে
ঈদের ছুটি শেষে ফের কঠোর বিধিনিষেধ, বন্ধ থাকবে সব কারখানা
ঈদুল আজহা উপলক্ষে আট দিন শিথিল থাকার পর শুক্রবার সকাল ৬টা থেকে দেশজুড়ে আবার কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। যা আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। এসময় পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইউএনবিকে বলেন, ‘গতবারের চেয়ে কঠিন হবে এই লকডাউন। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।’
তিনি বলেন, অফিস-আদালত, পোশাকসহ রপ্তানিমুখী সব ধরনের কলকারখানা বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধ থাকবে আগের মতই।
পড়ুন: ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত
ঈদে যারা বাড়ি গেছেন তাদের ফেরার জন্য লকডাউন কিছুটা শিথিল করার কোন পরিকল্পনা আছে কি-না এ বিষয়ে তিনি বলেন, ‘যারা বাড়ি গেছেন, তারা জেনে বুঝেই গেছেন, তারা ৫ আগস্টের পরেই আসবেন।’
বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের গার্মেন্টস ও কলকারখানা লকডাউনের আওতা বহির্ভূত রাখার দাবির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গার্মেন্টস লকডাউনের আওতা বহির্ভূত রাখার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেই, হলেও অবস্থা বুঝে পরে হতে পারে।
দেশের করোনা পরিস্থিতি
গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৬৯৭ জনের।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮, ৬৮৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ৩২.১৯ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৪ শতাংশ।
দেশে সুস্থ হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন এবং সুস্থতার হার ৮৫.০৪ শতাংশ।
পড়ুন: ১৫ থেকে ২২ জুলাই লকডাউন শিথিল, ঈদের পর ফের কঠোর
বিশ্বে করোনা আক্রান্ত ১৯ কোটি ১৯ লাখ ছাড়াল
৩ বছর আগে
সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে ‘কঠোর লকডাউন’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু। আর ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ শুরু হবে।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে করোনার টিকা তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘ব্যাংক সেক্টর ও বিভিন্ন সরকারি অফিসের বিলের জুন ক্লোজিংয়ের এই সময়ে সীমিত পরিসরে লকডাউন এবং ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হবে।’
এর আগে শুক্রবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানিয়েছিলেন, আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউন থাকবে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় শনাক্ত ২২.৫০ শতাংশ
দেশে করোনা পরিস্থিতি
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে একদিনে আরও ৭৭ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে।
আরও পড়ুন: শিগগরই মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
এছাড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে পৌঁছেছে।
৩ বছর আগে
সিনোফার্ম-ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৯ জুন থেকে সিনোফার্ম এবং ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও প্রথম ডোজ শুরু হচ্ছে।’
সোমবার (১৪ জুন) বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
জাহিদ মালেক বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।’
তিনি বলেন, হাসপাতালের ছবি দেখিয়ে করোনা নিয়ন্ত্রণ হবে না।
এসময় করোনার উৎপত্তিস্থলের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান জানান তিনি।
চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।
আরও পড়ুন: কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতি
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ১৭২ জনে দাঁড়াল।
আরও পড়ুন: কোভিড-১৯: প্রতি মাসে ২৫ লাখ লোককে টিকা দেবে সরকার
এছাড়া ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনে পৌঁছেছে।
৩ বছর আগে
লকডাউন ২৩ মে পর্যন্ত বাড়ল, প্রজ্ঞাপন জারি
করোনা সংক্রমণ রোধে দুটি নতুন নির্দেশনা দিয়ে চলমান লকডাউন আরেকদফা বাড়িয়ে ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে ৫ মে সরকার দেশব্যাপী লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়িয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজস্ব আদায়ের সাথে সম্পর্কিত সব অফিস এবং এজেন্সিগুলোকে জরুরি সেবা সরবরাহকারী হিসেবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ২২ লাখ ছাড়াল
এছাড়া খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে।
চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, এরপর আবাও বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
দেশে করোনা পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ১৪৯ জনে দাঁড়াল।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮০ হাজার ১৬৯ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: আরেকদফা বাড়ছে লকডাউন, প্রজ্ঞাপন রবিবার
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার ২৪ ঘণ্টায় ২২ জন মারা যায় এবং ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৬.৬৯ শতাংশ।
৩ বছর আগে
করোনা: ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন সোয়া দুই লাখেরও বেশি মানুষ
দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার টিকা নিয়েছেন দুই লাখ ২৫ হাজার ২৮০ জন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং নারী ৮৫ হাজার ৫০০ জন।
৩ বছর আগে
করোনা: ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ
দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার টিকা নিয়েছেন দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৬ জন এবং নারী ৯৭ হাজার নয়জন।
৩ বছর আগে
করোনা: ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন সোয়া দুই লাখেরও বেশি মানুষ
দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন এবং নারী ৭১ হাজার ৫৫২ জন।
৩ বছর আগে