কলকাতা নাইট রাইডার্স
বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
বলিউড সুপারস্টার শাহরুখ খান শনিবার বলিউডে তার ৩০ বছর পূর্তি উপলক্ষে আসন্ন বিগ-বাজেটের সিনেমা পাঠানের নতুন লুক প্রকাশ করেছেন।
শাহরুখ তার সোশ্যাল মিডিয়া প্লার্টর্ফমে লিখেছেন, ৩০ বছর,অনেক বেশি সময় মনে হচ্ছে না। কারণ আপনাদের ভালবাসা ও হাসিমুখ অনন্ত-অসীম। এখন পাঠানের সঙ্গে সেই পথে আরও এগিয়ে যেতে হবে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি পাঠানের সঙ্গে থাকুন। এটি হিন্দি, তামিল ও তেলেগুতেও মুক্তি পাচ্ছে।
বলিউডের সবচেয়ে প্রতিভাবান তারকা হিসেবে বিবেচিত ও ‘কিং খান’ নামে পরিচিত এই অভিনেতা ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তার সম্পদের মূল্য প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: মানবাধিকার প্রেক্ষাপটে প্রশংসিত ‘জানা গানা মানা’
১৯৯৫ সালের রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে অভিনয় করার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ব্লকবাস্টার সিনেমা।
তার অন্যান্য ব্লকবাস্টার সিনেমার মধ্যে রয়েছে ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) ও ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮)। তবে ২০০২ সালে ‘দেবদাস’- ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্যও ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি।
৫৫ বছর বয়সী এই অভিনেতা প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
২ বছর আগে
আইপিএল ২০২২: দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ, প্রথমদিনে অবিক্রিত সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ভারতীয় রুপি এবং তাকে তার ভিত্তিমূল্যেই কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: বিপিএল: মাঠেই ধূমপান করলেন আফগানিস্তানের শাহজাদ
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ সালে অভিষেকের পর বাংলাদেশি এই পেসার এখন পর্যন্ত আইপিএলে ৩৮টি ম্যাচ খেলেছেন। সে বছর সানরাইজার্স চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
মোস্তাফিজের সাবেক হায়দ্রাবাদ সতীর্থ ডেভিড ওয়ার্নারও এবার থাকছেন দিল্লিতে। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
অন্যদিকে আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা সাকিব এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন। আইপিএলে ৭১টি ম্যাচ খেলে ৬৩ উইকেট ও ৭৯৩ রান করেছেন সাকিব।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ
২ বছর আগে
আইপিএল খেলতে দুবাই গেলেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন।
রবিবার রাতে মুস্তাফিজের দুবাই যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তাকে একদিন অপেক্ষা করতে হয়।
বায়োবাবলের মধ্যেও কয়েকজন খেলোয়াড় ও কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চলতি বছরের ৪ মে আইপিএল স্থগিত করা হয়। মুস্তাফিজুর রহমানের পাশাপাশি সাকিব আল হাসানও আইপিএলে অংশ নিচ্ছেন। স্থগিতের পর মুস্তাফিজ এবং সাকিব দুজনেই বিশেষ বিমানে দেশে ফিরেন।
এ বছরের আইপিএলে মুস্তাফিজুর এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন এবং ২০ রানে সেরা তিন উইকেটসহ মোট আটটি উইকেট শিকার করেছেন।
মুস্তাফিজুরের দল রাজস্থান রয়্যালস সাত ম্যাচে তিনটি জয় নিয়ে টুর্নামেন্টের পঞ্চম স্থানে রয়েছে। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
অপর বাংলাদেশি তারকা সাকিব এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তিনি এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুই উইকেট এবং ৩৮ রান করেছেন। কলকাতার শেষ চার ম্যাচে সাকিব খেলার সুযোগ পাননি। সাত ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে নাইট রাইডার্স।
আরও পড়ুন: পদ্মার পাড়ে নির্মিত হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম: প্রতিমন্ত্রী
টি--টোয়েন্টি বিশ্বকাপ দলে চাঁদপুরের শামীম, এলাকায় আনন্দের বন্যা
কোভিড-১৯: অবশেষে আইপিএল স্থগিত
৩ বছর আগে
কোভিড-১৯: অবশেষে আইপিএল স্থগিত
চারটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ও কর্মীরা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর অবশেষে মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এবং টুর্নামেন্টের কর্মকর্তারা ‘তাত্ক্ষণিকভাবে আইপিএল ২০২১ মৌসুম পিছিয়ে দেয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন।’
বিসিসিআই জানায়, ‘বিসিসিআই খেলোয়াড়, সমর্থক এবং আইপিএল আয়োজনে জড়িত অন্যান্য অংশগ্রহণকারীদের নিরাপত্তায় কোনো আপস করতে চায় না।’
‘এটা কঠিন সময়, বিশেষ করে ভারতে। যদিও আমরা কিছুটা ইতিবাচক এবং উত্সাহ আনার চেষ্টা করেছি, তবে এটি এখনই জরুরি যে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে এবং প্রত্যেকেই এই কঠিন সময়ে তাদের পরিবার ও প্রিয়জনদের কাছে ফিরে যাবে,’ বিবৃতিতে বলা হয়।
আরও পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত
এর আগে করোনার কারণে সোমবারের কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের মধ্যকার নির্ধারিত ম্যাচটি পেছানো হয়েছিল।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের দুই কর্মী, সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
৯ এপ্রিল থেকে প্রতি সন্ধ্যায় দর্শক ছাড়াই আইপিএলের খেলা চলছে। যদিও ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিসিসিআই বলছে, ‘আইপিএল ২০২১-এ অংশ নেয়া সবাইকে নিরাপদে পৌঁছে দিতে তাদের ক্ষমতার মধ্যে সব করা হবে।’
এদিকে, ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। বর্তমানে দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জনে।
দেশটিতে নতুন করে ৩ হাজার ৪৪৯ জন করোনা রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৪০৮ জনে। খবর এনডিটিভির।
ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩ জন এবং এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৯২ জন।
আরও পড়ুন:ভারতে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল
প্রতিবেশী এই দেশটিতে করোনারে সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে শনিবার (১ মে) থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
৩ বছর আগে
কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত
আইপিএলের শুরু থেকে করোনার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ফলে সোমবারের কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের মধ্যকার নির্ধারিত ম্যাচটি পেছানো হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গত চার দিনে আইপিএল কর্তৃপক্ষ এ দুই খেলোয়াড়ের ৪টি পরীক্ষা করিয়েছেন যার মধ্যে শেষ পরীক্ষায় বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন:করোনায় ১৭২০ ক্রিকেটারের পাশে বিসিবি
বর্তমানে এ দুজন খেলোয়াড়কে আইসোলেশনে রাখা হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বাকি খেলোয়াড়দের কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম ইকবাল
এ ব্যাপারে ভবিষ্যৎ কোনো স্বাস্থ্য জটিলতা এড়ানোর জন্য আইপিএল মেডিকেল কর্তৃপক্ষ নিবিড় এবং নিত্য পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। আইপিএলে করোনা শনাক্তের ঘটনা এই প্রথম।
আরও পড়ুন: ক্যান্ডি টেস্ট: টাইগারদের রথে শিথিলতা এনে দিল অভিষিক্ত জয়াবিক্রম
করোনা মহামারিতে দেশগুলোর মধ্যে বেশি খারাপ অবস্থানে রয়েছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।
৩ বছর আগে
শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা
২১ সদস্যের বাংলাদেশ টেস্ট স্কোয়াড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে রওনা হয়।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট খেলার জন্য পূর্বেই ২১ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের দলের তিন তারকা - বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন না এই সফরে।
আরও পড়ুন: করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন অধিকাংশ ক্রিকেটার
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে এই সফরে থাকছেন না।
দেশ ত্যাগের পূর্বে রবিবার সন্ধ্যায় সফরকারী দলের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, শ্রীলঙ্কাকে হারানোর সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলের আছে। এছাড়া, শ্রীলঙ্কা-বাংলাদেশের উইকেট এবং আবহাওয়ার মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকাকেও জয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন সুজন।
আরও পড়ুন:শ্রীলঙ্কা সফর: নতুন ৩ মুখ নিয়ে প্রাথমিক টেস্ট দল ঘোষণা
সুজনের কথায় তাল মিলিয়েই টেস্ট দলের ক্যাপ্টেন মুমিনুল হক রবিবার জানান, সাকিব এবং মুস্তাফিজকে ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দুটি জেতার আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের। মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি পর্ব শেষ করে এভাবেই নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান দেন টেস্ট অধিনায়ক।
সোমবার বিকালেই শ্রীলঙ্কা পৌঁছাবার পর বাংলাদেশ দলকে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকার জন্য নিয়ে যাওয়া হবে নেগেম্বোতে। বুধবার (১৪ এপ্রিল) টাইগারদের কোয়ারেন্টাইন শেষে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৭ এবং ১৮ এপ্রিল নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের পরেই ঘোষণা করা হবে মূল টেস্ট দল।
আরও পড়ুন:সাকিব-মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
২১ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
আসন্ন টেস্ট দুটিতে অভিষেক হতে যাওয়া তিনজন পেসার হলেন- শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।
৩ বছর আগে
আইপিএলের জন্য শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন না সাকিব
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষে সম্প্রতি প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
৩ বছর আগে
আইপিএল: সাকিবকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, জিতল কেকেআর, মুস্তাফিজ রাজস্থানে
এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা সাত মৌসুম বলিউড কিং শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন। কেকেআর ছেড়ে দিলে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। পরের দুই মৌসুম হায়দরাবাদের হয়ে খেলেন। সবশেষ মৌসুম আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি।
৩ বছর আগে