নুরুল হক নুর
রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর
রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: এমপি আনার হত্যা: গ্রেপ্তার ৩ আসামি ৮ দিনের রিমান্ডে
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
নুরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২১ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
আরও পড়ুন: এমপি আনার হত্যা: দুই আসামি ৬ দিনের রিমান্ডে
বারিধারায় কনস্টেবল হত্যা: সাত দিনের রিমান্ডে কাওসার
৪ মাস আগে
রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা গণ অধিকার পরিষদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একাংশ।
নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে দলের সভাপতি নুরুল হক নুর এ ঘোষণা দেন।
তিনি বলেন, রবিবার সকাল ৬টায় শাটডাউন শুরু হবে এবং মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।
নূর বলেন, ‘অবৈধ নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ শুরু হয়েছে। এই সরকারকে আর কোনোভাবে সাজানো নির্বাচন করতে দেওয়া হবে না।’
দেশের অস্তিত্ব ও ভোটাধিকার রক্ষায় ৪৮ ঘণ্টার হরতাল পালনের জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে, বুধবার বাংলাদেশ লেবার পার্টি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে রবিবার ও সোমবার (১৯-২০ নভেম্বর) দেশব্যাপী হরতালের ডাক দেয়।
অন্যদিকে, নির্বাচনের তফসিলের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল এবং গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করে।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
১ বছর আগে
গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাশেদ খান।
সোমবার (১০ জুলাই) রাতে ভোট গণনা শেষে নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে নুরুল হক নুর গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং রাশেদ খান ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।
পুরানা পল্টনে প্রতীম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এ সময়, ভোটে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: এফবিসিসিআই নির্বাচন ২০২৩-২৫: পরবর্তী সভাপতি প্রার্থী হিসেবে মাহবুবুল আলমের নাম ঘোষণা করলেন সাবেক সভাপতিরা
সভাপতি পদে নুরুল হক নুর ছাড়াও ছিলেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব।
সাধারণ সম্পাদক প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেনে মো. রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৬ জন। এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। অন্যরা জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।
উচ্চতর পরিষদে আটটি পদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন প্রার্থী।
উচ্চতর পদে বিজয়ী প্রার্থীরা হলেন, ‘আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, নূরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।
আরও পড়ুন: বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক
১ বছর আগে
নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার হুমকি রেজা কিবরিয়ার
গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণের ‘বেআইনি’ পদক্ষেপের জন্য নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ড. রেজা কিবরিয়া।
রবিবার গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. রেজা বলেন, তার নেতৃত্বেই গণঅধিকার পরিষদ পরিচালিত হবে।
তিনি বলেন, ‘তিনি (নূর) আমাকে অপসারণ করতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে আইনত ভোট না নিয়েই সিদ্ধান্ত নিয়েছেন।’
ড. রেজা বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বা সভাপতিকে ক্ষমতাচ্যুত করতে দুই-তৃতীয়াংশ ভোট (৮১ ভোট) প্রয়োজন। ‘এটা ঘটেনি।’
এছাড়া নুর ও তার সহযোগীরা কমিটির কয়েকজন সদস্যের স্বাক্ষর জাল করেছেন বলেও দাবি করেন তিনি।
রেজা সতর্ক করে বলেন, ‘যারা স্বাক্ষর করেননি সেখানে আপনারা তাদেরও স্বাক্ষর দেখতে পাবেন। এটি একটি গুরুতর বিষয়। সেজন্য আমরা নুরুল হক, রাশেদ খান ও শাকিল উজ্জামানের বিরুদ্ধে স্বাক্ষর জাল এবং অনিয়মের মাধ্যমে ভোট নেওয়ার জন্য মামলা করব।’
আরও পড়ুন: রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ
তিনি বলেন, তাকে অপসারণের জন্য ভোটের সময় মাত্র ৩৬ জন কেন্দ্রীয় কমিটির সদস্য স্বাক্ষর করেছিলেন।
রেজা বলেন, ‘আহ্বায়ককে অপসারণ করতে কেন্দ্রীয় কমিটির ৮১টি ভোটের প্রয়োজন থাকলেও বাকিরা স্বাক্ষর করেননি। তাই তারা আমাকে অপসারণ করতে পারেনি।’
তিনি বলেন, তিনি দলের আহ্বায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন।
রেজা আরও বলেন ‘একজন ব্যক্তির জন্য তাদের দল এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমি মনে করি আমরা সমস্যাটি কাটিয়ে উঠতে পারব, কারণ আমাদের দলকে বাঁচানোর জন্য অনেক ভাল লোক রয়েছে।’
এর আগে শনিবার নুরের নেতৃত্বাধীন দল গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে তার পদ থেকে সরিয়ে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে নিয়োগ দেয়।
দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য রেজাকে অপসারণের প্রস্তাবে সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেজা কিবরিয়া অবশ্য বৈঠকে উপস্থিত ছিলেন না।
২০২১ সালের ২৬শে অক্টোবর গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের মূলমন্ত্র নিয়ে রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং ডাকসু’র সাবেক সহ-সভাপতি নুরুল হক নুরকে সদস্য সচিব করে বাংলাদেশ গণঅধিকার পরিষদ যাত্রা করে।
আরও পড়ুন: নুর ইসরায়েলের মোসাদের সঙ্গে ৩ বার সাক্ষাৎ করেছেন: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
৭ কর্মদিবসে সাবেক ভিপি নুরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজিরের নির্দেশ
১ বছর আগে
অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের দ্বারপ্রান্তে গণ অধিকার পরিষদ
বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের প্রায় ২০ মাস পর দলটিতে বিভক্তি দেখা দিয়েছে। শীর্ষ নেতৃত্বে ক্রমবর্ধমান দ্বন্দ্বে নুরুল হক নুর দলের আহ্বায়ক পদ থেকে রেজা কিবরিয়াকে সরিয়ে দিয়েছে।
কিবরিয়ার জায়গায় রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে দলের সদস্য সচিব সাবেক ডাকসু সহ-সভাপতি নুরের অনুসারীরা।
এর জবাবে নুর ও রাশেদকে দল থেকে বহিষ্কার করেন কিবরিয়া।
দলের দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুর ও তার সমর্থকরা সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে যুগ্ম আহ্বায়ক রাশেদকে দলের আহ্বায়ক পদে মনোনীত করেন।
আরও পড়ুন: ভারতের প্রেসক্রিপশনে কিছু 'নিরপরাধ' জামায়াত নেতাকে ফাঁসি দিয়েছে সরকার: নূর
বৈঠকে রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়ের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিতে সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে আহ্বায়ক মনোনীত করা হয়।’
সম্প্রতি রেজা ও নুর দুজনেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একে অপরের বিরুদ্ধে আর্থিক ও সাংগঠনিক বিষয়ে 'স্বচ্ছতার অভাব ও মিথ্যাচারের' অভিযোগ এনে পোস্ট দেওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভেদ দেখা দেয়।
কম্বোডিয়ায় অবস্থানরত রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলের অর্থায়ন এবং মোসাদের সদস্য মেন্দি এন সাফাদিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নুরের বৈঠক নিয়ে প্রশ্ন তোলায় তাদের দলে এই সমস্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, নুর ও রাশেদের আয়ের উৎস দৃশ্যমান নয় এবং তিনি মনে করেন তারা চাঁদাবাজির ওপর ভিত্তি করে জীবনযাপন করছেন।
তিনি বলেন, ‘নুর অহংকার করে নিজেকে দলের প্রবাসী অধিকার পরিষদের প্রধান ঘোষণা করেন এবং দলের জন্য তহবিল সংগ্রহের জন্য কাতারসহ বিভিন্ন দেশ সফর করেন। তবে তিনি কত টাকা সংগ্রহ করেছেন তা প্রকাশ করেননি।’
রেজা বলেন, গত রবিবার গুলশানে দলের এক জরুরি বৈঠকে তিনি আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের কারণ সম্পর্কে নুরের কাছে ব্যাখ্যা চেয়েছেন। পরে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিলে তিনি সভা মুলতবি করতে বাধ্য হন।
সভা শেষে তিনি বলেন, নুর ও তার সমর্থকরা দল ভাঙার চেষ্টা করছেন।
আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সিলেটে ভিপি নুরের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল
রেজা বলেন, সিনিয়রসহ দলের ৭৫ শতাংশ নেতাকর্মী তার সঙ্গে আছেন।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে নুর ও রাশেদকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব শিগগিরই আবার বৈঠকে বসব এবং আমাদের দলের নতুন সদস্য সচিবের নাম ঘোষণা করব।’
তবে নুর বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
তিনি অভিযোগ করেন, রেজা তার নিজের অপকর্ম, দলবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ আড়াল করতেই এসব অভিযোগ এনেছেন।
গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার স্লোগান নিয়ে রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সদস্য সচিব করে ২০২১ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ গণঅধিকার পরিষদ গঠিত হয়।
আরও পড়ুন: ৭ কর্মদিবসে সাবেক ভিপি নুরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজিরের নির্দেশ
১ বছর আগে
নুরের বিরুদ্ধে রাজশাহীতেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, মামলার নথিপত্র তারা ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা করছেন।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে মামলা
অভিযোগ দাখিলের পর বাদী তৌরিদ আল মাসুদ রনি বলেন, ‘সাবেক ভিপি নুর তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি বর্তমান সরকার ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও মানহানিকর মন্তব্যও করছেন।’
‘এছাড়াও তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাঁদাবাজ আখ্যায়িত করাসহ বিভিন্ন অশোভন মন্তব্য করেছেন। তার এ সব মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।’
৩ বছর আগে
ধর্ষণ মামলায় নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণ মামলায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
৪ বছর আগে
নুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ছাত্র অধিকার পরিষদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের বিরুদ্ধে মঙ্গলবার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা।
৪ বছর আগে
ডাকসু ভিপি নুর বেসরকারি হাসপাতালে ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
৪ বছর আগে
ডাকসু ভিপি নুরের নিরাপত্তা চেয়ে লিগ্যাল নোটিশ
ডাকসু ভিপি নুরুল হক নুরের জীবনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও এর প্রক্টরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
৪ বছর আগে