দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একাংশ।
নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে দলের সভাপতি নুরুল হক নুর এ ঘোষণা দেন।
তিনি বলেন, রবিবার সকাল ৬টায় শাটডাউন শুরু হবে এবং মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।
নূর বলেন, ‘অবৈধ নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ শুরু হয়েছে। এই সরকারকে আর কোনোভাবে সাজানো নির্বাচন করতে দেওয়া হবে না।’
দেশের অস্তিত্ব ও ভোটাধিকার রক্ষায় ৪৮ ঘণ্টার হরতাল পালনের জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে, বুধবার বাংলাদেশ লেবার পার্টি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে রবিবার ও সোমবার (১৯-২০ নভেম্বর) দেশব্যাপী হরতালের ডাক দেয়।
অন্যদিকে, নির্বাচনের তফসিলের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল এবং গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করে।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।