আড়াইহাজার
আড়াইহাজারে ট্রাকচাপায় বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় ফারুক (৩০) নামে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। আড়াইহাজার উপজেলা পৌরসভার বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক তার বাড়ি থেকে রাস্তার পাশে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ করে চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সঙ্গে চাপা দেয়। এতে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রাকচাপায় আম ব্যবসায়ী নিহত
এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ১ জন নিহত, ৬টি গরুর মৃত্যু
৭ মাস আগে
আড়াইহাজারে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ
আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলনাহার নামে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও দেবরের বিরুদ্ধে।
শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঈদের দিনে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা
গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।
গোপালদী ফাড়ির ইনসপেক্টর (আইসিটি) আতাউর বলেন, মুরগি রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপনের সঙ্গে ঝগড়া হয় গৃহবধূর। এ সময় মারধর করলে গোলনাহার গুরুতর আহত হন। স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় বাড়ি ফেরার পথেই স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ফেনীতে চুরির দায়ে মাকে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ
৭ মাস আগে
আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার সিংহদী গ্রামে সাপের কামড়ে তামিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বাড়ির পাশের ডোবার সামনে খেলতে গেলে তাকে সাপে কামড়ায়।
আরও পড়ুন: নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
নিহত তামিম একই গ্রামের দাউদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামে বাড়ির পাশের ডোবার সামনে খেলতে গেলে পাশের গোয়াল ঘর থেকে একটি সাপ এসে তাকে কামড়ায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ
চুয়াডাঙ্গায় সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের
৮ মাস আগে
আড়াইহাজারের ভোটকেন্দ্রে সংঘর্ষ, ভোট গ্রহণ স্থগিত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫৬ নম্বর রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
রবিবার ভোটকেন্দ্রে নৌকা ও লাঙল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেখানে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: নাটোরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশ-আ. লীগের সংঘর্ষে ৭ জন আহত
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন নির্বাচন করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ
জানা যায়, দুপুরে লোটন কেন্দ্রে গেলে সেখানে নৌকার সমর্থকরা কেন্দ্রে জড়ো হয়ে স্লোগান দেয়। এসময় লাঙল সমর্থকরাও স্লোগান শুরু করলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লোটন জানান, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সিল মারার সময় আমরা বাধা দিলে তারা হামলা করে। পরে কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ভোটদানে বাধা, পুলিশ-বিএনপির সংঘর্ষ
১১ মাস আগে
নারায়ণগঞ্জে চার খুন: ২৩ ফাঁসির আসামির ব্যাপারে হাইকোর্টের রায় ৪ এপ্রিল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০০২ সালে সংঘটিত চাঞ্চল্যকর চার খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২৩ আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৪ এপ্রিল রায় দেবেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক খান ফরিদ।
এর আগে ২০১৭ সালের ৪ মে চাঞ্চল্যকর এই চার খুন মামলায় ২৩ আসামির ফাঁসির রায় দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আবুল বাশার কাশু, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আবু কালাম, আহাদ আলী, ইউনুছ আলী, জহির উদ্দিন, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই, খোকন, আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।
আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতির নিয়োগ চ্যালেঞ্জের রিট শুনতে বিব্রত হাইকোর্ট
রায় ঘোষণার দিন মে এ মামলার প্রধান আসামি আবুল বাশার কাশুসহ ১৯ জনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
বাকি চার পলাতক আসামি হলেন-আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।
নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামিরা খালাস চেয়ে আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিলের ওপর সোমবার শুনানি শেষ হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১২ মার্চ বিলুপ্ত সদাসদি ইউনিয়নের (বর্তমান গোপালদী পৌরসভা) তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশুর নির্দেশে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই আ. বারেক, তার ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগ কর্মী ফারুক ও কবির হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহত আ. বারেকের বাবা আজগর আলী মেম্বার বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ২১ জনকে সাক্ষী এবং ২৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়। পরে বিচার শেষে ২০১৭ সালের ৪ মে রায় দেন নিম্ন আদালত।
চার খুনের মামলার প্রধান আসামি সদাসদি ইউনিয়নের (বর্তমান গোপালদী পৌরসভা) তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশুসহ মোট ১৯ জন কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: ই-অরেঞ্জ থেকে রাজস্ব আদায় না করায় হাইকোর্টের উষ্মা প্রকাশ
ওসি প্রদীপের স্ত্রী চুমকিকে দুদকের মামলায় জামিন দেননি হাইকোর্ট
১ বছর আগে
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে দশজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালমদী এলাকায় বাতেন ও মোসলেম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মোসলেম বলেন, ‘শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডভুক্ত মালিক হয়েছেন। ওই জমিটি বাতেন গং জোর করে দখলে রেখেছেন। শুক্রবার জমিতে চারা গাছ রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অর্তর্কিত হামলা চালায়। এসময় তারা শাবল ও লাঠিসোটা দিয়ে এলোপাতারি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ পাঁচ ছয়জন আহত হয়েছেন।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
অন্যদিকে আহত বাতেন বলেন, ‘জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমার ভোগদখলে রয়েছে। হঠাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। বাধা দিলে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধড়ক মারধর করে। এতে অন্তত ছয়-সাতজন গুরুতর আহত হয়েছেন।’
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত ছয়জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ: নারায়ণগঞ্জে ৭১ জনের নাম উল্লেখ করে মামলা
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১
১ বছর আগে
আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ রূপগঞ্জের নাইম মিয়ার ছেলে ও আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহর থেকে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় নরসিংদী থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
২ বছর আগে
আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে তালহা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে।
তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে।
পড়ুন: যশোরে যুবককে গলা কেটে হত্যা
রাজধানীতে পাঠাও চালককে গলা কেটে হত্যা
২ বছর আগে
ঢাকা-আড়াইহাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ব্রাহ্মন্দি এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নরসিংদী সদরের শিলমান্দী এলাকার লাদেন (১৮) ও পুলিশ লাইন সংলগ্ন প্রতাপ এলাকার রিয়াদ (২০)। তারা দুইজন বন্ধু ছিলেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, বিকেলে দুই বন্ধু নরসিংদি থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকাল ৫টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের ব্রাহ্মন্দি এলাকায় গিয়ে তারা সাদা রঙের একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন। এসময় প্রাইভেটকারটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে দুই যুবক প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে বাগেরহাটে নিহত ৩
ওসি জানান, এঘটনায় প্রাইভেটকার ও চালক মঞ্জুকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য দুই যুবকের লাশ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২ বছর আগে
নারায়ণগঞ্জে আশ্রমে যাওয়ার পথে ২ বোনের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মোটরসাইকেল উল্টে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার লেঙ্গুরদী এলাকায় বদরুন্নেসা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বৃষ্টি বর্ধণ (৪) ও তার চাচাতো বোন ইচ্ছে বর্ধণ (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের জুয়েলারি দোকানের মালিক সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধন ও বড় ভাইয়ের মেয়ে ইচ্ছে বর্ধনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে সোনারগাঁও উপজেলার বারদি এলাকায় লোকনাথ ব্রক্ষ্রচারি আশ্রমে ধর্মীয় উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। তারা লেঙ্গুরদী এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলটি উল্টে যায় এবং চারজনই গুরুতর আহত হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেক নারীর মৃত্যু
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু বৃষ্টি বর্ধনকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে ইচ্ছে বর্ধণ মারা যায়। আহত সুমন বর্ধন ও তার বাবা কার্তিক বর্ধনকে সেখানে ভর্তি করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু
২ বছর আগে