নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মোটরসাইকেল উল্টে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার লেঙ্গুরদী এলাকায় বদরুন্নেসা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বৃষ্টি বর্ধণ (৪) ও তার চাচাতো বোন ইচ্ছে বর্ধণ (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের জুয়েলারি দোকানের মালিক সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধন ও বড় ভাইয়ের মেয়ে ইচ্ছে বর্ধনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে সোনারগাঁও উপজেলার বারদি এলাকায় লোকনাথ ব্রক্ষ্রচারি আশ্রমে ধর্মীয় উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। তারা লেঙ্গুরদী এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলটি উল্টে যায় এবং চারজনই গুরুতর আহত হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেক নারীর মৃত্যু
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু বৃষ্টি বর্ধনকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে ইচ্ছে বর্ধণ মারা যায়। আহত সুমন বর্ধন ও তার বাবা কার্তিক বর্ধনকে সেখানে ভর্তি করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু