কুপিয়ে হত্যা
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মুসলিম উদ্দিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নিহতের শ্বশুর আইয়ুব আলী মেম্বার বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন মুসলিম। দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
২২ দিন আগে
নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
নিহত যুবক আকরাম শেখ (৩৬) চর শুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনসার জমাদ্দার গ্রুপের সঙ্গে হেকমত শেখ গ্রুপের ঝামেলা চলছিল।
তারা বলেন, বুধবার সন্ধ্যায় আকরাম স্থানীয় তফসিরের চায়ের দোকানে চা খেতে গেলে পিছন থেকে আনসার জমাদার গ্রুপের ১৫-২০ জন তার ওপর আতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে।
আরও পড়ুন: বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে স্থানীয়দের আগুন
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে নড়াগাতি থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নিহত হয়েছেন। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
৫১ দিন আগে
মেহেরপুরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ে বিরুদ্ধে বোন তসলিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল গ্রামের গোরস্থানের পাশের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নিহত তসলিমা খাতুন (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বাগানপাড়া এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। তিনি তার বাবার বাড়ি চাঁদবীলে বসবাস করতেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
তসলিমার স্বামী আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, পিতা-মাতার সম্পত্তির ১২ বিঘা জমির মধ্যে সাড়ে ১০ কাঠা জমি মুখে মুখে দিলেও রেজিস্ট্রি করে দেইনি। বাকি জমির ভাগ চাওয়ায় তসলিমার ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক, কান্টু হোসেন মিলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
প্রতিবেশী আলেয়া খাতুন জানান, তসলিমা খাতুনের স্বামীর বাড়ি চুয়াডাঙ্গায় হলেও ৩ থেকে ৪ বছর আগে তারা বাবা মৃত বরকত আলীর জমিতে চাঁদবীলে গ্রামের বাড়িতে চলে আসেন। এখানেই বসবাস করছিলেন তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মেচিত হবে। তসলিমা খাতুনের লাশ উদ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই পালিয়েছেন বলে জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
১২৮ দিন আগে
গোপালগঞ্জে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কুদ্দুস সেখ নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস সেখ (৬৫) পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। তিনি কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রং মিস্ত্রি কুদ্দুস সেখ। এ সময় তাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে এলাকাবাসী এবং পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিলেন। এ ঘটনায় তার জামাতা তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক মনজুরুল কবির জানান, ভোরে কুদ্দুস সেখ নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে কোপের আঘাত ছিল। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
১৭৯ দিন আগে
চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিলা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার পর রেললাইনে ফেলে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মুন্সিগঞ্জ রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
নিহত শিলা খাতুন (২২) উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুবল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নরসিংদীতে ১৬ মামলার আসামি লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা
পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, ‘রাতে শিলা খাতুনের শশুর বাড়িতে কোনো বিষয়ে নিয়ে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। এরপর ভোর ৫টার পর থেকে শিলা খাতুনকে পাওয়া যাচ্ছিল না। সকালে রেললাইনের ওপর লাশ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রাখা হয়।
এসআই জানান, ঘটনাস্থল রেল পুলিশের অধীনে হাইওয়ে রেলওয়ের পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা
১৯৪ দিন আগে
নরসিংদীতে ১৬ মামলার আসামি লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে ১৬ মামলার আসামি লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, মা-বাবা জখম
লিজন নরসিংদী শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, শহরের বাসাইল এলাকায় দুর্বৃত্তরা লিজনকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবির আরিফ মৃত ঘোষণা করেন।
এসময় মাহমুদুল কবির আরিফ বলেন, লিজন মোল্লা নামে একজনকে দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা
পাবনায় ছাগলের কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
২৪৩ দিন আগে
পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, মা-বাবা জখম
ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে মাহফুজুর রহমান নামে এক যুববকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার মা ও বাবাকে কুপিয়ে জখম করা হয়।
এই ঘটনায় নিহতের নানি আলেয়া বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় শনিবার (১ জুন) রাতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যার তদন্তে নেপাল যাচ্ছেন ডিবি প্রধান
এই মামলায় অন্যরা হচ্ছেন প্রত্যক্ষ হামলাকারী মৃত আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার, সাদ্দাম হাওলাদার, পারুল বেগম ও তার স্বামী মোস্তফা হাওলাদার।
এ ঘটনায় মোস্তফা হাওলাদার নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানায়, কবির, মনির ও সাদ্দামদের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল মাহফুজুর রহমানদের। এই বিরোধের জেরে বসতঘরে ঢুকে মাহফুজুরসহ তার মা ও বাবাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মাহফুজুর রহমান মারা যান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: বগুড়ায় হোটেলে নিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে সেনাসদস্য আটক
পাবনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক
৩৩৪ দিন আগে
ময়মনসিংহে প্রকাশ্যে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রকাশ্য হারুনুর অর রশিদ হারুন (৪৮) নামে এক হোমিও চিকিৎসক কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী রুবেল মিয়া নামে একজনকে আটক করেছে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
নিহত মো. হারুনুর রশিদ উপজেলার পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি গয়েশপুর বাজারের একজন হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানায়, ডা. হারুনুর রশিদ হারুন শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে বসে চা পান করছিলেন। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই স্থানীয় এক যুবক রুবেল মিয়া তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী রুবেল মিয়ার বাড়ি ঘেরাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করে।
আরও পড়ুন: রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ঢালী জানান, কী কারণে এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমার জানা নেই।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো এ হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
তিনি আরও জানান, ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। ঘাতক রুবেলকে আটক করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি জানান, অভিযুক্ত রুবেল স্থানীয় শাহাব উদ্দিন ডাক্তারের ছেলে।
আরও পড়ুন: রংপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
৪৭৩ দিন আগে
রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবার রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: রংপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
এ ঘটনায় হারুন (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান। পথে তার উপর অতর্কিত হামলা চালিয়ে হাতে থাকা দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করেন হারুন। পরে এলাকাবাসী চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পায়রাবন্দ বাজারসহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘাতক হারুনকে দাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হারুনকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সেজন্য পায়রাবন্দ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
রাজশাহীতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
৫৪৩ দিন আগে
চাঁপাইনবাবঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা!
চাঁপাইনবাবগঞ্জ সদরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (৪৫) একই গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম রাতে সুন্দরপুর ইউনিয়নের ইংলিশ মোড় বাজার থেকে বাইসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছাকাছি আসলে কয়েকজন দুর্বৃত্ত একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে মনিরুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
আরও পড়ুন: মাগুরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
৭৫৪ দিন আগে