চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মুসলিম উদ্দিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নিহতের শ্বশুর আইয়ুব আলী মেম্বার বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন মুসলিম। দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’