অর্থনীতি বিভাগ
শাবিপ্রবির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমদ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হলেন অধ্যাপক জহীর উদ্দিন আহমদ। অর্থনীতি বিভাগের ১৯তম বিভাগীয় প্রধান হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’এর অর্থনীতি বিভাগের গবেষণা কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ার্দার এবং নতুন বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক জহীর উদ্দিন আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবির শিক্ষার্থী আহতদায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের অর্থনীতি বিভাগের পরবর্তী চেয়ারম্যানকে অভিনন্দন জানাই। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকান্ড প্রশংসনীয়। আমাদের এইসব শিক্ষার্থীদের কোয়ালিটি গবেষণার মান অনেক ভালো। আশা রাখছি বিভাগীয় প্রধান হিসেবে নতুন বিভাগীয় প্রধান আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাবেন।নতুন বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, বিভাগীয় প্রধান পদটি আমার জন্য একটি নতুন সংযোজন। এই বিভাগটি আমার। বিভাগের সার্বিক কল্যাণের জন্যে আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকবো। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগীতা ও দোয়া চাই।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ভর্তি আবেদন রবিবার থেকে শুরুউল্লেখ্য, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৯৮ সালে শাবিপ্রবিতে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। শাবিপ্রবি ছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রায় দুইবছর শিক্ষকতা করেন।
অধ্যাপক জহীর উদ্দিন আহমদ শাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, দুইবারের শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। বর্তমানে শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্বেও কর্তব্যরত আছেন।
২ বছর আগে
বহিরাগতদের হয়রানির শিকার ইবির ৪ ছাত্রী
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের চার ছাত্রীকে বুধবার রাতে উত্ত্যক্ত করেছে বহিরাগতরা।
৩ বছর আগে