পিকআপের ধাক্কা
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপের ধাক্কায় এসআই নিহত
সিলেটে পিকআপের ধাক্কায় সিলেট অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই কাজী আতিকুর রহমানের (৩৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও সদস্য।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আতিকুর রহমান। এ সময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপটির চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।
২ মাস আগে
দিনাজপুরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত
দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় হোসেন আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী (৭০) বিরামপুরের টাটকপুরের মৃত ইছাহাক আলীর ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য সকাল সাড়ে ৬টার দিকে ঘাস কাটতে যাচ্ছিলেন হোসেন আলী। রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মিনি পিকআপটি। পরে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, লাশ উদ্ধারসহ এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। মিনি পিকআপটিকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছেন তারা।
৫ মাস আগে
পিরোজপুরে পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত
পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া দক্ষিণ সড়কের ইকরি গ্রামের সাহেববাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (বশেমুক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ঝুমাইয়া আক্তার (৩২) ও হাওয়া (৯)।
আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নারীসহ নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে চট্টগ্রামের একটি বাসের অপেক্ষায় সাহেববাড়িতে রাস্তার পাশে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন এবং বাকি চারজন আহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের বশেমুক হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৫ মাস আগে
নেত্রকোণায় বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
নেত্রকোণায় সিমেন্ট বোঝাই বিকল ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন গুরুতর আহত হন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল (৩৫) কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহত পিকআপচালক তারিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মা আহত
নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল মজিদ জানান, নেত্রকোণা-ময়ময়নসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া নামক স্থানে সিমেন্টবাহী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তা মেরামত করছিল। শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত ও চালক গুরুতর আহত হন।
তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহতদেরকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে আরেকজনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। গুরুতর আহত চালক তারিককে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে
বরিশালে পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর নামক স্থানে পিকআপের ধাক্কায় সিএনজি উল্টে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
৩ বছর আগে