সিলেটের গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোহাম্মদ আলী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ-বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলী (২২) উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নির্বাসী জনাব নজু আহমেদের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, মোহাম্মদ আলী রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার ঢাকা দক্ষিণ-বিয়ানীবাজার রোডের কালামিয়ার ডাউনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও চিকিৎসকের তথ্য অনুযায়ী রাস্তার পাশে থাকা কাটাতার গলায় ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।