হাত-পা বাঁধা
নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় ২০ থেকে ২২ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দপুর এলাকায় কাঠপট্টি সাবেক শান্তা ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এস আলম সুগার মিলের আগুন
স্থানীয় সূত্রে জানা গেছে, লাশটি কম্বল ও কাপড় দিয়ে মোড়ানো ছিল এবং দুইটি বস্তার ভেতরে ছিল। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ঘটনাস্থলে কাজ করছে পিবিআই ও সিআইডির টিম।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পিবিআই সিআইডি আলামত সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: আত্মসমর্পণ করে কারাগারে বিএনপির ৭ নেতা-কর্মী
৯ মাস আগে
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে রাজমিস্ত্রির হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসা থেকে রাজ্জাক নামে এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার পাগলার নুরবাগস্থ জয়নাল আবেদীনের মালিকানাধীন পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুল খাঁর ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার
নিহতের পুত্র আকাশ বলেন, পাঁচ মাস আগে আমার মা মারা গেছেন। ফলে বাবা আর আমি বাসায় থাকতাম। বাবা এক সময় রাজমিস্ত্রির কাজ করলেও বর্তমানে বাসাতেই থাকতেন। আমি ঢাকার নবাবপুরে একটি দোকানে কাজ করি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমি দোকান থেকে ফিরে দেখি ঘর তালাবদ্ধ। বাবা ঘরে নেই মনে করে খালার বাসায় গিয়ে রাতের খাবার খাই। সাড়ে ১২টার দিকে আবার ফিরে এসে তালাবদ্ধ দেখে এক বন্ধুর বাসায় গিয়ে রাতযাপন করি।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে তালাবদ্ধ দেখতে পাই। পরে বন্ধুকে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় বাবার লাশ পড়ে আছে। মাথায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করছি- বাবাকে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়েছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরও পড়ুন: রানীরবন্দরে কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে নদী থেকে মা ও দুই ছেলে হাত বাঁধা লাশ উদ্ধার
১ বছর আগে
ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের কলুপাড়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় সোমবার মাদরাসার এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে