নিহত ইসমাইল হোসেন সুজন (৩০) সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে এবং বড়বাড়ি দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত ছিলেন।
সকালে গোপালপুর গ্রামের শরিফুল ইসলামের ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ৪ বছর ধরে পরিবার নিয়ে তিনি সেখানে বসবাস করে আসছিলেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: নাটোরে নারীসহ ২ জনের লাশ উদ্ধার
মধুহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সকালে নিহত সুজনের মা রহিমা খাতুন তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: নিখোঁজের একমাস পর জাপা নেতার লাশ উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
নিহতের শ্যালক মেহেদি হাসান জানান, তার বোন তিনা খাতুন ৪ ফেব্রুয়ারি তাদের বাড়িতে গিয়েছেন। বাড়িতে সুজনের মা আর সুজন থাকতেন। সকালে সুজনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাদেরকে খবর দেয়া হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা