বোমা
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন রবিবার ভোরে ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) আহ্বায়ক গোলাম মাওলা শাহিনসহ বিএনপির ১৫ জনকে এবং অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে মামলা করেন।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ
মামলার এজাহারে বলা হয়, শনিবার পল্টন থানা পুলিশ দায়িত্ব পালনকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অতর্কিতভাবে প্রায় ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে ওই এলাকায় একটি ক্রুড বোমা বিস্ফোরিত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান এসআই শামীম।
আরও পড়ুন: আইজিপির কাছে ‘গায়েবী’ মামলার প্রতিকার চাইল বিএনপি
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাঁয়তারার অভিযোগ
ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
তুরস্কের ইস্তাম্বুল শহরের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এ হামলার দায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবারের বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষ্যে ৮১ জন ব্যক্তি আহত হয়েছেন। ইস্তিকলাল অ্যাভিনিউটি বেশ জনপ্রিয় একটি সড়ক; যেখানে নানা দোকান ও সারি সারি রেস্তোরাঁ রয়েছে। আর এই সড়কটির মাধ্যমে বিখ্যাত তাকসিম স্কয়ারে যাওয়া যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুকে উদ্ধৃত করে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, যে ব্যক্তি বোমাটি রেখেছিল কিছুক্ষণ আগে আমাদের ইস্তাম্বুল পুলিশ বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তিনি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানাননি তবে বলেছেন যে আরও ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বাংলাদেশ- তুরস্ক পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা
মন্ত্রী জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও এর সিরিয়ার সমর্থক পিওয়াইডি’র প্রতি ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন যে এই হামলার প্রতিশোধ নেয়া হবে।
সোয়লু বলেন, ‘ইস্তিকলাল এভিনিউতে যারা এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে, তাদের অনেক বেশি কষ্ট দেয়া হবে।’
সোয়লু মার্কিন যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেন।
তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করেন।
সোয়লু বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন জরুরি চিকিৎসা নিচ্ছিলেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৮১
ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুলে পৌঁছেছে
ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৮১
তুরস্কের ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে একটি বোমা হামলায় ছয়জন নিহত এবং কমপক্ষে ৮১ জন মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার মধ্য ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে এ হতাহতের ঘটনা ঘটে।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি বিকট বিস্ফোরণ শোনা যায় এবং একটি আলোর ঝলকানি দেখা যায়; তখন পথচারীরা ঘুরে দাঁড়ায় এবং পালিয়ে যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই বিস্ফোরণকে ‘বিশ্বাসঘাতকদের হামলা’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন এই হামলাকারীদের শাস্তি দেয়া হবে।
বিস্তারিত কিছু না বললেও এই হামলা সম্পর্কে এরদোয়ান বলেছেন এতে ‘সন্ত্রাসের গন্ধ’ ছিল।
তিনি আরও বলেছেন, ওই এলাকার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত চলছে।
এরদোগান ছয়জন নিহতের কথা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মিশরের নীল ডেল্টায় খালে বাস পড়ে ২১ জনের মৃত্যু
ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে পরে আহতদের সংখ্যা ৮১ জন বলে জানিয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
প্রতিবেশি গ্রিস সহ অনেক দেশ তুরস্কের ওপর এই হামলার ঘটনায় তাদের শোক প্রকাশ করেছে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন যে তিনি ‘জঘন্য হামলার খবরে হতবাক ও দুঃখিত।’
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক বোমা হামলার শিকার হয়েছিল, যাতে ৫০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) কিছু হামলা করেছিল, বাকি হামলাগুলো কুর্দি বিদ্রোহী গোষ্ঠী করেছিল।
তুরস্ক বছরের পর বছর ধরে দেশটির দক্ষিণ-পূর্বের পিকেকে নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এটি তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত।
ধারাবাহিক কয়েকটি হামলার পরে তুরস্ক সিরিয়া ও উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আন্তঃসীমান্ত সামরিক অভিযান শুরু করে। পাশাপাশি কুর্দি রাজনীতিবিদ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে বিস্তৃত সন্ত্রাসী আইনের মাধ্যমে দমন-পীড়ন চালায়। সমালোচকরা যেটিকে ভিন্নমত দমন করার একটি উপায় বলে সমালোচনা করে।
তুরস্কের মিডিয়া ওয়াচডগ রবিবারের হামলার সম্পর্কে রিপোর্ট করার ওপর অস্থায়ী বিধিনিষেধ আরোপ করেছে। এতে বিস্ফোরণ এবং এর পরবর্তী ঘটনার ক্লোজ-আপ ভিডিও ও ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রেডিও ও টেলিভিশনের সুপ্রিম কাউন্সিল অতীতেও বিভিন্ন হামলা ও দুর্ঘটনার পর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ঘুমন্ত ৬ জনের মৃত্যু
সিরিয়ার তাঁবু বসতিতে গোলাবর্ষণ, নিহত ৬
সোমালিয়ার রাজধানীতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০
সোমালিয়ার রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি অফিসের কাছে সড়কের ব্যস্ত মোড়ে শনিবার দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে শিশুসহ বহুসংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়। বিষয়টি দেশটির জাতীয় পুলিশ জানিয়েছে।
একজন হাসপাতাল কর্মী অন্তত ৩০টি মরদেহ গুনেছেন বলে জানান। তিনি আশঙ্কা করছেন যে এই সংখ্যা আরও বেশি হবে।
রাজধানী মোগাদিশুতে এই বিস্ফোরণ এমন এক দিনে ঘটে যখন দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সহিংস চরমপন্থা মোকাবিলায় সম্প্রসারিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করছিলেন। আল-কায়েদা অনুষঙ্গী আল-শাবাব দলটি প্রায়শই রাজধানীকে লক্ষ্য করে থাকে। একই স্থানে আরেকটি বড় বিস্ফোরণে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পাঁচ বছর পর ঘটনাটি ঘটেছে।
তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ নেয়নি। ২০১৭ সালের ওই বিস্ফোরণের মতো আল-শাবাব খুব কমই বড় সংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার হামলার দাবি করে থাকে। তবে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এই হামলাকে নিষ্ঠুর ও কাপুরুষোচিত বলে অভিহিত করে আল-শাবাবকে দায়ী করেছেন।
আরও পড়ুন: সোমালিয়ার রাজধানীতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ১০০
মদিনা হাসপাতালে এক স্বেচ্ছাসেবক হাসান ওসমান বলেন, ‘হাসপাতালে আনা অন্তত ৩০ জন মৃত ব্যক্তির মধ্যে বেশিরভাগই নারী৷ এটা আমি নিজের চোখে দেখেছি।’
হাসপাতাল ও অন্য স্থানে, উন্মত্ত আত্মীয়রা প্লাস্টিকের ব্যাগে (লাশ রাখার ব্যাগ) বারবার উঁকি দিয়ে প্রিয়জনকে খুঁজতে দেখা গেছে।
আমিন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যে তারা অন্তত ৩৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়েছেন।
অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদুলকাদির আদান এক টুইটে বলেন যে প্রথম বিস্ফোরণে যখন একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায় তখন দ্বিতীয় বিস্ফোরণে ওই গাড়িটি হামলার শিকার হয়।
প্রত্যক্ষদর্শী আবদিরাজাক হাসান বলেন, ‘দ্বিতীয় বিস্ফোরণের সময় আমি ১০০ মিটার দূরে ছিলাম। মৃত্যুর (সংখ্যা) কারণে আমি মাটিতে মৃতদেহ গুণতে করতে পারিনি।’
আরও পড়ুন: সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ২০
তিনি আরও বলেন, প্রথম বিস্ফোরণটি শিক্ষা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। যেখানে সড়কে নানা বিক্রেতা ও মানি চেঞ্জারদের অবস্থান।
ঘটনাস্থলে থাকা একজন অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সাংবাদিক জানান, দুপুরের খাবারের সময় একটি ব্যস্ত রেস্তোরাঁর সামনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে অনেক রেস্তোরাঁ ও হোটেল এলাকায় টুক-টুক ও অন্যান্য যানবাহন ধ্বংসের শিকার হয়। তিনি বেশ কয়েকটি মৃতদেহ দেখেন এবং বলেন যে তাদের গণপরিবহনে ভ্রমণকারী বেসামরিক মানুষ বলে মনে হয়েছে।
আরও পড়ুন: সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বিস্ফোরণে নিহত ৮
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে মা-ছেলে আহত
চাঁইনবাবগঞ্জের একট বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলার সদর উপজেলার উদয়ন মোড় জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার মৃত তবজুল হকের স্ত্রী ফাহমিনা বেগম (৫৫) ও তার ছেলে শহিদুল ইসলাম শহিদ(৪২)।
আহত শহিদুল ইসলামের সৎ মা আজেমা বেগম জানান, রাতে ফাহমিনা ও তার ছেলে তাদের ঘরে ছিলেন। এসময় হঠাৎ ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পর স্থানীয়রা ঘরের মধ্যে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ৩
এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা ও ছেলে আহত হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল বানানোর সময় এ ঘটনা ঘটে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও ‘চান্দের গাড়ি’ দুর্ঘটনা, আহত ১২
চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে শিক্ষকের বাড়িতে বোমা রেখে মোবাইলে হুমকি!
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়া গ্রামের কলেজ শিক্ষক আব্দুল গফুরের (৫৪) বাড়িতে বোমা রেখে মোবাইলে হুমকি দেয়ার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে বাড়ির প্রধান ফটকসহ বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে ওই কলেজ শিক্ষকের মোবাইল নম্বরে ফোন করে অপর প্রান্ত থেকে বলা হয় ‘তোর বাড়ির খাবার ঘরের মিটসেলফের নিচে বোমা রাখা আছে। দেখা না করলে তোকে উড়িয়ে দেয়া হবে এবং পরে কথা হবে বলে ফোন কেটে দেয়া হয়। মোবাইলে কথা বলার পরই ওই কলেজ শিক্ষকের স্ত্রী মিটসেলফের নিচে একটি কার্টন দেখতে পান। এ কার্টন সরনোর পর নিচে স্কচটেপে মোড়ানো তারযুক্ত একটি বোমা সাদৃশ্য বস্তু দেখা যায়। এতে ওই পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
আরও পড়ুন: সাবেক এমপির বাড়িতে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন
সোমবার সকালে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তাৎক্ষনিকভাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়টি উর্ধতন পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি বোমা কি না সেটি নিশ্চিত করতে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে রওনা হয়েছেন। রাতেই এ দলটি ঘটনাস্থলে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে মোবাইল থেকে ফোন করা হয়েছে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সেই নাম্বারটির খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে বোমা হামলায় আহত ২০, বাণিজ্য স্থগিত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩ চীনা নাগরিক নিহত
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এক আত্মঘাতী বোমা হামলায় তিন চীনা নাগরিক এবং তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানায়, দেশটির একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। এক নারী আত্মঘাতী বোমারু এ হামলা চালায় বলেও জানায় তারা।
করাচি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মোহাম্মদ ফারুক জানিয়েছেন, বোমা হামলায় আরও এক চীনা নাগরিক এবং ভ্যানের সঙ্গে থাকা পাকিস্তানি গার্ড আহত হয়েছেন।
করাচির পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, ধারণা করা হচ্ছে হামলার পেছনে একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী ছিল।
আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার শপথ গ্রহণ
তিনি বলেন, ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজে দেখা গেছে একজন আপাদমস্তক বোরকা পরিহিত নারী ভ্যানের দিকে হেঁটে যাচ্ছেন, তারপরই তাৎক্ষণিক বিস্ফোরণটি ঘটে।
উল্লেখ্য, হামলার দায় স্বীকার করা বেলুচিস্তান লিবারেশন আর্মি নিকটবর্তী বেলুচিস্তান প্রদেশে সক্রিয় একটি জঙ্গি গোষ্ঠী। অতীতেও তারা চীনা নাগরিকদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায়।
মঙ্গলবারের হামলার পর বেলুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বোমা হামলাকারীকে শারি বালুচ বা ব্রামশ বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে তিনিই দলের প্রথম নারী বোমা হামলাকারী।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি ‘বেলুচ প্রতিরোধের ইতিহাসে একটি নতুন অধ্যায়’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘদিন ধরে সশস্ত্র বেলুচ জঙ্গিগোষ্ঠী বেলুচিস্তানে বিদ্রোহের চেষ্টা করছে। তারা ইসলামাবাদ থেকে সম্পূর্ণ স্বাধীনতা দাবি না করলেও এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ওপর স্বায়ত্তশাসনের দাবি করে।
আরও পড়ুন: শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত
অনাস্থা প্রস্তাব খারিজ: পাকিস্তানের সর্বোচ্চ আদালতে শুনানি শেষ
রমনার বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর রমনা বটমূলে ২০০১ সালে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- মুফতি শফিকুর রহমান ওরফে আব্দুল করিম ওরফে শফিকুল ইসলাম (৬১)।
র্যাব সদরদপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হামলার সঙ্গে জড়িত থাকার তথ্য জানিয়েছেন।
মুফতি শফিকুর জিজ্ঞাসাবাদে জানান, তিনি ১৯৮৭ সালে করাচির ইউসুফ বিন নুরি মাদ্রাসায় পড়তে গেলে নিষিদ্ধ ঘোষিত ইসলামি সংগঠন হরকাত-উল-জিহাদের প্রধান মুফতি হান্নানের সংস্পর্শে এসেছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় সাংবাদিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪
পাকিস্তান থেকে পরবর্তীতে আফগানিস্তানে যাওয়ার সময় তিনি জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে জড়িয়ে পড়েন। আফগানিস্তান থেকে বাংলাদেশে ফিরে তিনি ‘হরকাত-উল-জিহাদ (বি)’ নামে জঙ্গি সংগঠন গঠন করেন।
১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি জঙ্গি গোষ্ঠীটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি দলটির আমির ছিলেন। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি হরকাত-উল-জিহাদের সূরার সদস্য ছিলেন।
তিনি ২০০১ সালের পহেলা বৈশাখ উপলক্ষে রমনা বটমূলে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ২৭ জানুয়ারি ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজনকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন।
রমনার বটমূলে হামলার পর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি গোপনে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ২০০৮ সাল থেকে নরসিংদীর একটি মাদরাসায় অবস্থান করে আত্মগোপন করেন।
নরসিংদীতে থাকাকালীন আব্দুল করিম ছদ্মনাম ব্যবহার করে স্থানীয় একটি মসজিদে পাঁচ হাজার টাকা বেতনে ইমামের কাজ করতেন।
এএসপি ইমরান খান জানান, বিভিন্ন জায়গায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন তিনি। ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’
আরও পড়ুন: যৌতুকের দাবিতে ডাক্তার স্ত্রীর করা মামলায় ডাক্তার স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে ১২ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেপ্তার
পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৬৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে শিয়া মুসলিমদের একটি মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে পৌঁছেছে। হামলায় কমপক্ষে ২০০ জন আহত হয়েছে। এদিকে এই হামলার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছে দেশটির পুলিশ।
এক বিবৃতিতে আইএস এই হামলার দায় স্বীকার করে জানায়, এই আত্মঘাতী বোমা হামলাকারী আইএসের কর্মী, সে পাশের দেশ আফগানিস্তানের নাগরিক। শুক্রবার জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে সে পেশোয়ারের পুরনো শহরের কুচা রিসালদার শিয়া মসজিদে পাহারারত দু’জন পুলিশের ওপর গুলি চালায় এবং মসজিদের মধ্যে প্রবেশ করে তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
আফগানিস্তানের তালেবান সরকার এই হামলার নিন্দা করেছে। গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে আইএস এই অঞ্চলে তালেবানদের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫৬
তালেবানের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটে জানান, ‘আমরা পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা হামলার নিন্দা জানাচ্ছি। বেসামরিক নাগরিক ও মুসল্লিদের ওপর বোমা হামলার কোনো যৌক্তিকতা নেই।’
বোমা হামলাকারী আফগান নাগরিক; আইএসের এ দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র আসিম খান বলেন, হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও হাসপাতালে ভর্তি ৩৮ জন রোগীর অবস্থা গুরুতর আশঙ্কাজনক।
শুক্রবার রাতে ও শনিবার সকালে নিহতদের স্বজনেরা কঠোর নিরাপত্তার সঙ্গে দাফন করেছেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, হামলার সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করার জন্য ফরেনসিক রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনীয় উপকূলে বিস্ফোরণে ডুবল কার্গো জাহাজ
বিহারে বিস্ফোরণে নিহত ১০, আহত ৯
পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের শিয়া মুসলিমদের একটি মসজিদের ভিতরে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৫৬ জনেরও বেশি মুসল্লি নিহত এবং ১৯৪আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানান, পেশোয়ারের পুরনো শহরের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।
পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ এজাজ খান বলেছেন, দুই সশস্ত্র হামলাকারী মসজিদের বাইরে পুলিশের ওপর গুলি চালালে সহিংসতা শুরু হয়। বন্দুকযুদ্ধে একজন হামলাকারী এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং অপর একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বাকি হামলাকারীরা তখন মসজিদের ভেতরে ছুটে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।
এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে এর আগে এই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ এবং পাকিস্তানের তালেবান বিদ্রোহীদের সংগঠন উভয়ই আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বোমা হামলা চালিয়ে আসছে।
আরও পড়ুন: বিহারে বিস্ফোরণে নিহত ১০, আহত ৯
শায়ান হায়দার নামে একজন প্রত্যক্ষদর্শী মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এই শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান।
তিনি বলেন, ‘আমি আমার চোখ খুলে চারদিকে ধুলা আর লাশ দেখতে পাই।’
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বোমা হামলার নিন্দা করেছেন।
সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিমরা বারবার হামলার শিকার হয়।
সাম্প্রতিক সময়ে পকিস্তানে ব্যাপক সহিংসতা বেড়েছে। এর আগে আফগান সীমান্তে সেনা ফাঁড়িতে বোমা হামলায় কয়েক ডজন সেনা নিহত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গত আগস্টে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে ওই অঞ্চলে শিয়াদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিভল
রাশিয়ার হামলায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন