বোমা
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৬টি বোমা উদ্ধার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ছয়টি দেশীয় বোমা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ জানান, লালন শাহ হলের পকেট গেটে দুটি দেশীয় বোমা পড়ে থাকতে দেখে একদল শিক্ষার্থী প্রক্টরিয়াল বডিকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
পরে শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন এলাকা থেকে একটি, ব্যবসায় প্রশাসন অনুষদসংলগ্ন এলাকা থেকে দুটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এলাকা থেকে একটিসহ চারটি দেশীয় বোমা উদ্ধার করা হয়।
প্রক্টর বলেন, দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এসব বোমা রেখে থাকতে পারে।
আরও পড়ুন: রাজশাহীতে দুর্বৃত্তের ছোঁড়া পেট্রোলবোমায় আহত ২
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছি এবং তারা বিষয়টি খতিয়ে দেখবে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও গণমাধ্যম) পলাশ কান্তি নাথ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
১০ মাস আগে
নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মৌচাক এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেকে টাইম বোমার মতো একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বাসটির সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলী এলাকা থেকে একজন যাত্রী বাসে ওঠেন এবং কেউ কেউ সায়েদাবাদে ওঠেন।
বাসটি যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পৌঁছালে রাত সাড়ে ১০টার দিকে বাস থেকে এক যাত্রীকে নিখোঁজ অবস্থায় দেখতে পান এবং যাত্রীর ব্যাগ থেকে টাইম বোমার মতো বস্তু উদ্ধার করা হয়।
তারা জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, বোমায় একটি টাইমার লাগানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে রয়েছেন।
১০ মাস আগে
নারায়ণগঞ্জে রেললাইনে বোমা নিক্ষেপের চেষ্টা, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ ২ নম্বর রেলস্টেশনে ‘নাশকতার উদ্দেশ্যে’ রবিবার (২৪ ডিসেম্বর) রেললাইন লক্ষ্য করে বোমা নিক্ষেপের চেষ্টা করার সময় তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জয়নাল, হাবিবুর ও হাসান।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, রেলওয়েতে সম্ভাব্য হামলার বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একটি দল স্টেশনে রেললাইন পাহারা দিচ্ছে।
পুলিশ সদস্যরা লক্ষ্য করেন কিছু যুবক বিকালে রেললাইন লক্ষ্য করে বোমা নিক্ষেপের চেষ্টা করছে।
পরে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে বলে জানান এসআই মোখলেছুর।
তবে গ্রেপ্তারদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না তা স্পষ্ট নয়।
তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনে মামলা করা হবে।
আরও পড়ুন: ঢাকার পোস্তগোলায় বাসে আগুন
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপির ২ নেতা গ্রেপ্তার
১০ মাস আগে
ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১, আহত ১
ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন একটি বাড়িতে বোমা তৈরির সময় ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মনির বয়াতি (৪৮) এবং ওই এলাকার তালের আলীর ছেলে। আহত ব্যক্তির নাম ফিরোজ।
আরও পড়ুন: খুলনায় চায়ের দোকানে বোমা বিস্ফোরণে আহত ৩
স্থানীয়রা জানান, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির ঘরে সোমবার রাত ১১টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়।
এতে মনির বয়াতি, ফিরোজ গুরুতর আহত হন। এ ছাড়াও আরও একজন তাকে গুরুতর অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন। এদিকে আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে চিকিৎসক উন্নয়ন চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে আহত মনির বয়াতির মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, বোমা বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: ঢাবি’র কলা ভবন থেকে দুটি বোমা উদ্ধার
গাইবান্ধায় ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার
১ বছর আগে
পাকিস্তানে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪
পাকিস্তানের বেলুচিস্তানে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন সমাবেশে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাস্তুং জেলায় ইসলামের শেষ নবী মুহাম্মদের (সা.) জন্মদিন উপলক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন সমাবেশে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
কয়েক মাসের মধ্যে পাকিস্তানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা সবচেয়ে মারাত্মক হামলা ছিল এটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ হামলায় প্রায় ৭০ জন আহত হয়েছে। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত গুরুতর।’
এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
তবে ইসলামিক স্টেট গোষ্ঠীর আঞ্চলিক সহযোগীদের দিকে মূলত সন্দেহের তীর রয়েছে। কারণ তারা পাকিস্তানের চারপাশে এর আগেও কয়েকটি মারাত্মক বোমা হামলার দায় স্বীকার করেছে।
বেলুচিস্তানে তাদের এক কমান্ডার নিহত হওয়ার পর আইএস কয়েকদিন আগেও একই এলাকায় একটি হামলা চালায়।
এছাড়াও, শুক্রবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা হাঙ্গুতে একটি থানার চত্বরে অবস্থিত একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়।
আরও পড়ুন: পাকিস্তানে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের সমাবেশে বিস্ফোরণে নিহত ২১
কর্মকর্তারা জানিয়েছেন, দুই আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশ স্টেশনের মসজিদের কাছে আসে। রক্ষীরা একজনকে গুলি করে হত্যা করলেও অন্যজন মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
কর্মকর্তারা জানিয়েছেন, ভিতরে প্রায় ৪০ জন মুসল্লীকে নিয়ে ইটের তৈরি ভবনটি বিস্ফোরণে ধসে পড়ে।
ওই এলাকার পুলিশ প্রধান জাভেদ লেহরি জানিয়েছেন, মাস্তুংয়ে শুক্রবারের বোমা হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
একটি মসজিদের পাশের খোলা জায়গায় এই হামলা ঘটেছে, যেখানে প্রায় ৫০০ মানুষ জুমার নামাজের পরে নবীর (সা.) জন্মদিন উদযাপনের জন্য একটি মিছিলের জন্য জড়ো হয়েছিল, যা মিলাদুন্নবী নামে পরিচিত।
লেহরি বলেছেন, বেশিরভাগ লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে এবং অন্যদের দেহাবশেষ নিজ শহরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সন্দেহভাজন অপরাধী বা অপরাধীদের ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বোমা বিস্ফোরণের স্থান থেকে উদ্ধার করা দেহের অঙ্গ-প্রত্যঙ্গের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
বেলুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মীর আলি মারদান ডোমকি সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত তদন্তের সমস্ত ফলাফলে মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা।
তিনি বলেন, কাউন্টার-টেররিজম তদন্তকারীরা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কাজ করছে। শিগগিরই পুরো জাতিকে তদন্তের ফলাফল জানানো হবে।
ডোমকি বলেন, ‘আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং তাদের আর নিরপরাধ জীবন নিয়ে খেলতে দেবো না।’
তিনি বলেন, ‘সরকার গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য করাচিতে স্থানান্তর করতে চায়। প্রত্যেক আহত ও নিহত ব্যক্তির পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে।’
মাস্তুংয়ের মানুষ নিহতদের উদ্দেশে শোক জানাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। পাকিস্তানের অন্যান্য স্থানেও হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা, ৯ সেনা নিহত
একটি ধর্মীয় সংস্থা মজলিস-ই-উলামা নিজামিয়ার সদস্যরা বোমা হামলার নিন্দা জানাতে লাহোর শহরে একটি প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিল।
জনতার উদ্দেশে মাওলানা আবদুস সাত্তার সাইদী মাস্তুং ও হাঙ্গুরের নৃশংস হামলায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাষ্ট্রপতি আরিফ আলভি, প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার, মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক আইন প্রণেতা, রাজনৈতিক দলের প্রধান, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠী ও সুশীল সমাজের সদস্যরাও বোমা হামলা এবং মানুষের জীবনের ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছেন।
একটি বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরাও ‘পাকিস্তানে জঘন্য ও কাপুরুষোচিত আত্মঘাতী সন্ত্রাসী হামলার’ নিন্দা করেছেন।
তারা ‘এই নিন্দনীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধীদের, সংগঠক, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনা এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’
রাষ্ট্রীয় টিভির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন যে এই ধরনের হামলা প্রকাশ করে যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ছাড়া সন্ত্রাসীদের আর কোনো লক্ষ্য নেই।
ইসলামাবাদে মার্কিন দূতাবাস এক্স (টুইটার)-এ একটি বিবৃতি পোস্ট করেছে।
যেখানে বলা হয়েছে, ‘পাকিস্তানের জনগণ সন্ত্রাসী হামলার ভয় ছাড়াই তাদের বিশ্বাসকে উদযাপন করার যোগ্য।’
আরও পড়ুন: পাকিস্তানে গির্জা ও খ্রিস্টানদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১২৯
১ বছর আগে
দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা বিস্ফোরণের ১৮ বছর
বাংলাদেশের ৬৩ জেলায় সিরিজ বোমা বিস্ফোরণের ১৮তম বছর পূর্ণ হলো আজ। এই হামলায় দুইজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছিল।
২০০৫ সালের এই দিনে ৬৩টি জেলার ৪৩৪টি স্থানে প্রায় ৫০০টি বোমা বিস্ফোরণ ঘটে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এই হামলার চালিয়েছিল।
দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করার নতুন আহ্বান জানিয়ে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো দেশব্যাপী বিস্ফোরণের বার্ষিকী পালন করবে।
আরও পড়ুন: জেএমবি সদস্যদের সঙ্গে কারাগারে দেখা হওয়ার পর জঙ্গি নেতা হয়ে ওঠেন ডাকাত
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বোমা হামলার ঘটনায় সারাদেশে বিভিন্ন থানায় ১৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
ইতোমধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে যার মধ্যে ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বিস্ফোরণে মোট ৩৪৯ জন অভিযুক্তকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন
বিস্ফোরণে ২৭ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে আটজনকে ফাঁসি দেওয়া হয়েছে।
জেএমবি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে। কিন্তু ২০০৭ সালে জেএমবির শীর্ষ ছয় নেতার ফাঁসি কার্যকর হওয়ায় তাদের সাংগঠনিক কার্যক্রম ব্যাপক ধাক্কা খেয়েছে।
ঝালকাঠি জেলার দুই বিচারককে হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ শেখ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, থিঙ্ক-ট্যাঙ্ক সদস্য আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ এবং সালাহউদ্দিনকে ফাঁসি দেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড
১ বছর আগে
পাকিস্তানে সমাবেশে বোমা হামলায় ৪৪ জন নিহত, আহত প্রায় ২০০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজুর জেলায় রবিবার (৩০ জুলাই) একজন কট্টরপন্থী ধর্মগুরু ও রাজনৈতিক নেতার সমর্থকদের সমাবেশে শক্তিশালী বোমা হামলা করা হয়েছে।
দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ৪৪ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে।
সিনিয়র পুলিশ অফিসার নাজির খান বলেন, বাজুর জেলার রাজধানী খারের উপকণ্ঠে মাওলানা ফজলুর রহমানের জমিয়ত উলেমা ইসলাম (জেইউআই) পার্টির কর্মী সম্মেলনে এই হামলার ঘটনা ঘটেছে।
এপি’র ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।
সমাবেশে আসা ৪৫ বছর বয়সী আদম খান পায়ে ও দুই হাতে স্প্লিন্টারে আঘাত পান।
তিনি বলেন, বিকাল ৪টায় বোমা হামলা হয় এবং তিনি মাটিতে পড়ে যান।
তিনি বলেন, ‘চারপাশে আমি শুধু ধুলো ও ধোঁয়া দেখতে পাই।’
আরও পড়ুন: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধে ৩ সেনাসদস্য ও ২ বিদ্রোহী নিহত
কেউ তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী আফগানিস্তানে সীমান্তের বাইরেও হামলা করা শুরু করছে।
খান বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।
একটি বাজারের কাছে একটি হলের মধ্যে জেইউআই কর্মী সম্মেলন আয়োজন করা হয়। তবে, সমর্থক সংখ্যা বেশি হওয়ায় বাইরে তাঁবু করা হয়। এসময় দলীয় স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানস্থলটি পাহারা দিচ্ছিল।
খাইবার পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত গন্ডাপুর বলেছেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে দলীয় স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন আত্মঘাতী বোমা হামলাকারী অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে।
তিনি বলেন, বিস্ফোরক বিশেষজ্ঞরা আলামত সংরক্ষণের জন্য ঘটনাস্থলে চিরুনি অভিযান চালাচ্ছেন।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল খান জানান, বিস্ফোরণে নিহত ৪৪ জনের লাশ এবং প্রায় ২০০জন আহত ব্যক্তি খারের প্রধান হাসপাতালে রয়েছে।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের পেশোয়ার এবং পার্শ্ববর্তী জেলা দিরের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাষ্ট্রপতি আরিফ আলভি এবং অন্যান্য নেতারা এই হামলার নিন্দা করেছেন। তারা আহত ও শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে নিহত ২৫, আহত ১৪৫
নিহতদের মধ্যে রেহমানের দলের স্থানীয় প্রধান মাওলানা জিয়াউল্লাহও রয়েছেন।
সিনেটর আবদুর রশিদ এবং সাবেক সংসদ সদস্য মাওলানা জামালউদ্দিনও মঞ্চে ছিলেন; তবে তিনি অক্ষত রয়েছেন।
রেহমান সমাবেশে ছিলেন না বলে দলের কর্মকর্তারা জানিয়েছেন।
দলের আঞ্চলিক প্রধান রাশেদ বলেছেন, হামলাটি নভেম্বরে সংসদ নির্বাচনের আগে জেইউআইকে মাঠ থেকে সরানোর চেষ্টা।
তিনি বলেন, এ ধরনের কৌশল কাজ করবে না।
রেহমানকে তালেবানপন্থী ধর্মগুরু বলে মনে করা হয় এবং তার রাজনৈতিক দল ইসলামাবাদের জোট সরকারের অংশ। আসন্ন নির্বাচনের জন্য সমর্থকদের একত্র করতে সারাদেশে সভা-সমাবেশ করছে দলটি।
তিনি বলেন, ‘এই ঘটনায় আমাদের অনেক সহকর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। আমি ফেডারেল ও প্রাদেশিক প্রশাসনকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও চিকিৎসা সুবিধা দিতে বলব।’
মোহাম্মদ ওয়ালি বলেন, তিনি একজন বক্তার বক্তব্য শুনছিলেন, তখন বিকট বিস্ফোরণে সাময়িকভাবে বধির হয়ে যান।
আরও পড়ুন: পাকিস্তানে কয়লা খনি নিয়ে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ১৫
তিনি বলেন, ‘আমি এক গ্লাস পানি আনতে ওয়াটার ডিসপেনসারের কাছে গিয়েছিলাম, আকস্মিক বোমা বিস্ফোরণের ধাক্কায় আমি মাটিতে পড়ে যাই।’
তিনি বলেন, ‘আমরা হাসিমুখে সমাবেশে এসেছিলাম। কিন্তু হাসপাতালে গিয়ে শেষ পর্যন্ত কান্নারত আহত মানুষ এবং তাদের প্রিয়জনের লাশ নিয়ে স্বজনদের কাঁদতে দেখেছি।’
বাজুর একটা সময় একটি উপজাতীয় অঞ্চল ছিল, কিন্তু এখন একটি জেলা।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি সামরিক বাহিনী উপজাতীয় অঞ্চল থেকে জঙ্গিবাদ নির্মূল করার জন্য ব্যাপক অভিযান চালানোর আগ পর্যন্ত ইসলামিক জঙ্গিদের একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল এটি। জঙ্গিরা এখনও প্রায়ই নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের ওপর হামলা চালায়।
১ বছর আগে
নাটোরে অধ্যক্ষের নামে আসা পার্সেলে বোমা, নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল ইউনিট
নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল ও আইসিটি ইনস্টিটিউটের অধ্যক্ষের ঘরের দরজায় রাখা বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও বোম ডিসপোজাল ইউনিট।
পরিদর্শক শফিউদ্দিন শেখের নেতৃত্বে ১১ সদস্যদের টিম শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বোমাসহ পার্সেলটি অধ্যক্ষের দরজার সামনে থেকে ক্যাম্পাসের ফাঁকা স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে।
পরে এক ব্রিফিংয়ে দলনেতা শফিউদ্দিন বলেন, পার্সেলের ভেতরে হাতে তৈরি ছোট আকারের বোমা ছিল। বোমাটির আলামত সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
এর আগে শনিবার সকালে কলেজে গিয়ে নিজ দপ্তরের দরজায় তার নামে পাঠানো একটি বড় আকারের আমের পার্সেল দেখতে পান ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে রাজশাহী থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকের আলামতের কথা জানান।
এরপর দিনভর প্রতিষ্ঠানটি ঘিরে রাখে র্যাব ও পুলিশ সদস্যরা।
পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১টার দিকে তা নিষ্ক্রিয় করে।
ইউএনবি’র নাটোর প্রতিনিধি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও হয়নি।
আরও পড়ুন: নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার
নাটোরে সদর হাসপাতাল থেকে অভিনব কায়দায় নবজাতক চুরি
১ বছর আগে
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন রবিবার ভোরে ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) আহ্বায়ক গোলাম মাওলা শাহিনসহ বিএনপির ১৫ জনকে এবং অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে মামলা করেন।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ
মামলার এজাহারে বলা হয়, শনিবার পল্টন থানা পুলিশ দায়িত্ব পালনকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অতর্কিতভাবে প্রায় ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে ওই এলাকায় একটি ক্রুড বোমা বিস্ফোরিত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান এসআই শামীম।
আরও পড়ুন: আইজিপির কাছে ‘গায়েবী’ মামলার প্রতিকার চাইল বিএনপি
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাঁয়তারার অভিযোগ
১ বছর আগে
ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
তুরস্কের ইস্তাম্বুল শহরের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এ হামলার দায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবারের বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষ্যে ৮১ জন ব্যক্তি আহত হয়েছেন। ইস্তিকলাল অ্যাভিনিউটি বেশ জনপ্রিয় একটি সড়ক; যেখানে নানা দোকান ও সারি সারি রেস্তোরাঁ রয়েছে। আর এই সড়কটির মাধ্যমে বিখ্যাত তাকসিম স্কয়ারে যাওয়া যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুকে উদ্ধৃত করে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, যে ব্যক্তি বোমাটি রেখেছিল কিছুক্ষণ আগে আমাদের ইস্তাম্বুল পুলিশ বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তিনি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানাননি তবে বলেছেন যে আরও ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বাংলাদেশ- তুরস্ক পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা
মন্ত্রী জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও এর সিরিয়ার সমর্থক পিওয়াইডি’র প্রতি ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন যে এই হামলার প্রতিশোধ নেয়া হবে।
সোয়লু বলেন, ‘ইস্তিকলাল এভিনিউতে যারা এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে, তাদের অনেক বেশি কষ্ট দেয়া হবে।’
সোয়লু মার্কিন যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেন।
তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করেন।
সোয়লু বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন জরুরি চিকিৎসা নিচ্ছিলেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৮১
ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুলে পৌঁছেছে
২ বছর আগে